For Ad বিজ্ঞাপনের জন্য



*
Add_6

ন্যায় - অন্যায় সম্পর্কে বাণী

  • দুষ্কর্মের প্রকৃত অনুতাপকারী এবং যে কখনো দুষ্কর্ম করে নাই ইহাদের মধ্যে কোনো পার্থক্য নাই । - আল-হাদিস
  • সৎ স্বভাব ও সুন্দর আচরণই পুণ্য আর যে বিষয় সম্পর্কে তোমার মনে দ্বিধা জাগে এবং লোকসমাজে যা প্রকাশ হওয়া তুমি অপছন্দ কর, তা-ই পাপ । - আল-হাদিস
  • ক্ষমতাপ্রাপ্ত রাজপুরুষের অত্যাচার ও বিচারাসনে বসিয়া বিচারকের অবিচারের মতো মন্দ কর্ম আর নেই । - হযরত আলি (রাঃ)
  • অত্যাচারীর বিরুদ্ধে অত্যাচারিতের অন্তরে যে- বিদ্বেষাগ্নির জন্ম হয়, তা অত্যাচারীকে ভস্ম করেই ক্ষান্ত হয় না, সে- আগুনের শিখায় অনেককিছুই দগ্ধীভূত হয়। - হযরত আলি (রাঃ)
  • অন্যায়কারী তার দুষ্কর্মের রশিতেই বাঁধা পড়বে এবং একদিন-না-একদিন তাকে কৃতকর্মের ফলভোগ করতেই হবে । - হযরত সোলায়্মান (রাঃ)
  • মিথ্যাবাদীর শাস্তি এই নয় যে, তাকে কেউ বিশ্বাস করে না, সে নিজেই কাউকে বিশ্বাস করতে পারে না। - জর্জ বার্নার্ড শ
  • নরহত্যা করিও না, ব্যভিচার করিও না, চুরি করিও না, মিথ্যা সাক্ষ্য দিও না, প্রবঞ্চনা করিও না, তোমার পিতামাতাকে সমাদর করিও । - বাইবেল
  • সন্তানকে প্রতিদিন একবার করে পেটাও; কেন, তা তুমি না জানলেও তোমার সন্তান ঠিকই জানে । - চীনা প্রবাদ
  • অধিকার সচেতন অথচ দায়িত্ব বোঝে না, এমন মানুষ মূঢ় । - প্রতিভা বসু
  • চারটি জিনিস বিচারকের নিজস্ব থাকতে হবে : বিনয়সহকারে শোনা, জ্ঞানীর মতো উত্তর দেয়া, সংয্ত হয়ে বিবেচনা করা, কোনোদিকে পক্ষপাতিত্ব না করে বিচার করা । - সক্রেটিস
  • বিচারে দেরি করার অর্থ অবিচার করা । - লেন্ডর
  • শাসন করা তারই সাজে সোহাগ করে যে । - রবীন্দ্রনাথ ঠাকুর
  • যে-আইন প্রকৃতির বিরুদ্ধে, সে-আইন জাতির বিরুদ্ধে । - মিল্টন
  • আত্মরক্ষা করা প্রকৃতির প্রথম আইন। - বাটলার
  • আইন হল ইঁদুর মারার কলের মতো, এর শরণাপন্ন হওয়া খুব সহজ, কিন্তু এর থেকে বের হওয়া তত সহজ নয়। - বালফোর
  • ন্যায় - অন্যায় সম্পর্কে বাণী

  • মামলাকারী সেই ব্যক্তি যে তার হাড়গুলো বাঁচাবার আশায় গায়ের চামড়া দান করে । - আমব্রস বিয়ার্স
  • আইন মাকড়সার জালের মতো, খুদে কেউ পড়লে যায় আটকে, বড়রা ছিঁড়ে বেরিয়ে আসে । - সলোন
  • আইনের মাধ্যমে অত্যাচার করার চেয়ে বড় অত্যাচার আর নেই । - বেকন
  • জনগণের নিরাপত্তাই হচ্ছে সর্বোচ্চ আইন - সিসেরো
  • উকিলের স্মরণাপন্ন হলেই মামলায় জিতে যাবে- নির্বোধেরা এমনটা আশা করে । - টেরেন্স
  • সবাইকে বিশ্বাস করা একটা নৈতিক অপরাধ, সমপরিমাণ নৈতিক অপরাধ হচ্ছে কাউকে বিশ্বাস না করা । - সিনেকা
  • উত্তেজিত অবস্থায় কোনো সিদ্ধান্ত গ্রহণ সঙ্গত নয় ৷ উত্তেজনা শীতল হলে ঠাণ্ডা মস্তিষ্কে ভেবেচিন্তে অগ্রসর হওয়া ভালো । - বিল বিশার
  • দুই উকিলের মধ্যে একটি গ্রাম্য লোককে দুই বিড়ালের মধ্যে একটি মাছের সাথে তুলনা করা যায়। - ফ্রাংকলিন
  • অতি নির্বোধও অত্যাচারের প্রতিবাদ করে - সুইনবার্ন
  • বিচারালয় খোদার দরবার, বিচারের মালিক খোদা৷ মানুষ তাহার প্রতিনিধি হিসাবে বিচারাসনে বসে৷ সেখানে মিথ্যার স্থান নাই। - এ. কে. ফজলুল হক
  • কৃত অপরাধ স্বীকার না করার অর্থ অপরাধটি দু'বার করা । - টমাস ফুলার
  • যারা আইন তৈরি করেছে আইন মেনে চলায় তাদের চেয়ে বেশি পবিত্র দায় আর কারও নেই । - জ্যাঁ আনুই
  • যে দেশে বিচার নেই, সে দেশে সমস্যার কোনো সমাধান নেই । - ম্যাসিঞ্জার
  • মানুষের মধ্যে ঈশ্বরের উপস্থিতিটাই হলো বিবেক । - সুইডেন বোর্গ
  • বিবেকই হল মানুষের সবচেয়ে বেশি বিশ্বাসী বন্ধু । - ক্রাবি
  • বিবেক সম্পূর্ণরূপে সুশিক্ষিত এবং এর কথায় যে কর্ণপাত না করে অচিরেই সে তার নিকট কোনোকিছু বলা বন্ধ করে । - স্যামুয়েল বাটলার
  • যে মনকে সংযত করতে জানে সে-ই পাপ হতে দূরে থাকতে পারে। - ব্রান্টন
  • পূর্ববর্তী / পরবর্তী বাণী

    * * * Anupamasite-এ আপনাকে স্বাগতম। আপনার পছন্দমত যে কোন ধরনের লেখা পোস্ট করতে এখানে ক্লিক করুন।   আপনাদের পোস্ট করা লেখাগুলো এই লিংকে আছে, দেখতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ * * *

    জ্ঞানই শক্তি ! তাই- আগে নিজে জানুন , শেয়ার করে প্রচারের মাধ্যমে অন্যকেও জানতে সাহায্য করুন।