প্রত্যেক মানুষের কাছে তার সুনামই হল বড় ঐশ্বর্য৷ যে আমাদের টাকাকড়ি কেড়ে নেয়, সে আমাদের কিছুই নিতে পারে না৷ কারণ টাকার নিজের কোনো মূল্য নেই- আজ যে তোমার, কাল সে আমার৷ আবার পরশু দিন আরেক জনের হবে৷ কিন্তু যে আমার সুনাম কেড়ে নেয় সে আমার য্থাসর্বস্বই কেড়ে নেয়৷ তাতে সে ধনী হয় না বটে, কিন্তু আমাকে একেবারে নিঃস্ব করে দেয়। - শেক্সপীয়ার
তুমি যদি উচ্চ সম্মান লাভ করতে চাও, তবে অধীনস্থ ব্যক্তিকে নিজের মতো দেখতে অভ্যাস করো৷ তাকে সামান্য মনে না করে সম্মান করবে । - শেখ সাদি
পরের প্রশংসা পেতে হলে, অপরকে প্রশংসা করতে হয় । - বি. সি. রায়
সর্বাপেক্ষা শ্রুতিকটু হল নিজ কর্ণে শত্রুর প্রশংসা শ্রবণ করা এবং সর্বাপেক্ষা শ্রুতিমধুর হল পরের মুখে নিজের প্রশংসা শোনা । - বি. সি. রায়
কাউকে তোষামোদ করা খুব সোজা; কিন্তু কাউকে সত্যিকারের প্রশংসা করা খুবই কঠিন । - জন পিটার
আজ হয়তো এটি আগুন - কাল হয়ে যাবে ছাই । - আরবি প্রবাদ
আমরা সবাই চালিত হই প্রশংসিত হওয়ার সুপ্ত ইচ্ছায়৷ আর উত্তম লোক তিনিই যিনি গৌরবময় হওয়ার ইচ্ছায় চালিত হয়েছেন বেশি৷ এমনকি দার্শনিকেরা পর্যন্ত, তাঁদের সুখ্যাতি পাওয়ার কামনায় লেখা বইগুলোতেও তুলে ধরেছেন নিজের নিজের নাম । - সিসেরো
যদি তুমি কখনো অপমানিত বোধ কর, তবুও অন্যকে সেটা বুঝতে দেবে না ।- বেকন
প্রচুর ধনসম্পদের চাইতে বরং যশ বেশি পছন্দ হওয়া উচিত । - বাইবেল
পৃথিবীতে দুটো কাজ খুবই শক্ত- একটা হচ্ছে নিজের জন্য খ্যাতি অর্জন করা, অপরটি হচ্ছে সেটা আগাগোড়া ধরে রাখা। - রবার্ট সুম্যান
আজ যে রাজা, আগামীকাল হয়তো তাকে সিংহাসন ত্যাগ করতে হবে, কিন্তু আজকের কর্মই তাকে মৃত্যুঞ্জয় করে রাখতে পারে। - ফিলিপ সিডনি
জ্ঞান জীবনকে পূর্ণতা দান করে, সুখ জীবনকে দীর্ঘস্থায়ী করে এবং সুকর্ম মানুষকে অমর করে । - এস. টি. কোলরিজ
মানুষের সবচেয়ে বড় সম্পদ হল তার সুনাম । - শেক্সপীয়ার
আচার-ব্যবহার সম্পর্কে বাণী
ভালো ব্যবহারের বিনিময়ে ভালো ব্যবহার- এর নাম ভালো ব্যবহার নয়৷ মন্দ ব্যবহারের ক্ষেত্রে ভালো ব্যবহার- এই হলো ভালো ব্যবহার। - আল-হাদিস
ব্যক্তিবিশেষের একটি আচরণ দেখেই তার প্রতি আকৃষ্ট হয়ো না, তার অন্যান্য আচরণ সম্পর্কেও খোঁজখবর নিও। - হযরত আলি (রাঃ)
কাজে যে দক্ষ এবং ব্যবহারে যে মার্জিত- উন্নতি তার হবেই । - শিলার
যাহার যোগ্যতা যত অল্প তাহার আড়ম্বর তত বেশি । - রবীন্দ্রনাথ ঠাকুর
কোনো মানুষের ওপর প্রভাব বিস্তার করতে হলে তোমাদের সহৃদয় ব্যবহার মধুর মতোই আকর্ষণীয় মিষ্ট কাজ করবে। - লিঙ্কন
কোনো মানুষকে নিজের মতে আনতে গেলে গায়ের জোর ফলালেই হবে না, কেননা মানুষ সহজে পরিবর্তিত হতে চায় না৷ বরং বন্ধুত্ব এবং সুব্যবহার দ্বারা এটা সম্ভব হতে পারে। - ডেল কার্নেগি
কথা বলারও একটা আর্ট আছে, সেটা আয়ত্ত না করলে কথা বলে অন্যকে আনন্দ দেয়া যায় না। - মিচেল ব্রুস
একজন মানুষ তখনই চমৎকার ব্যক্তিত্বের অধিকারী হতে পারে, যখন সে অনর্থক কথা এবং অপকর্মকে পরিত্যাগ করতে পারে । - এডিসন
হাতমোজা পরা বেড়াল ইঁদুর ধরতে পারে না । - ইংরেজী প্রবাদ
তার অন্য কোনো গুণ নেই, যার দয়া সহানুভূতি নেই। - রোনাল্ড ডিফি
যারা জমিনে আছে, তাদের উপর দয়া করো, যিনি আকাশে আছেন, তিনি তোমার উপর দয়া করবেন । - তারবানি
বোকা লোক ঘন ঘন মত বদলায়। - হযরত আলি (রাঃ)
একগুঁয়েমি ভালো কাজেই ভালো, মন্দ কাজে নয় । - শিবনাথ শাস্ত্রী
যারা সবসময় পান করে তারা স্বাদ গ্রহণ করে না, আর যারা সর্বদা কথা বলে তারা চিন্তা করে না । - প্রাইসর
পরের উপকার করা ভালো, কিন্তু নিজেকে পথে বসিয়ে নয়। - ইয়ং
অন্যকে বারবার ক্ষমা করো কিন্তু নিজেকে একবারও নয় । - সাইরাস