For Ad বিজ্ঞাপনের জন্য



*
Add_6

স্রষ্টা- সৃষ্টিকর্তা সম্পর্কে বাণী

  • যার হাত ও জবান থেকে মানবজাতি নিরাপদ, তিনি খাঁটি মুসলমান৷  -আল-হাদিস
  • অন্তর দিয়া সত্য উপলব্ধি করা, মুখ দিয়া প্রকাশ করা এবং অঙ্গপ্রত্যঙ্গ মারফত সেই অনুযায়ী কাজ করার নামই ঈমান৷  -আল-হাদিস
  • যে-নামাজে হৃদয় নম্র হয়না, সে-নামাজ আল্লাহর নিকট নামাজ বলিয়াই গণ্য হয়না৷  -আল-হাদিস
  • সৃষ্টিকর্তাকে বিশ্বাস করা শক্ত, কিন্তু তার চাইতেও বেশি শক্ত তাঁকে অবিশ্বাসকরা৷ প্রকৃতির বিস্ময়কর লীলা দেখে তাঁর প্রতি আমার বিশ্বাস জন্মেনি, বরং এ-বিশ্বাস জন্মেছে মানুষের প্রাণ প্রাচুর্য দেখে৷ -টেনিসন
  • সবধর্মের লোকে একজনকেই ডাকছে৷ কেউ বলছে ঈশ্বর, কেউ রাম, কেউ হরি, কেউ আল্লাহ্, কেউ ব্রহ্ম৷ নাম আলাদা, কিন্তু একই৷  -শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব
  • যে ব্যক্তি প্রাণী হিংসা করে, সে কখনো আর্য হতে পারেনা৷ যিনি সর্বজীবের প্রতি হিংসা ত্যাগ করে মৈত্রীভাবাপন্ন হয়েছেন তিনিই আর্য নামে অভিহিত হন৷  -ত্রিপিটক
  • সত্য চিরদিন

  • লোভ-লালসা করিও না - করিলে উচ্চশির থাকিবে না৷
  • চোগলখোরি করিও না - করিলে জাহান্নামি হইবে৷
  • এমন উপদেশ দিও না - যাহা নিজে কর না৷
  • সালাম করিতে কার্পণ্য করিও না - করিলে কৃপণ বলিয়া গণ্য হইবে৷
  • এমন ওয়াদা করিও না - যাহা পূরণ করিতে পারিবে না৷
  • নামাজ ছাড়িও না - ছাড়িলে আল্লাহর জিম্মায় থাকিবে না৷
  • ঠাট্টা করিও না - করিলে সম্মান নষ্ট হইবে৷
  • মিথ্যা বলিও না - বলিলে ঈমানের জ্যোতি নষ্ট হইবে৷
  • স্বামীর অবাধ্য চলিও না - চলিলে বেহেশত পাইবে না৷
  • আলস্য করিও না - করিলে কর্তব্যকর্মে ত্রুটি হইবে৷
  • হিংসা করিও না - করিলে আত্মপীড়ন হইবে ৷
  • নিরাশ হইও না - হইলে হকের উপর থাকিতে পারিবে না৷
  • সত্য চিরদিন

  • কুসংগে থাকিও না - থাকিলে নিন্দিত হইবে৷
  • পাপ করিও না - করিলে আল্লাহর ক্রোধে পড়িবে৷
  • কৃপণতা করিও না - করিলে মর্যাদা নষ্ট হইবে৷
  • অহংকার করিও না - করিলে ধ্বংস হইবে৷
  • সীমা লংঘন করিও না - করিলে আল্লাহ্ ভালোবাসিবেন না৷
  • চিরদিনের উপদেশ

  • সাধনা করো - একাগ্র চিত্তে
  • কামনা করো - ভক্তি সহকারে
  • দান করো - মুক্ত হস্তে
  • পান করো - ধীরে ধীরে
  • উপাসনা করো - প্রেমের মাধ্যমে
  • নত হও - সংযমের সাথে
  • আহার করো - পরিমিতভাবে
  • ব্যয় করো - আয় বুঝে
  • চিন্তা করো - গভীরভাবে
  • বিশ্বাস করো - মনেপ্রাণে
  • অপেক্ষা করো - ধৈর্যের সাথে
  • কাজ করো - নীরবে
  • পথ চলো - সাবধানে
  • সেবা করো - যত্নের সাথে
  • সাহায্য করো - গাম্ভীর্যের সাথে
  • খেলা করো - অবসরে
  • বাস করো - সুজনের সাথে
  • ভালোবাসো - প্রাণ খুলে
  • বন্ধুত্ব করো - যাচাই করে
  • দুর্বৃত্তকে - এড়িয়ে চলো
  • জ্ঞানীর সঙ্গে - কাজ করো
  • শ্রবণ করো - মন দিয়ে
  • সংকল্প করো - দৃঢ়চিত্তে
  • তর্ক করো - যুক্তির সাথে
  • কথা বলো - সংক্ষেপে
  • নিজের কাজ - নিজেই করো
  • পূর্ববর্তী / পরবর্তী বাণী

  • * * * Anupamasite-এ আপনাকে স্বাগতম। আপনার পছন্দমত যে কোন ধরনের লেখা পোস্ট করতে এখানে ক্লিক করুন।   আপনাদের পোস্ট করা লেখাগুলো এই লিংকে আছে, দেখতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ * * *

    জ্ঞানই শক্তি ! তাই- আগে নিজে জানুন , শেয়ার করে প্রচারের মাধ্যমে অন্যকেও জানতে সাহায্য করুন।