* ভগবান শ্রীকৃষ্ণ *
! ! ! ! ! ! ! ! ! !

ঈশ্বরঃ পরমঃ কৃষ্ণঃ সচ্চিদানন্দবিগ্রহঃ ।
অনাদিরাদির্গোবিন্দঃ সর্ব্বকারণকারণম্।।

Krishna vs Arjun @ Gita Bhogoban Krishner Picture Bhogoban Krishner Picture
*
পূর্বোক্ত বিবরণের পর -

 ভগবান শ্রীকৃষ্ণের অষ্টোত্তরশত নাম  

ইন্দ্রদর্পনাশকারী কুব্জামনোহারী।
চাণুর-কংসাদি-নাশী অক্রূরনিস্তারী।।
নবীন-নীরদ-কান্তি শিশুগোপবেশ।
শিখিপুচ্ছবিভূষিত ব্রহ্ম-পরবেশ।।
পীতাম্বর-বেণুধর শ্রীবৎসলাঞ্ছন।
গোপগোপীপরিবৃত কমল-নয়ন।।
বৃন্দাবন-বনচারী মদনমোহন।
মথুরামণ্ডলচারী শ্রীযদুনন্দন।।
সত্যভামাপ্রাণপতি রুক্মিণীরমণ।
প্রদ্যুম্নজনক শিশুপাল্যাদি-দমন।।
উদ্ধবের গতিদাতা দ্বারকার পতি।
ত্রিভুবনপরিত্রাতা অখিলের গতি।।
শাল্ব-দন্তবক্র নাশী মহিষীবিলাসী।
সাধুজন-ত্রাণকর্তা ভূভার-বিনাশী।।
পাণ্ডবের সখা কৃষ্ণ বিদুরের প্রভু।
ভীষ্মের উপাস্যদেব ভুবনের বিভু।।
দেবের আরাধ্যদেব মুনিজনগতি।
যোগিধ্যেয়-পাদপদ্ম রাধিকার পতি।।
রসময় রসিক নাগর অনুপম।
নিকুঞ্জবিহারী হরি নবঘনশ্যাম।।
শালগ্রাম দামোদর শ্রীপতি শ্রীধর।
তারক-ব্রহ্ম সনাতন পরম ঈশ্বর।।
কল্পতরু কমললোচন হৃষিকেশ।
পতিতপাবন গুরু জ্ঞান-উপদেশ।।
চিন্তামণি চতুর্ভূজ দেব চক্রপাণি।
দীনবন্ধু দেবকীনন্দন যদুমণি।।
অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা।
নারদাদি ব্যাসদেব দিতে নারে সীমা।।
নাম ভজ নাম চিন্ত নাম কর সার।
অনন্ত কৃষ্ণের নাম মহিমা অপার।।
শতভার-সুবর্ণ-গো-কোটি-কন্যাদান।
তথাপি না হয় কৃষ্ণনামের সমান।।
যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি।
নামের সহিত আছেন আপনি শ্রীহরি।।
শুন শুন ওরে ভাই নাম-সংকীর্তন।
যে নাম শ্রবণে হয় পাপ-বিমোচন।।
কৃষ্ণনাম ভজ জীব আর সব মিছে।
পলাইতে পথ নাই যম আছে পিছে।।
কৃষ্ণনাম হরিনাম বড়ই মধুর।
যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর।।
ব্রহ্মা-আদি দেব যাঁরে ধ্যানে নাহি পায়।
সে-হরি-বঞ্চিত হ’লে কি হবে উপায়।।
হিরণ্যকশিপুর করি উদর বিদারণ।
প্রহ্লাদে করিলা রক্ষা দেব নারায়ণ।।
বলিরে ছলিতে প্রভু রইলা বামন।
দ্রৌপদীর লজ্জা হরি কৈলা নিবারণ।।
অষ্টোত্ত্রশত নাম যে করে পঠন।
অনায়াসে পায় রাধাকৃষ্ণের চরণ।।
ভক্তবাঞ্ছা পূর্ণ করে নন্দের নন্দন।
মথুরায় কংসধ্বংস, লঙ্কায় রাবণ।।
বকাসুরবধ আদি কালীয়দমন।
দ্বিজ হরিদাস কহে নাম-সংকীর্তন।।

শ্রীশ্রী গৌর-আরতি

জয় জয় গোরাচাঁদের আরতিকো শোভা।
জাহ্নবী-তটবনে জগমনোলোভা ।।১।।
দক্ষিণে নিতাইচাঁদ, বামে গদাধর ।
নিকটে অদ্বৈত, শ্রীনিবাস ছত্রধর ।।২।।
বসিয়াছে গোরাচাঁদ, রত্নসিংহাসনে ।
আরতি করেন ব্রহ্মা-আদি দেবগণে ।।৩।।
নরহরি-আদি করি’ চামর ঢুলায় ।
সঞ্জয়-মুকুন্দ-বাসুঘোষ-আদি গায় ।।৪।।
শঙ্খ বাজে, ঘন্টা বাজে, বাজে করতাল ।
মধুর মৃদঙ্গ বাজে পরম রসাল ।।৫।।
বহুকোটি চন্দ্র জিনি’ বদন উজ্জ্বল ।
গলদেশে বনমালা করে ঝলমল ।।৬।।
শিব-শুক-নারদ প্রেমে গদগদ ।
ভকতিবিনোদ দেখে গোরার সম্পদ ।।৭।।

পরবর্তী বিবরণ

*ভগবান শ্রীকৃষ্ণ*
! ! ! ! ! ! ! ! ! !

* * * Anupamasite-এ আপনাকে স্বাগতম। আপনার পছন্দমত যে কোন ধরনের লেখা পোস্ট করতে এখানে ক্লিক করুন।   আপনাদের পোস্ট করা লেখাগুলো এই লিংকে আছে, দেখতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ * * *

জ্ঞানই শক্তি ! তাই- আগে নিজে জানুন , শেয়ার করে প্রচারের মাধ্যমে অন্যকেও জানতে সাহায্য করুন।