........... .*.*.*. ...........
শ্রীকৃষ্ণদ্বৈপায়ন ব্যাস কৃত শ্রীমদ্ভাগবত এর গুরুত্বপূর্ণ শ্লোক ও তাৎপর্য । বিস্তারিত দেখুন।
সনাতন শব্দের অর্থ শাশ্বত, অনন্ত, নিত্য, চিরন্তন, চিরস্থায়ী । অর্থাৎ যা অতীতে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে তা-ই সনাতন । এই ধর্মের দর্শনও যেহেতু স্থান, কাল, পাত্র, উচু, নিচু ভেদাভেদ রহিত এবং সকল মানুষ তথা সকল জীবের জন্য- তাই এটি সার্বজনীন।
"শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম পরমেশ্বর ভগবান ৷ তাঁর শ্রীবিগ্রহ অর্থাৎ শ্রীদেহ সৎ-চিৎ-আনন্দ-ঘন, অর্থাৎ নিত্য শাশ্বত, চিন্ময় বা জ্ঞানময় এবং চিদানন্দময়৷ তাঁর কোনও আদি নেই৷ কারণ তিনিই অনাদির আদি , সব কিছুর উৎস৷ তিনিই সর্বকারণের আদি কারণ, সকল অস্তিত্বের পরম উৎস৷" এছাড়াও ব্রহ্মসংহিতায় বলা হয়েছে (৫/৩১): আলোলচন্দ্রক লসদ্ বনমাল্যবংশী...... বিস্তারিত দেখুন
ভগবান শ্রীকৃষ্ণ বিশ্ববাসীকে উদ্দেশ্য করে অর্জুনকে শ্রীমদ্ভগবদগীতা জ্ঞান দান করেন ৷ সনাতন ধর্মের সার তত্ত্ব অতি সুকৌশলে ভগবান আমাদের শিক্ষা দিয়েছেন এই শ্রীমদ্ভগবদগীতার মাধ্যমে। মানুষের সুখ-দুঃখ, পাপ-পূণ্য, মানবের মুক্তির অতি গুঢ় তত্ত্ব জানতে নিয়মিত পাঠ করুন - শ্রীমদ্ভগবদগীতা ।
বলা হয় সাধু গুরু বৈষ্ণব দর্শনেও পূণ্য হয় তাই সাধু-সন্ত দর্শন গ্যালারিতে সকলকে স্বাগতম, এখানে আপনারা প্রত্যেকের সম্পর্কে বিস্তারিত দেখতে চাইলেও দেখতে পারবেন খুব সহজে।
বিস্তারিত দেখুন
ভগবান সৎ-চিৎ-আনন্দময়, অনাদির আদি , সর্বকারণের আদি কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অনিন্দ সুন্দর রূপ যা ভক্ত ও মুনি ঋষিগণের নিকট শুনে এবং ভক্তদের মনের মাধুরি দিয়ে যতটা সম্ভব ভক্তগণ তাঁরই অবয়ব ফুটিয়ে তোলার চেষ্টা করে থাকেন। অনেকের কাছেই ভগবানের শৈশব ও কৈশোর বয়সের রূপই বেশি আকর্ষণীয়। এছাড়াও শ্রীমতী রাধারানী রূপ ভগবানের বিভিন্ন লীলা ভাগবতের বিভিন্ন কাহিনী চিত্র প্রভৃতি দেখে ভক্তগণ নির্মল আনন্দ পেয়ে থাকেন।
অনন্ত কোটি সাধু-গুরু-বৈষ্ণব এর প্রণাম মন্ত্র, শ্রীতুলসী-প্রণামমন্ত্র, শ্রীগঙ্গাস্নান-মন্ত্র, মাতৃপ্রণাম, পিতৃপ্রণাম, শ্রীকৃষ্ণ প্রণাম, শ্রীমতি রাধারাণী প্রণাম, শ্রীনৃসিংহদেবের স্তব ও প্রণাম, সূর্য প্রণাম মন্ত্র, নবগ্রহস্তোত্রম্ , মা সরস্বতী প্রণাম মন্ত্র- বিস্তারিত দেখুন
" হে বিচক্ষণ এবং চিন্তাশীল মানুষ, কল্পবৃক্ষরূপী বৈদিক শাস্ত্রের অত্যন্ত সুপক্ব ফল শ্রীমদ্ভাগবত আস্বাদন করুন। তা শ্রীল শুকদেব গোস্বামীর শ্রীমুখ থেকে নিঃসৃত হয়েছিল। তাই ফলটি আরও অধিক উপাদেয় হয়েছে, যদিও এই অমৃতময় রস মুক্ত পুরুষেরা পর্যন্ত আস্বাদন করে থাকেন। শ্রীমদ্ভাগবত ৷ শ্রীমদ্ভাগবতের সকল স্কন্দের গুরুত্বপূর্ণ শ্লোক ও তাৎপর্য ভগবানের লীলা চিত্র ।
এমনই অনেক প্রাসঙ্গিক বিষয় আছে যা গভীর তত্ত্ব কথা। এগুলো আগে নিজে ভালোভাবে হৃদয়ঙ্গম করা উচিত তবেই নিজের আত্মবিশ্বাস যেমন বাড়বে তেমনি এব্যাপারে অন্যের সাথে কথা বলার সাহসও বাড়বে। তাই নিজের ধর্ম সম্পর্কে আগে ভালোভাবে জানুন এবং অন্যকেও উৎসাহিত করুন। বিস্তারিত দেখুন
সনাতন ধর্মের হাজারো গ্রন্থ লক্ষ লক্ষ শ্লোক। নিজের ধর্ম সম্পর্কে আগে ভালোভাবে জানুন আত্মবিশ্বাস বাড়ান এবং অন্যকেও উৎসাহিত করুন। বিস্তারিত দেখুন
হরেকৃষ্ণ মহানাম, আরতি কীর্তন, ধর্মীয় আলোচনা।
এছাড়া বৈষ্ণব পঞ্চিকা অনুসারে:- আগামী একাদশী - সম্পূর্ণ একাদশী ব্রত তালিকা ২০২৪ ইং (List of Ekadoshi 2024)
অর্থ:- এই গীতোপনিষদ্ ভগবদ্ গীতা সমস্ত উপনিষদের সারাতিসার এবং তা ঠিক একটি গাভীর মতো এবং রাখাল বালকরূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণই এই গাভীকে দোহন করেছেন৷ অর্জুন যেন গোবৎসের মতো এবং জ্ঞানীগুণী ও শুদ্ধ ভক্তেরাই ভগবদ্ গীতার সেই অমৃতময় দুগ্ধ পান করে থাকেন৷
অর্থ:- শ্রীমদ্ভগবদ্ গীতার নির্দেশকে য্থাযথভাবে অনুসরণ করতে পারলে, অতি সহজেই সমস্ত ভয় ও উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায় ৷ এই জীবনে ভয় ও শোকাদি বর্জিত হয়ে পরবর্তী জীবনে চিন্ময় স্বরূপ অর্জন করা যায় ৷
নামঃ- ইন্দিরা একাদশী তারিখঃ-২৮ সেপ্টেম্বর (শনিবার), ২০২৪ইং পারণ- পরের দিন; ০৫টা ৪৯মিঃ থেকে ০৯টা ৪৮মিঃ মধ্যে। |
তার পরবর্তী একাদশী :- নামঃ- পাশাঙ্কুশা একাদশী তারিখঃ- ১৪ অক্টোবর (সোমবার), ২০২৪ইং পারণ- পরের দিন; ০৫টা ৫৫মিঃ- থেকে ০৯টা ৪৭মিঃ মধ্যে। |
তার পরবর্তী একাদশী :- নামঃ- রমা একাদশী তারিখঃ- ২৮ অক্টোবর (সোমবার), ২০২৪ইং পারণ- পরের দিন; ০৬টা ০২মিঃ- থেকে ০৯টা ৪৮মিঃ মধ্যে। |
সম্পূর্ণ একাদশী ব্রত তালিকাঃ ২০২8ইং (List of Ekadoshi-2024 ) |
এই ওয়েবসাইটটি আপনার ভাল লাগলে প্রচার কার্যে সহযোগিতা করবেন এটুকু প্রার্থনা রইল ।
Contactকৃষ্ণকৃপাশ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ কর্তৃক মূল সংস্কৃত শ্লোক, অনুবাদ এবং বিশদ তাৎপর্যসহ
একজন সনাতনী হিসাবে এবং এর বাইরে যারা সনাতন ধর্মের নানান গুরুত্বপূর্ণ (বিতর্কিত) বিষয়গুলো জানতে চান বা যেগুলো নিয়ে বিতর্ক করেন তাঁদের জন্য এই পেজটি ।
আপনার পছন্দমত যে কোন ধরনের লেখা হতেপারে সেটা কোন হাসির ঘটনা (মজার কোন স্মৃতি /কৌতুক) , শিক্ষণীয় কোন ঘটনা, কবিতা , এই সাইটের সাথে সামঞ্জস্যপূর্ণ যে কোন লেখা বা মতামত ইত্যাদি পোস্ট করতে এখানে ক্লিক করুন । আপনাদের পোস্ট করা লেখাগুলো এই লিংকে আছে, দেখতে এখানে ক্লিক করুন। * * *
*** একটি ভাল উপদেশ, একটি জীবনকে অনিবার্য ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারে । - বি. সি. রায় *** লৌহদণ্ড যেমন পাথরের গায়ে বিদ্ধ হয় না, তেমনি কালো অন্তরে সদুপদেশ ক্রিয়া করে না। - শেখ সাদি
*** মৃত্যু যখন অবশ্যম্ভাবী, সৎ পথে থাকাই বাঞ্ছনীয় । *** গঙ্গা সম কৃষ্ণ কথা পতিত পাবনী; প্রশ্নকর্তা, বক্তা, শ্রোতা- এ তিনের তারিনী। *** সাধু যার উদ্দেশ্য ঈশ্বর তার সহায়, মন ভাল থাকলেই হল।
কীভাবে? জানতে হলে ক্লিক করে দেখুন।
মহানাম বিতরণের নামে অনেক ব্যবসায়িক সম্প্রদায় গড়ে উঠেছে, তাদের নাম বিতরণের যে ধরন, ধারা, বা পদ্ধতি বর্তমানে প্রচলিত তা সংশোধন হওয়ার সময় কি এখনও আসেনি?
(যেমন- স্টেজে উঠেই ৩০-৪০ মিনিট মাত্রারিক্ত খোল-করতালের শব্দযুক্ত বন্দনা, তারপর ঘণ্টা খানেক রাগ-রাগিনীর দুর্বোধ্য নাম পরিবেশন এবং শেষে বাঁশি বা বেহালায় বিভিন্ন হিন্দি-বাংলা ছবির গানের সুর
তোলার প্রতিযোগিতা- সাথে কখনও কখনও অদ্ভুত সব নৃত্য !) যে সমস্ত ভক্তগণ নাম শ্রবণে যান তাঁরা সেখান থেকে কতটুকু ভক্তি বা পুণ্য অর্জনে সমর্থ
হন বলে আপনারা মনে করেন ? শ্রীমন্ মহাপ্রভু কি এই মহানাম এভাবে প্রচারের নির্দেশ দিয়েছিলেন?
যাহোক, এব্যাপারে আমার ব্যক্তিগত অভিমত-
১। নাম পরিবেশন হবে শ্রুতিমধুর, সহজবোধ্য এবং অংশগ্রহণমূলক...... বিস্তারিত
বিভিন্ন বিষয়ে যেমন- Achievement , Attitude , Determination , Education , Encouragement , Forgiveness , Friendship / Engagement / Love , Goals , Hope , Inspirational , Life , Money , Mother , Motivation , Success প্রভৃতি বিষয়ে বিখ্যাত মনিষীদের গুরুত্বপূর্ণ ইংরেজী উক্তি দেখুন ভালো লাগবে।
See Details:আপনার পছন্দমত যে কোন ধরনের লেখা হতেপারে সেটা কোন হাসির ঘটনা (মজার কোন স্মৃতি /কৌতুক) , শিক্ষণীয় কোন ঘটনা, কবিতা , এই সাইটের সাথে সামঞ্জস্যপূর্ণ যে কোন লেখা বা মতামত ইত্যাদি পোস্ট করতে এখানে ক্লিক করুন । আপনাদের পোস্ট করা লেখাগুলো এই লিংকে আছে, দেখতে এখানে ক্লিক করুন। * * *
স্বামী-স্ত্রীর মৃত্যু গণনা ( কে আগে মারা যাবে ?)
অক্ষর দ্বিগুণ, চৌগুন মাত্রা (কার)। নামে নামে করি সমতা ।। তিন দিয়ে হরে আন। তাহে মরা-বাঁচা জান।। একে-শূন্যে মরে পতি। দু'য়ে মরে যুবতি।।
"কোরো না মানবগণ, বৃথা ক্ষয় এ জীবন, সংসার সমরাঙ্গণ মাঝে; সঙ্কল্প করেছ যাহা, সাধন করহ তাহা, রত হয়ে নিজ নিজ কাজে । "
"সুখলাভের প্রকৃত পন্থা হইল অপরকে সুখী করা৷ দুনিয়াকে যেমন পাইয়াছ তাহার চেয়ে একটু শ্রেয়স্কর রাখিয়া যাইতে চেষ্টা করো, যেন তোমার মৃত্যুর পালা যখন আসিবে তখন সানন্দে মৃত্যুবরণ করিতে পার, এই অনুভূতি লইয়া যে তুমি অন্তত তোমার জীবন নষ্ট কর নাই; বরং সাধ্যমতো উহার সদ্ব্যবহার করিয়াছ৷ এভাবে সুখে বাঁচিতে ও সুখে মরিতে প্রস্তুত থাকো৷ সর্বদা তোমার 'স্কাউট প্রতিশ্রুতি' আঁকড়াইয়া থাকো-বাল্যকাল চলিয়া গেলেও সৃষ্টিকর্তা তোমার এই কার্যে সহায় হউন । "
" সদুপদেশ গ্রহন করার জন্য অন্তরে আগ্রহ সৃষ্টি না হওয়া এবং নিজের অভিমত খণ্ডিত হতে দেখেই অন্তরে ক্রোধের সৃষ্টি হওয়ার নামই অহংকার। আত্মপ্রশস্তি ও অহংকার মানুষকে নিম্নস্তরে নিয়ে যায়। "
অন্যকে উপদেশ দিতে পাণ্ডিত্যের কমতি কারও নাই৷ স্বয়ং আচরি ধর্ম শিক্ষা দেন শুধু মহাত্মাই ।
সমগ্র বাংলা পত্রিকা , ইংরেজি পত্রিকা, অনলাইন নিউজ , শেয়ার ও ব্যবসার খবর, জেলার পত্রিকা , প্রবাসী সংবাদ দেখতে ক্লিক করুন :- Indian News World News and Headlines <= Just Click <=
ঘুমের মাঝে মানুষ নানা প্রকারের স্বপ্ন দেখে৷ দিন-ক্ষণ, তিথি-নক্ষত্র ইত্যাদির প্রেক্ষিতে এসমস্ত স্বপ্নের ফল কখনো কখনো সত্য হয়, মোহাম্মদী খাবনামা অনুযায়ী বিভিন্ন স্বপ্নের বিবিধ ফল দৃষ্ট হয় ! স্বপ্নের বিবিধ ফলাফল দেখুন :-
মার্ক টোয়েন একবার ট্রেনে চড়েছেন। একে তো ট্রেন এসেছিল দেরি করে, তার ওপর ট্রেনটি চলছিলও খুব ধীরগতিতে। এমন সময় কন্ডাক্টর ভাড়া চাইতে এলেন। টোয়েন তাঁর হাতে অর্ধেক ভাড়া ধরিয়ে দিলেন।
কন্ডাক্টর রাগতস্বরে বললেন, ‘অর্ধেক ভাড়া দিলেন কেন মশাই? অর্ধেক ভাড়া তো শিশুদের জন্য। আপনি কি শিশু?’
টোয়েন উত্তর করলেন, ‘না, শিশু নই। তবে তোমার ট্রেনে যখন উঠেছিলাম, তখন মনে হয় শিশুই ছিলাম।’ যাচ্ছিলাম!’
স্বপ্নে আকাশে উড়িতে দেখিলে - বিদেশ ভ্রমণ হইবে৷
স্বপ্নে উট দেখিলে - প্রচুর ধন-সম্পদ লাভ করিবে।
স্বপ্নে উড়ে বেড়াতে (নিজেকে) দেখিলে - ইহ ও পরকালে সুখ লাভ ও ধন সঞ্চয়।
স্বপ্নে উড়ে কোন নতুন স্থানে যেতে দেখিলে - মৃত্যুর আলামত।
এমন অনেকেই আছে সমাজের আর দশ জন স্বাভাবিক মানুষ থেকে তাদের জীবন যাপনের ধারাটা ভিন্ন। রেলস্টেশনে, রাস্তার ধারে এমন বিভিন্ন যায়গায় এদের প্রায়ই শুয়ে-বসে থাকতে দেখা যায় । দেখলে সত্যিই খারাপ লাগে ! সমাজের মূল স্রোতধারায় তারা কী কোনভাবেই ভিড়তে পারে না?
এই ওয়েবসাইটটি আপনার ভাল লাগলে প্রচার কার্যে সহযোগিতা করবেন এটুকু প্রার্থনা রইল ।
Contactবাংলাদেশের বিভিন্ন জন-গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় তথ্য যেমন Bank Routing No. ফোন নম্বর, সমগ্র পরীক্ষার রেজাল্ট, ঢাকার প্রধান প্রধান বাস রুট ইত্যাদি ।
যেমন-
Bank Code=> 20,
Bank Name=> AB BANK LTD.,
Br. Code=> 13
Branch Name=> AGRABAD
Routing No.=> 020150130
Dist. Code:=> 215
Dist. Name=> CHITTAGONG
Emargency Ambulance Hospital & Clinic Fire Service Blood Bank Eye Hospital Bank & Finance Hotels of Bangladesh Bangladesh Police RAB Courier Service etc
PSC, JSC, JDC, SSC, HSC, Dakhil, Alim, BM, MBBS / BDS , BUMS / BAMS / BHMS , IHT / MATS ,(NTRCA), All Result
ঢাকার- কোথায় যেতে কোন বাসে উঠবেন? কোন বাস কোথায় যায়? একনজরে ঢাকার প্রধান প্রধান বাস রুটের সংক্ষিপ্ত বিবরণ
যেমন=>
Anabil (অনাবিল) =>
"যাত্রাবাড়ী => সায়েদাবাদ => মানিকনগর => কমলাপুর => খিলগাঁও => মালিবাগ => রামপুরা => বাড্ডা লিংক রোড => নতুন বাজার => বসুন্ধরা => খিলক্ষেত => উত্তরা => আব্দুল্লাহপুর => টঙ্গী
এই ওয়েবসাইটটি আপনার ভাল লাগলে প্রচার কার্যে সহযোগিতা করবেন এটুকু প্রার্থনা রইল ।
Contactসাইট উন্নয়নে আপনার মতামত গুরুত্বের সাথে বিবেচনা করা হবে। এছাড়া বিজ্ঞাপনের জন্যও যোগাযোগ করতে পারেন।
আপনার পছন্দমত যে কোন ধরনের লেখা হতেপারে সেটা কোন হাসির ঘটনা (মজার কোন স্মৃতি /কৌতুক) , শিক্ষণীয় কোন ঘটনা, কবিতা , এই সাইটের সাথে সামঞ্জস্যপূর্ণ যে কোন লেখা বা মতামত ইত্যাদি পোস্ট করতে এখানে ক্লিক করুন । আপনাদের পোস্ট করা লেখাগুলো এই লিংকে আছে, দেখতে এখানে ক্লিক করুন। * * *