শ্রীমৎ আচার্য বিবেকানন্দ গোস্বামী
এম.এ.(ট্রিপল), সপ্ততীর্থ, বি.সি.এস (শিক্ষা) প্রাক্তন সহযোগী অধ্যাপক (দর্শন) বরগুনা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ । প্রতিষ্ঠাতা বাংলাদেশ সেবাশ্রম। -এর স্বহস্তে লিখিত গ্রন্থ
মৃত্যু হতে অমৃতলোকে
For Ad Contact
0183 45 45 989
জয় রাধে শ্যাম
শ্রী গুরুদেবের বাণী
**১** মৃত্যু যখন অবশ্যম্ভাবী, সৎ পথে থাকাই বাঞ্ছনীয় ।
**২** কাম্য বা অকাম্য কর্ম্ম আশা করি ফল, ঈশ্বরে না সমর্পিলে সকলি বিফল।
**৩** গঙ্গা সম কৃষ্ণ কথা পতিত পাবনী; প্রশ্নকর্তা, বক্তা, শ্রোতা- এ তিনের তারিনী।
**৪** প্রেম ধর্মে নাম সাধনাই প্রধান। তাঁরই কর্ম করবেন এবং অবসর সময়ে দর্শন ও শ্রবণ করবেন- তাতেই হবে। এ ছাড়া তাঁকে পাবার আর একটা উপায় হলো ভালবাসা।
**৫** সাধু যার উদ্দেশ্য ঈশ্বর তার সহায়, মন ভাল থাকলেই হল।
**৬** সাধন ভজন করে অচল বিগ্রহ সচল করা যায়, ফটো দিয়ে কথা বলানো যায়, তা না পারলে পূজার সার্থকতা কোথায়?
**৭** তোমার কর্মই তোমার গন্তব্যে পৌঁছে দেবে।
**৮** জপের দ্বারাই সবকিছুর সিদ্ধিপ্রাপ্ত হয়, অবিরাম জপ করুন- জপ করুন- জপ করুন।
**৯** কর্মকান্ড শেষ করি, জ্ঞান কান্ডে অবতরি, সংযম না শিক্ষা করি, তবে কি মানব?
**১০** নিষ্কাম কর্ম, স্বধর্ম পালন, ভগবানে আত্মসমর্পন, মানব জীবনের প্রধান সাধন।
জয় রাধে শ্যাম
আপনার পছন্দমত
যে কোন ধরনের লেখা পোস্ট করতে পারেন। মানসম্মত লেখা নামসহ সাইটে স্থায়ীভাবে পাবলিশ করা হয়।