শ্রীমৎ আচার্য বিবেকানন্দ গোস্বামী

এম.এ.(ট্রিপল), সপ্ততীর্থ, বি.সি.এস (শিক্ষা) প্রাক্তন সহযোগী অধ্যাপক (দর্শন) বরগুনা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ । প্রতিষ্ঠাতা বাংলাদেশ সেবাশ্রম। -এর স্বহস্তে লিখিত গ্রন্থ
মৃত্যু হতে অমৃতলোকে
Krishna vs Arjun @ Gita



Bhogoban Krishner Picture
  • For Ad Contact
    0183 45 45 989








  • Gurudeb Photo Gurudeb Photo

      জয় রাধে শ্যাম  

     শ্রী গুরুদেবের বাণী  

    **১** মৃত্যু যখন অবশ্যম্ভাবী, সৎ পথে থাকাই বাঞ্ছনীয় ।


    **২** কাম্য বা অকাম্য কর্ম্ম আশা করি ফল, ঈশ্বরে না সমর্পিলে সকলি বিফল।


    **৩** গঙ্গা সম কৃষ্ণ কথা পতিত পাবনী; প্রশ্নকর্তা, বক্তা, শ্রোতা- এ তিনের তারিনী।


    **৪** প্রেম ধর্মে নাম সাধনাই প্রধান। তাঁরই কর্ম করবেন এবং অবসর সময়ে দর্শন ও শ্রবণ করবেন- তাতেই হবে। এ ছাড়া তাঁকে পাবার আর একটা উপায় হলো ভালবাসা।


    **৫** সাধু যার উদ্দেশ্য ঈশ্বর তার সহায়, মন ভাল থাকলেই হল।


    **৬** সাধন ভজন করে অচল বিগ্রহ সচল করা যায়, ফটো দিয়ে কথা বলানো যায়, তা না পারলে পূজার সার্থকতা কোথায়?


    **৭** তোমার কর্মই তোমার গন্তব্যে পৌঁছে দেবে।


    **৮** জপের দ্বারাই সবকিছুর সিদ্ধিপ্রাপ্ত হয়, অবিরাম জপ করুন- জপ করুন- জপ করুন।


    **৯** কর্মকান্ড শেষ করি, জ্ঞান কান্ডে অবতরি, সংযম না শিক্ষা করি, তবে কি মানব?


    **১০** নিষ্কাম কর্ম, স্বধর্ম পালন, ভগবানে আত্মসমর্পন, মানব জীবনের প্রধান সাধন।



    জয় রাধে শ্যাম

    আপনার পছন্দমত যে কোন ধরনের লেখা পোস্ট করতে পারেন। মানসম্মত লেখা নামসহ সাইটে স্থায়ীভাবে পাবলিশ করা হয়।

    সুনির্বাচিত শ্লোকঃ-

    * * * Anupamasite-এ আপনাকে স্বাগতম। আপনার পছন্দমত যে কোন ধরনের লেখা পোস্ট করতে এখানে ক্লিক করুন।   আপনাদের পোস্ট করা লেখাগুলো এই লিংকে আছে, দেখতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ * * *

    জ্ঞানই শক্তি ! তাই- আগে নিজে জানুন , শেয়ার করে প্রচারের মাধ্যমে অন্যকেও জানতে সাহায্য করুন।

    Say something

    Please enter name.
    Please enter valid email adress.
    Please enter your comment.