তোমরা ধৈর্য ও নামাজের (প্রার্থনার) মাধ্যমে সাহায্য প্রার্থনা কর৷ - 2: 45
তোমরা ধৈর্য ধারণ করবে, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গেই রয়েছেন ৷ - 5:46
য্খন দুঃখ-দৈন্য তোমাদের স্পর্শ করে তখন তোমরা তাঁকেই বিনীতভাবে আহ্বান কর ৷ - 16(53)
আর নিঃসন্দেহে, আমি আসমানে বড় বড় নক্ষত্র সৃজন করিয়াছি এবং দর্শকদের জন্য উহাকে সজ্জিত করিয়াছি ৷ - সুরা হেজর, 14শ পারা, 16 আয়াত
আল্লাহ বিশ্বাসঘাতকদিগকে নিশ্চয়ই ভালবাসেন না ৷ - 8:60
অনাবশ্যক কথার প্রশয় দিও না, কিন্তু যখন আবশ্যক হইবে তখন উচিত বলিবে৷ - 33:70
অপরকে ঘৃণার চোখে উপহাস করিও না, যেহেতু তাহারা তোমাদের অপেক্ষা ভাল হইতে পারে৷ অপরের ত্রুটি অনুসন্ধান করিও না, এবং একজনের অসাক্ষাতে নিন্দা করিও না৷ আল্লাহকে ভয় কর, যেহেতু আল্লাহ দয়ালু ও ক্ষমাকারী ৷ - 49/11/12
মানুষ যখন পথ চিনিবার জন্য চেষ্টা ও পরিশ্রম করে তখন আমি তাহাদিগকে আমার পথ চিনাইয়া থাকি৷ - পারা 21, সুরা আনকাবুত-7
যাহাকে আল্লাহতায়ালা পথভ্রষ্ট করেন তাহাকে কেহই সুপথে আনিতে সক্ষম হয় না; আর আল্লাহতায়ালা উহাদিগকে উহাদের পথভ্রষ্টতায় বিভ্রান্ত অবস্থায় ছাড়িয়া দেন৷ - সুরা আল আ'রাফ, 9ম পারা, 186 আয়াত
আমি কাউকে তার সাধ্যাতীত ভার অর্পণ করি না৷ -7 (42)
নিজের প্রশংসা করিও না । -27/53/2
পবিত্র কোরআনের বাণী
নিশ্চয় আল্লাহতায়ালা কোন জাতির অবস্থা পরিবর্তন করেন না- যে পর্যন্ত তাহারা নিজেই নিজেদের অবস্থার পরিবর্তন না করে৷ - সুরা রা'আদ, 2 রুকু
আল্লাহ পরোপকারীদের পছ্ন্দ করেন৷ - 3 (148)
আর সত্যকে অসত্যের সহিত মিশ্রিত করিও না এবং সত্যকে গোপন করিও না যখন তোমরা অবগত আছ । - সুরা বাকারা, 42 আয়াত
মাতা-পিতা, আত্মীয়-স্বজন, পিতৃহীন ও দরিদ্রদের প্রতি সদ্ব্যবহার করবে। -2 (83)
তোমরা পরকালের পাথেয় সংগ্রহ কর এবং আত্মসংযমই শ্রেষ্ঠ পাথেয়। -2 (197)
তোমরা সৎকর্মে আদেশ দেবে এবং অসৎকর্মে নিষেধ করবে আর আল্লাহর উপর ঈমান রাখবে৷ তোমরা সৎকর্মে প্রতিযোগিতা কর। 2 (148)
স্ত্রী হউক কিংবা পুরুষ হোক তোমাদের মধ্যে যে কেহ সৎ কাজ করে আমি তাহা বিনষ্ট করি না । - সুরা আল ইমরান, 20 রুকু
যাহারা সৎপথে চলিতে থাকে আল্লাহতায়ালা তাহাদের জন্য সৎপথ আরও মুক্ত করিয়া দেন । - 26 পারা, সুরা মুহাম্মদ, রুকু 2
সত্যপরায়্ণ পুরুষ ও সত্যপরায়্ণ স্ত্রী বহুধা পুরস্কৃত হইবে। -33:35
আমার স্মরণার্থে নামাজ আদায় কর। -সুরা তাহা, 24 আয়াত
আল্লাহতায়াল এমন লোকদের সাথে থাকেন-যাহারা ধর্মপরায়্ণ হয় এবং যাহারা সৎকর্মী হয়। -সুরা নহল, 14শ পারা, 128 আয়াত
প্রকৃত সাহসী তাহারা, যাহারা সাহস না হারাইয়া দৃঢ়তা অবলম্বন করে এবং ধৈর্য ধারণ করে, বিপদ ও দুঃখের মধ্যে ও যুদ্ধ ক্ষেত্রে। -2/177
স্ত্রীর অবাধ্যতা দেখলে তাকে সদুপদেশ দাও, তার শয্যা বর্জন কর এবং তাকে প্রহার কর । -4 (34)
পুরুষ নারীর কর্তা, কারণ আল্লাহ তাদের এককে অন্যের উপর শেষ্ঠত্ব দান করেছেন। -4 (34)
হে ঈমানদারগণ; আল্লাহকে ভয় কর এবং যাহা কিছু সুদের বকেয়া রহিয়াছে তাহা পরিত্যাগ কর যদি তোমরা ঈমানদার হও। -সুরা বাকারা, 3য় পারা, 278 আয়াত