শ্রীমৎ আচার্য বিবেকানন্দ গোস্বামী

এম.এ.(ট্রিপল), সপ্ততীর্থ, বি.সি.এস (শিক্ষা) প্রাক্তন সহযোগী অধ্যাপক (দর্শন) বরগুনা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ । প্রতিষ্ঠাতা বাংলাদেশ সেবাশ্রম। -এর স্বহস্তে লিখিত গ্রন্থ
মৃত্যু হতে অমৃতলোকে
Krishna vs Arjun @ Gita



Bhogoban Krishner Picture
  • For Ad Contact
    0183 45 45 989









  • Gurudeb Photo Gurudeb Photo

  •   ভাববার বিষয়   (2)

           ধর্ম্মোপার্জন না করে যে ব্যক্তির দিন আসছে ও যাচ্ছে; কর্মকারের ভস্মা যেরূপ বৃথা নিঃশ্বাস-প্রশ্বাস ফেলে থাকে, সে ব্যক্তিও সেরূপ বৃথা জীবিত থাকে। মহাভারতে বলেছেন-
    “বিদ্যাবিত্তং বপুঃ শৌর্য্য কুলজন্মনিরোগীতা; সংসারোচ্ছিত্তি হেতুশ্চ ধর্ম্মাদেব প্রবর্ত্ততে।’’
    বিদ্যা, বিত্ত, দেহ, শৌর্য্য, কুলিন ও শ্রেষ্ঠ বংশে জন্মগ্রহন করা, দেহ অরুগ্ন থাকা সংসার বন্ধন হতে মুক্ত হওয়া সকলেই ধর্ম হতে প্রসূত হয়।
    ধর্ম উপার্জন করলে ইহ-পরকালে সুখ হয় এবং অধার্মিক লোক দুঃখভোগ করে এতে সন্দেহ নাই। কর্মানুরূপ ফলভোগ যদি না করতে হতো তাহলে সংসারে ধর্ম ও পূর্ন্যের নামগন্ধও থাকত না। সকলেই পাশব আচরণে ইন্দ্রিয় সুখ সম্ভোগ ও অসৎ বাসনা পূর্ণ করতে থাকত।
    (১৪)
          এখন কথা এই যে, এই ধর্ম কিসে হয়? কলি যুগে গৃহস্থের পক্ষে দান একমাত্র ধর্ম। ন্যায়ানুমোদিত উপার্জিত অর্থের কিছু অংশ দান করতে হবে। অর্থাৎ যার যেমন আর্থিক অবস্থা, তিনি তদানুরূপ দান করবেন। তাই বলে ধর্মের মস্তকে বজ্রাঘাত ও ন্যায়ের মস্তকে পদাঘাতপূর্বক একজনের সর্বনাশ করে অর্থ সংগ্রহ করলে কিংবা চাকুরী করতে গিয়ে মনিবের চক্ষে ধূলি দিয়ে অর্থ সংগ্রহ করে কিঞ্চিৎ দান করলে অথবা সেই অর্থে দশজন লোক খাওয়ালে অর্থাৎ তোমার নিমকহারামী ও অধর্ম্ম প্রনোদিত ও ভদ্রতার বহির্ভূত অন্যায় উপার্জিত অর্থ দ্বারা দানাদি করলে, তোমার কোনই উপকার হবে না। অধর্মসংগত ন্যায় উপার্জিত অর্থ দ্বারা দানাদি করলে, তোমার কোনই উপকার হবে না। ধর্মসংগত ন্যায় উপার্জিত অর্থ সার্থক তার কিছু অংশ দান করতে হবে।

          যারা বাইরে ধর্ম্মের কৃত্রিম আবরণে আবরিত, ভিতরে নিত্য বাইরে অধর্মের পৈশাচিক নৃত্য;- এরূপ দুর্বুদ্ধিসম্পন্ন অনেক লোক দেখেছি যে, তারা অন্ধ, খোঁড়া ও দুর্দ্দশাপন্ন বিপন্ন ব্যক্তিকে দান করে না। তারা বলে থাকে ওরা পাপী। ভগবান যখন ওদেরকে দন্ড দিচ্ছেন তখন আমরা সাহায্য করি কেন? এদেরকে দান বা কোন প্রকার সাহায্য করলে ভগবানের বিধির বিরুদ্ধাচরণ এবং অপ্রিয় কার্য্য করা হয়। ইহা কিন্তু বর্তমান যুগের নব্য শিক্ষিতদের বিবেক বুদ্ধিসম্মত। ........

    পূর্ববর্তী পৃষ্ঠা - পরবর্তী পৃষ্ঠা -


    জয় রাধে শ্যাম

  • সুনির্বাচিত শ্লোকঃ-

    * * * Anupamasite-এ আপনাকে স্বাগতম। আপনার পছন্দমত যে কোন ধরনের লেখা পোস্ট করতে এখানে ক্লিক করুন।   আপনাদের পোস্ট করা লেখাগুলো এই লিংকে আছে, দেখতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ * * *

    জ্ঞানই শক্তি ! তাই- আগে নিজে জানুন , শেয়ার করে প্রচারের মাধ্যমে অন্যকেও জানতে সাহায্য করুন।