এই কোরআন আল্লাহ্ ব্যতীত অন্য কারো রচনা নয়, এতে কোন সন্দেহ নেই৷
এ বিশ্ব-জগতের প্রতিপালকের বিধানসমূহের বিশদ ব্যাখ্যা৷ কোরআন-10:37
আল্লাহ্ অত্যাচারীদের পছন্দ করেন না ৷ -3(140)
অত্যাচারীদের জন্য আছে মর্মন্তুদ শাস্তি ৷ -94 (22)
আল্লাহর সঙ্গে শরিক করা হল সবচেয়ে বড় অত্যাচার ৷ --21 পারা
নিশ্চয়ই যারা পিতৃহীনদের সম্পদ গ্রাস করে তারা তাদের উদরে অগ্নি ভক্ষণ করে, তারা জ্বলন্ত আগুনে জ্বলবে ৷ --4:10
যারা অজ্ঞতাবশতঃ মন্দ কাজ করে, তারা পরে অনুতাপ (অর্থাৎ তওবা) করলে ও নিজেদের সংশোধন করলে- তাদের জন্য তোমাদের প্রতিপালক অবশ্যই ক্ষমাশীল, পরম দয়ালু ৷ --16(119) 6-(54)
ভোজন কর এবং পান কর, কিন্তু অপচয় করিও না৷ নিশ্চয়ই আল্লাহ্ অপচয়কারীকে ভালবাসেন না ৷ - পারা8, সুরা আ'রাফ, রুকু 3
দুর্ভোগ প্রত্যেকের যে পশ্চাতে ও সম্মুখে লোকের নিন্দা করে ৷ -104:1
মন্দ কথার প্রচারণা আল্লাহ ভালবাসেন না৷ -4:148
তোমরা একে অপরের গোপনীয় বিষয় সন্ধান করো না৷ --49:12
আর যদি কোন অপরাধ করে নিরপরাধ লোকের উপর দোষ চাপায়, সে আপন স্কন্ধে কুকর্মের ও পাপের বোঝা চাপায় ৷ -সুরা নিসা, 16:122
অবৈধ যৌন-সংযোগের নিকটবর্তী হয়ো না, এ অশ্লীল ও নিকৃষ্ট আচরণ৷ -17:32
বিশ্বাসীদের বল, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে ও তাদের যৌন অঙ্গকে সাবধানে সংয্ত রাখে, এটিই তাদের জন্য উত্তম৷ -24:30
বিশ্বাসী নারীদের বল, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে ও তাদের লজ্জাস্থান রক্ষা করে৷ -24:31
নিশ্চয়ই আল্লাহ গর্বিত ও অভিমানীকে ভালবাসেন না ৷ --54/6/36
তাহারা কি তাহাদের উপরের দিকে আসমান দেখে না যে, আমি উহাকে কিরূপ নির্মাণ করিয়াছি এবং উহাকে সজ্জিত করিয়াছি এবং উহাতে কোন ছিদ্র পর্যন্ত নাই ৷ -সুরা কাফ, 28 পারা, 6 আয়াত
পবিত্র কোরআনের বাণী
হে বিশ্বাসীগণ নিজের আত্মাকে পাহারা দাও ৷ যদি তুমি ন্যায়ের অনুসরণ কর, বিপথগামীরা তোমার কোন ক্ষতিই করতে পারিবে না ৷ -আল কোরআন
তোমাদের হস্তদ্বয়কে ধ্বংসের পথে ফেলিও না অর্থাৎ আত্মহত্মা করিও না৷ -4:29
আত্মীয়-স্বজনকে তার প্রাপ্য দেবে৷ -17:26
আর সন্তুষ্টচিত্তে আল্লাহ এবং রসুলের আদেশ পালন কর, আশা করা যায় যে তোমরা অনুগৃহীত হইবে৷ - সুরা আল ইমরান-132:1
হে ঈমানদারগণ! আল্লাহতায়ালার আনুগত্য কর এবং রসুলের তাবেদারী কর, আর নিজেদের আমলসমূহকে বিনষ্ট করিও না৷ - সুরা মোহল, 26 পারা
যারা আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে, যারা সাক্ষ্যদানে অটল এবং নিজেদের নামাজে যত্নবান তারাই জান্নাতে (স্বর্গে) সম্মানিত হবে৷ -70: 32-35
নিশ্চয়ই আল্লাহ্ সুবিচারকদের ভালবাসেন ৷ -5/42, 65/8