কৃষ্ণস্তু ভগবান্ স্বয়্ম্৷

ঈশ্বরঃ পরমঃ কৃষ্ণঃ সচ্চিদানন্দবিগ্রহঃ। অনাদিরাদির্গোবিন্দঃ সর্ব্বকারণকারণম্।।

দয়াময়ের অভয় বাণী
অর্থ:- অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে, পরিপূর্ণ ভক্তি সহকারে যাঁরা সর্বদাই আমার উপাসনা করেন, তাঁদের সমস্ত অপ্রাপ্ত বস্তু আমি বহন করি এবং তাঁদের প্রাপ্ত বস্তুর সংরক্ষণ করি। গীতা, অধ্যায় ৯, শ্লোক ২২।
অর্থ:- আমি যখন মনুষ্যরূপে অবতীর্ণ হই, মূর্খেরা আমাকে অবজ্ঞা করে৷ তারা আমার পরম ভাব সম্বন্ধে অবগত নয় এবং তারা আমাকে সর্বভূতের মহেশ্বর বলে জানে না। গীতা/৯/১১।
হে প্রভু- সবাইকে সুমতি দাও।

বিস্তারিত দেখুন

মানুষ কী না পারে !

তবে- ষড় রিপুকে জয় করা খুবই কঠিন-

মানুষ অনেক কিছুই পারে !!! কিন্তু- বেশীরভাগ মানুষই নিজের ষড় রিপুকে অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য্য-কে জয় করতে বা বশ করতে পারেনা ! ! ! হে-প্রভু, মানুষকে তাঁর ষড় রিপু জয় করার বা বশ করার শক্তি ও মানসিকতা দাও।
হে প্রভু- সবাইকে সুমতি দাও।

বিস্তারিত দেখুন
image02

মানুষের আচরণের এত ভিন্নতা কেন?

আমাদের বিশেষ বিশেষ ধরণের স্বভাব, আচরণ কেন?

চোখ-কান খোলা রেখে সর্বদা সতর্ক থাকাটা খুবই জরুরী! কেননা-চারিদিকে শুধু মিথ্যাবাদী, প্রতারক আর প্রবঞ্চকের দল! কে জানে কখন কোন অনিষ্ট করে ! কোন বিপদে ফেলে দেয়। কিন্তু - আশ্চর্যের ব্যাপার হলো, মানুষ তাঁর নিজের ষড় রিপুর বশোবর্তী হয়ে- ভুল সিদ্ধান্তের কারণেই সবচেয়ে বেশী বিপদে পড়ে, সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয় তাঁর নিজের দোষে ! ! !
হে প্রভু- সবাইকে সুমতি দাও।

বিস্তারিত দেখুন
image03

করোনা ভাইরাস পৃথিবীর জন্য অভিশাপ না আশীর্বাদ ?

মৃত্যু সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ শাস্ত্রীয় শ্লোক

"অবশেষে শত ব্যস্ততা হঠাৎ থামিয়ে দিয়ে শান্ত হয়ে গেল পুরো চীন ।...... অকৃতজ্ঞ আর উদ্যত মানুষগুলোকে ভয়ানক ধাক্কা দিয়ে বুঝিয়ে দিল - বি গ্রেটফুল । সুপারপাওয়ার নিমিষেই সুপার জিরো হতে খুব বেশী সময় লাগে না , সেটা ভুলেই গিয়েছিল সুপার কনফিডেন্ড চাইনিজ আর গোটা বিশ্ব ।
ভাইরাসটি এত তাড়াতাড়ি ছাড়বে না, জোর করে বুঝিয়ে ছাড়বে-একটু থামো, জীবনকে ভালবাস, অন্যায় করো না, অত্যাচার করো না । একজন সুপার পাওয়ার সব দেখছেন ।
হে প্রভু- সবাইকে সুমতি দাও।

বিস্তারিত দেখুন
image01

শ্রীমদ্ভগবদগীতা

ভগবান শ্রীকৃষ্ণ বিশ্ববাসীকে উদ্দেশ্য করে অর্জুনকে শ্রীমদ্ভগবদগীতা জ্ঞান দান করেন

“সদুপদেশ গ্রহন করার জন্য অন্তরে আগ্রহ সৃষ্টি না হওয়া এবং নিজের অভিমত খণ্ডিত হতে দেখেই অন্তরে ক্রোধের সৃষ্টি হওয়ার নামই অহংকার। আত্মপ্রশস্তি ও অহংকার মানুষকে নিম্নস্তরে নিয়ে যায়”। অহংকারই পতনের মূল।
হে প্রভু- সবাইকে সুমতি দাও।

বিস্তারিত দেখুন
image02

ধর্ম ও বিজ্ঞান কী পরস্পর বিরোধী ?

সত্যিই কি ঈশ্বর আছেন? বিজ্ঞানী নিউটন কি বলেছিলেন-

“প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে !” বিজ্ঞানী নিউটনের ৩য় সূত্রঃ। যদি এই দর্শনও সত্য বলে স্বীকার করো- তবে তোমার জন্য একটা সহজ সমীকরণ আছে, আর তা হলো- অন্যের সাথে তুমি যা যা করবে = তোমার সাথেও ঠিক তাই তাই করা হবে! কারো অন্তরে ব্যথা দিলে = সমপরিমাণ ব্যথা তোমাকেও পেতে হবে ! ভালোবাসলে = নিশ্চয়ই তদনুরূপ ভালোবাসাই ফেরত পাবে !
হে প্রভু- সবাইকে সুমতি দাও।

বিস্তারিত দেখুন
image03

মানুষ হিসাবে আমাদের কর্তব্য কী ?

মানবজন্ম সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ শাস্ত্রীয় শ্লোক

আহার, নিদ্রা, ভয় ও মৈথুন- এই চারটি কর্ম মানুষ ও পশুর মধ্যে সমানভাবে বর্তমান। কিন্তু মানুষের অধিকতর বৈশিষ্ট্য হচ্ছে এই যে, তারা পারমার্থিক অনুশীলনে নিযুক্ত হতে সক্ষম। অতএব, পারমার্থিক জীবন তথা ধর্ম ছাড়া মানুষ পশুর সমান।
হে প্রভু- সবাইকে সুমতি দাও।

বিস্তারিত দেখুন

ঈশ্বরঃ পরমঃ কৃষ্ণঃ সচ্চিদানন্দবিগ্রহঃ ।

ভগবান শ্রীকৃষ্ণ ষড় ঐশ্বর্য সম্পন্ন

যা জড়া-প্রকৃতির অতীত তাকে বলা হয় অচিন্ত্য, কিন্তু সমস্ত যুক্তিতর্ক হচ্ছে জাগতিক। যেহেতু জাগতিক যুক্তিতর্ক জড়াতীত বিষয়কে স্পর্শ করতে পারে না, তাই কারও যুক্তিতর্কের মাধ্যমে চিন্ময় বিষয় হৃদয়ঙ্গম করার চিন্তা করা উচিত নয়।
হে প্রভু- সবাইকে সুমতি দাও।

বিস্তারিত দেখুন
image03

* * * Anupamasite-এ আপনাকে স্বাগতম। জ্ঞানই শক্তি ! তাই- আগে নিজে জানুন , প্রচারের মাধ্যমে অন্যকেও জানতে সাহায্য করুন এবং দয়াময়ের আশীর্বাদ লাভ করুন। ধন্যবাদ * * *

শ্রীমদ্ভগবদগীতা
* * *
সনাতন ধর্মের সার গ্রন্থ

........... .*.*.*. ...........

gita

শ্রীমদ্ভগবদগীতা

সনাতন ধর্মের সার তত্ত্ব অতি সুকৌশলে ভগবান আমাদের শিক্ষা দিয়েছেন এই শ্রীমদ্ভগবদগীতার মাধ্যমে।

service 2

* ভগবান শ্রীকৃষ্ণ *

ঈশ্বরঃ পরমঃ কৃষ্ণঃ সচ্চিদানন্দবিগ্রহঃ ।
অনাদিরাদির্গোবিন্দঃ সর্ব্বকারণকারণম্।।

bhagabatam_sukdeb

শ্রীমদ্ভাগবত

শ্রীকৃষ্ণদ্বৈপায়ন ব্যাস কৃত শ্রীমদ্ভাগবত এর গুরুত্বপূর্ণ শ্লোক ও তাৎপর্য । বিস্তারিত দেখুন।

সনাতন ধর্ম

সনাতন ধর্মের জ্ঞাতব্য অতি গূঢ় তত্ত্ব

সনাতন শব্দের অর্থ শাশ্বত, অনন্ত, নিত্য, চিরন্তন, চিরস্থায়ী । অর্থাৎ যা অতীতে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে তা-ই সনাতন । এই ধর্মের দর্শনও যেহেতু স্থান, কাল, পাত্র, উচু, নিচু ভেদাভেদ রহিত এবং সকল মানুষ তথা সকল জীবের জন্য- তাই এটি সার্বজনীন।

Krishna_Nice Picture

ভগবান শ্রীকৃষ্ণ

তথ্য সূত্রঃ ব্রহ্মসংহিতায় প্রথম শ্লোকে বলা হয়েছে :

ঈশ্বরঃ পরমঃ কৃষ্ণঃ সচ্চিদানন্দবিগ্রহঃ৷
অনাদিরাদির্গোবিন্দঃ সর্বকারণকারণম্ ৷৷

"শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম পরমেশ্বর ভগবান ৷ তাঁর শ্রীবিগ্রহ অর্থাৎ শ্রীদেহ সৎ-চিৎ-আনন্দ-ঘন, অর্থাৎ নিত্য শাশ্বত, চিন্ময় বা জ্ঞানময় এবং চিদানন্দময়৷ তাঁর কোনও আদি নেই৷ কারণ তিনিই অনাদির আদি , সব কিছুর উৎস৷ তিনিই সর্বকারণের আদি কারণ, সকল অস্তিত্বের পরম উৎস৷" এছাড়াও ব্রহ্মসংহিতায় বলা হয়েছে (৫/৩১): আলোলচন্দ্রক লসদ্ বনমাল্যবংশী...... বিস্তারিত দেখুন

radha_krishna

হরেকৃষ্ণ মহানাম কীর্তন , ভজন, কীর্তন, আরতি-এসংক্রান্ত আরও ভিডিও

একাদশীতে সারাদিন নির্জলা উপবাস থেকে সারারাত্রি জাগরণ এবং এমন অপূর্ব মহানাম সংকীর্তন পরিবেশন- শ্রীশ্রী বিনোদ বাবাজী মহারাজের। (ভাবা যায়!)

আরতি কীর্তন, ধর্মীয় আলোচনার অন্যান্য ভিডিও গুলো দেখুনঃ-

Krishna_gita

শ্রীমদ্ভগবদগীতা

ভগবান শ্রীকৃষ্ণ বিশ্ববাসীকে উদ্দেশ্য করে অর্জুনকে শ্রীমদ্ভগবদগীতা জ্ঞান দান করেন ৷ সনাতন ধর্মের সার তত্ত্ব অতি সুকৌশলে ভগবান আমাদের শিক্ষা দিয়েছেন এই শ্রীমদ্ভগবদগীতার মাধ্যমে। মানুষের সুখ-দুঃখ, পাপ-পূণ্য, মানবের মুক্তির অতি গুঢ় তত্ত্ব জানতে নিয়মিত পাঠ করুন - শ্রীমদ্ভগবদগীতা ।

সর্বোপনিষদো গাবো দোগ্ধা গোপালনন্দনঃ৷
পার্থো বৎসঃ সুধীর্ভোক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ॥
মূল কথাঃ- এই গীতোপনিষদ্ ভগবদ্ গীতা সমস্ত উপনিষদের সারাতিসার এবং তা ঠিক একটি গাভীর মতো এবং রাখাল বালকরূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণই এই গাভীকে দোহন করেছেন৷ অর্জুন যেন গোবৎসের মতো এবং জ্ঞানীগুণী ও শুদ্ধ ভক্তেরাই ভগবদ্ গীতার সেই অমৃতময় দুগ্ধ পান করে থাকেন৷ দেখুন- গীতার মাহাত্ম্য ।
ac-probhupad

সাধু গুরু বৈষ্ণব দর্শন

অর্থাৎ - সমস্ত শাস্ত্রের সিদ্ধান্ত হচ্ছে যে, শুদ্ধ ভক্তের সঙ্গ যদি মুহূর্তের জন্যও লাভ করা যায়, তা হলেই সর্বসিদ্ধি লাভ হয়। বিস্তারিত-

বলা হয় সাধু গুরু বৈষ্ণব দর্শনেও পূণ্য হয় তাই সাধু-সন্ত দর্শন গ্যালারিতে সকলকে স্বাগতম, এখানে আপনারা প্রত্যেকের সম্পর্কে বিস্তারিত দেখতে চাইলেও দেখতে পারবেন খুব সহজে।

বিস্তারিত দেখুন

Radha_Krishna

ভগবান শ্রীকৃষ্ণ

তথ্য সূত্রঃ   ব্রহ্মসংহিতায় প্রথম শ্লোকে বলা হয়েছে :
ঈশ্বরঃ পরমঃ কৃষ্ণঃ সচ্চিদানন্দবিগ্রহঃ৷
অনাদিরাদির্গোবিন্দঃ সর্বকারণকারণম্ ৷৷

ভগবান সৎ-চিৎ-আনন্দময়, অনাদির আদি , সর্বকারণের আদি কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অনিন্দ সুন্দর রূপ যা ভক্ত ও মুনি ঋষিগণের নিকট শুনে এবং ভক্তদের মনের মাধুরি দিয়ে যতটা সম্ভব ভক্তগণ তাঁরই অবয়ব ফুটিয়ে তোলার চেষ্টা করে থাকেন। অনেকের কাছেই ভগবানের শৈশব ও কৈশোর বয়সের রূপই বেশি আকর্ষণীয়। এছাড়াও শ্রীমতী রাধারানী রূপ ভগবানের বিভিন্ন লীলা ভাগবতের বিভিন্ন কাহিনী চিত্র প্রভৃতি দেখে ভক্তগণ নির্মল আনন্দ পেয়ে থাকেন।

pronam mantro

গুরুত্বপূর্ণ প্রণাম মন্ত্র

তথ্য সূত্রঃ সনাতন ধর্মের বিভিন্ন গ্রন্থ থেকে সংগৃহীত প্রণাম মন্ত্র-

ওঁ অপরাধ সহস্রাণি ক্রিয়ন্তে অহর্নিশং ময়া।
দাসোহ্হং ইতি মাং মত্বা ক্ষম্যতাং পরমেশ্বর।।

বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্য এব চ৷
পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ৷৷

অনন্ত কোটি সাধু-গুরু-বৈষ্ণব এর প্রণাম মন্ত্র, শ্রীতুলসী-প্রণামমন্ত্র, শ্রীগঙ্গাস্নান-মন্ত্র, মাতৃপ্রণাম, পিতৃপ্রণাম, শ্রীকৃষ্ণ প্রণাম, শ্রীমতি রাধারাণী প্রণাম, শ্রীনৃসিংহদেবের স্তব ও প্রণাম, সূর্য প্রণাম মন্ত্র, নবগ্রহস্তোত্রম্ , মা সরস্বতী প্রণাম মন্ত্র- বিস্তারিত দেখুন

bhagobot_lila

শ্রীমদ্ভাগবত, ভগবানের লীলামৃত

তথ্য সূত্রঃ শ্রীমদ্ভাগবত ১/১/৩ বলা হয়েছে :

নিগমকল্পতরোর্গলিতং ফলং
শুকমুখাদমৃতদ্রবসংযুতম্ ।
পিবত ভাগবতং রসমালয়ং
মুহুরহো রসিকা ভুবি ভাবুকাঃ ।।

" হে বিচক্ষণ এবং চিন্তাশীল মানুষ, কল্পবৃক্ষরূপী বৈদিক শাস্ত্রের অত্যন্ত সুপক্ব ফল শ্রীমদ্ভাগবত আস্বাদন করুন। তা শ্রীল শুকদেব গোস্বামীর শ্রীমুখ থেকে নিঃসৃত হয়েছিল। তাই ফলটি আরও অধিক উপাদেয় হয়েছে, যদিও এই অমৃতময় রস মুক্ত পুরুষেরা পর্যন্ত আস্বাদন করে থাকেন। শ্রীমদ্ভাগবত শ্রীমদ্ভাগবতের সকল স্কন্দের গুরুত্বপূর্ণ শ্লোক ও তাৎপর্য ভগবানের লীলা চিত্র ।

gopal

অবশ্যপাঠ্য সনাতন প্রাসঙ্গিক বিষয়ঃ

এমনই অনেক প্রাসঙ্গিক বিষয় আছে যা গভীর তত্ত্ব কথা। এগুলো আগে নিজে ভালোভাবে হৃদয়ঙ্গম করা উচিত তবেই নিজের আত্মবিশ্বাস যেমন বাড়বে তেমনি এব্যাপারে অন্যের সাথে কথা বলার সাহসও বাড়বে। তাই নিজের ধর্ম সম্পর্কে আগে ভালোভাবে জানুন এবং অন্যকেও উৎসাহিত করুন। বিস্তারিত দেখুন

Radha_Krishna

সনাতন ধর্মের সুনির্বাচিত অতি গুরুত্বপূর্ণ কিছু শ্লোক

সনাতন ধর্মের হাজারো গ্রন্থ লক্ষ লক্ষ শ্লোক। নিজের ধর্ম সম্পর্কে আগে ভালোভাবে জানুন আত্মবিশ্বাস বাড়ান এবং অন্যকেও উৎসাহিত করুন। বিস্তারিত দেখুন

শ্রীশ্রী গীতা-মাহাত্ম্য ও আগামী একাদশী

শ্রীবৈষ্ণবীয়-তন্ত্রসারে গীতা-মাহাত্ম্য, শ্রীশঙ্করাচার্য প্রণীত গীতা-মাহাত্ম্য ও শ্রীল ব্যাসদেব কৃত গীতা-মাহাত্ম্য দেখুন-

এছাড়া বৈষ্ণব পঞ্চিকা অনুসারে:- আগামী একাদশী -   সম্পূর্ণ একাদশী ব্রত তালিকা ২০২৪ ইং (List of Ekadoshi 2024)

শ্রীশ্রী গীতা মাহাত্ম্য

    সর্বোপনিষদো গাবো দোগ্ধা গোপালনন্দনঃ৷
    পার্থো বৎসঃ সুধীর্ভোক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ॥

    অর্থ:- এই গীতোপনিষদ্ ভগবদ্ গীতা সমস্ত উপনিষদের সারাতিসার এবং তা ঠিক একটি গাভীর মতো এবং রাখাল বালকরূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণই এই গাভীকে দোহন করেছেন৷ অর্জুন যেন গোবৎসের মতো এবং জ্ঞানীগুণী ও শুদ্ধ ভক্তেরাই ভগবদ্ গীতার সেই অমৃতময় দুগ্ধ পান করে থাকেন৷

    অর্থ:- শ্রীমদ্ভগবদ্ গীতার নির্দেশকে য্থাযথভাবে অনুসরণ করতে পারলে, অতি সহজেই সমস্ত ভয় ও উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায় ৷ এই জীবনে ভয় ও শোকাদি বর্জিত হয়ে পরবর্তী জীবনে চিন্ময় স্বরূপ অর্জন করা যায় ৷

বিস্তারিত গীতা মাহাত্ম্য

আগামী একাদশী :-


    নামঃ- ইন্দিরা একাদশী
    তারিখঃ-২৮ সেপ্টেম্বর (শনিবার), ২০২৪ইং
    পারণ- পরের দিন; ০৫টা ৪৯মিঃ থেকে ০৯টা ৪৮মিঃ মধ্যে।

    তার পরবর্তী একাদশী :-

    নামঃ- পাশাঙ্কুশা একাদশী
    তারিখঃ- ১৪ অক্টোবর (সোমবার), ২০২৪ইং
    পারণ- পরের দিন; ০৫টা ৫৫মিঃ- থেকে ০৯টা ৪৭মিঃ মধ্যে।

    তার পরবর্তী একাদশী :-

    নামঃ- রমা একাদশী
    তারিখঃ- ২৮ অক্টোবর (সোমবার), ২০২৪ইং
    পারণ- পরের দিন; ০৬টা ০২মিঃ- থেকে ০৯টা ৪৮মিঃ মধ্যে।

      সম্পূর্ণ একাদশী ব্রত তালিকাঃ ২০২8ইং
    (List of Ekadoshi-2024 )

For Advertisement

    বিজ্ঞাপনের জন্য ---
যোগাযোগ করুন

এই ওয়েবসাইটটি আপনার ভাল লাগলে প্রচার কার্যে সহযোগিতা করবেন এটুকু প্রার্থনা রইল ।

Contact
kormer fol

ভক্তিজীবনের জন্য অতীব জরুরী গ্রন্থ সমূহঃ-

প্রেমভক্তি চন্দ্রিকা  , মহাজন উপদেশ  , বাল্মীকি রামায়ণ  , শ্রীউপদেশামৃত  , শ্রীহরিনামামৃত  , শ্রীঈশোপনিষদ  , জাগ্রত চেতনা  , পুনরাগমন  , অপ্রাকৃত কৃষ্ণপ্রসাদ  , কুন্তীদেবীর শিক্ষা !  , শ্রীমদ্ভাগবত  , প্রকৃতির নিয়ম  , পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ  , ভক্তবৎসল শ্রীনৃসিংহদেব  , ভক্ত প্রশিক্ষণ  , ভক্তিগীতি - সঞ্চয়ন  , একাদশী মাহাত্ম্য  , গৌর-কৃষ্ণ-জগন্নাথ  , গৃহে বসে কৃষ্ণ ভজন  , জগতে আমরা কোথায় ?  , জীবন আসে জীবন থেকে  , কীর্তন করুন এবং সুখী হোন  , কৃষ্ণভাবনাময় জীবনের প্রস্তুতি  , কৃষ্ণভক্তি অনুশীলনের পন্থা  , শ্রীকৃষ্ণের সন্ধানে  , নিত্য আনন্দের পথ নির্দেশ  , পরলোকে সুগম যাত্রা  , যুগাচার্য শ্রীল প্রভুপাদ  , বৈষ্ণব সদাচার  , বৈষ্ণব শিক্ষা ও সাধনা  ,

মূল সংস্কৃত শ্লোক, অনুবাদ এবং তাৎপর্যসহ শ্রীমদ্ভাগবত , এছাড়া সনাতন ধর্মের নানান গুরুত্বপূর্ণ প্রশ্নের রেফারেন্সসহ উত্তর ।

kormer fol

শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত

শ্রীশ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী-বিরচিত

শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত

শ্রীগৌর-গোবিন্দলীলামৃত-অক্ষয় সরবরের পরমহংসরাজ
শ্রীশ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী-বিরচিত
( আদি, মধ্য ও অন্ত্য একত্রে )

bhagavata

শ্রীচৈতন্যভাগবত

শ্রীশ্রীল বৃন্দাবনদাস ঠাকুর বিরচিত


শ্রীশ্রীচৈতন্যভাগবত


সংসারের পার হই ভক্তির সাগরে ।
যে ডুবিবে সে ভজুক নিতাই চাঁদেরে ।।

আমার প্রভুর প্রভু শ্রীগৌরসুন্দর ।
এ বড় ভরসা চিত্তে ধরি নিরন্তর।।
( শ্রী চৈঃ ভাগবত )

bhagobot_lila

শ্রীমদ্ভাগবতের সকল স্কন্ধের গুরুত্বপূর্ণ শ্লোক ও তাৎপর্য

শ্রীকৃষ্ণদ্বৈপায়ন ব্যাস কৃত শ্রীমদ্ভাগবত এর গুরুত্বপূর্ণ শ্লোক ও তাৎপর্য


কৃষ্ণকৃপাশ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ কর্তৃক মূল সংস্কৃত শ্লোক, অনুবাদ এবং বিশদ তাৎপর্যসহ

Question-Answer

রেফারেন্স সহ প্রশ্নোত্তর

একজন সনাতনী হিসাবে এবং এর বাইরে যারা সনাতন ধর্মের নানান গুরুত্বপূর্ণ (বিতর্কিত) বিষয়গুলো জানতে চান বা যেগুলো নিয়ে বিতর্ক করেন তাঁদের জন্য এই পেজটি ।



সুনির্বাচিত বিশেষ গুরুত্বপূর্ণ বাণী

সুনির্বাচিত বিশেষ গুরুত্বপূর্ণ কিছু বাণী , প্রবাদ প্রবচন , খনার বচন Selected Quotes এছাড়াও

আপনার পছন্দমত যে কোন ধরনের লেখা হতেপারে সেটা কোন হাসির ঘটনা (মজার কোন স্মৃতি /কৌতুক) , শিক্ষণীয় কোন ঘটনা, কবিতা , এই সাইটের সাথে সামঞ্জস্যপূর্ণ যে কোন লেখা বা মতামত ইত্যাদি পোস্ট করতে এখানে ক্লিক করুন । আপনাদের পোস্ট করা লেখাগুলো এই লিংকে আছে, দেখতে এখানে ক্লিক করুন। * * *

Tagore Rabindranath

বিখ্যাত মনিষীদের বাণী চিরন্তনী

বিখ্যাত মনিষীদের বাণী
বাণী চিরন্তনী

*** একটি ভাল উপদেশ, একটি জীবনকে অনিবার্য ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারে । - বি. সি. রায়

*** লৌহদণ্ড যেমন পাথরের গায়ে বিদ্ধ হয় না, তেমনি কালো অন্তরে সদুপদেশ ক্রিয়া করে না। - শেখ সাদি

A bibekananda

শ্রীমৎ আচার্য বিবেকানন্দ গোস্বামী

শ্রী গুরুদেবের বাণী

*** মৃত্যু যখন অবশ্যম্ভাবী, সৎ পথে থাকাই বাঞ্ছনীয় ।

*** গঙ্গা সম কৃষ্ণ কথা পতিত পাবনী; প্রশ্নকর্তা, বক্তা, শ্রোতা- এ তিনের তারিনী।

*** সাধু যার উদ্দেশ্য ঈশ্বর তার সহায়, মন ভাল থাকলেই হল।

sopnopuri_images

পরিপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র

স্বপ্নিল হৃদয়ের স্বপ্নপুরী-


সকল ক্ষমতা জনগণের হাতে
সবসময়ের জন্য


কীভাবে? জানতে হলে ক্লিক করে দেখুন।

bijoy_sarkar_er_gan_logo

বিজয় সরকারের গান

God ?

পরমপিতা বা সৃষ্টিকর্তা একজন , নাকি একাধিক ?

বাংলা প্রবাদ-প্রবচন /English Proverbs

আবহমান কাল ধরে মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার এবং অভিজ্ঞতার প্রেক্ষিতে পণ্ডিত ব্যক্তিগণের দ্বারা প্রবর্তিত এবং প্রচলিত হয় প্রবাদ বা প্রবচন ; এইজন্যে যে এগুলো অনুসরণ করলে যাতে পরবর্তিতে অন্যরা উপকৃত হতে পারে। তাই সকলের উচিত অন্তত একবার হলেও এগুলোকে বাস্তব জীবনের সাথে মিলিয়ে দেখা এবং এ থেকে উপকৃত হওয়া। বাংলা প্রবাদ ও English Proverbs বিস্তারিত দেখুন ভালো লাগবে।


Success Quotes / Selected Quotes

মহানাম পরিবেশনের প্রচলিত পদ্ধতি কি সঠিক ?

মহানাম বিতরণের নামে অনেক ব্যবসায়িক সম্প্রদায় গড়ে উঠেছে, তাদের নাম বিতরণের যে ধরন, ধারা, বা পদ্ধতি বর্তমানে প্রচলিত তা সংশোধন হওয়ার সময় কি এখনও আসেনি? (যেমন- স্টেজে উঠেই ৩০-৪০ মিনিট মাত্রারিক্ত খোল-করতালের শব্দযুক্ত বন্দনা, তারপর ঘণ্টা খানেক রাগ-রাগিনীর দুর্বোধ্য নাম পরিবেশন এবং শেষে বাঁশি বা বেহালায় বিভিন্ন হিন্দি-বাংলা ছবির গানের সুর তোলার প্রতিযোগিতা- সাথে কখনও কখনও অদ্ভুত সব নৃত্য !) যে সমস্ত ভক্তগণ নাম শ্রবণে যান তাঁরা সেখান থেকে কতটুকু ভক্তি বা পুণ্য অর্জনে সমর্থ হন বলে আপনারা মনে করেন ? শ্রীমন্ মহাপ্রভু কি এই মহানাম এভাবে প্রচারের নির্দেশ দিয়েছিলেন?
যাহোক, এব্যাপারে আমার ব্যক্তিগত অভিমত-
১। নাম পরিবেশন হবে শ্রুতিমধুর, সহজবোধ্য এবং অংশগ্রহণমূলক...... বিস্তারিত

অপূর্ব মহানাম শ্রবণ করুন =>

বিভিন্ন বিষয়ে যেমন- Achievement , Attitude , Determination , Education , Encouragement , Forgiveness , Friendship / Engagement / Love , Goals , Hope , Inspirational , Life , Money , Mother , Motivation , Success প্রভৃতি বিষয়ে বিখ্যাত মনিষীদের গুরুত্বপূর্ণ ইংরেজী উক্তি দেখুন ভালো লাগবে।

See Details:

বিখ্যাত মনিষীদের সুনির্বাচিত বাণী

সুনির্বাচিত বিশেষ গুরুত্বপূর্ণ কিছু বাণী , প্রবাদ প্রবচন , খনার বচন Selected Quotes এছাড়াও

আপনার পছন্দমত যে কোন ধরনের লেখা হতেপারে সেটা কোন হাসির ঘটনা (মজার কোন স্মৃতি /কৌতুক) , শিক্ষণীয় কোন ঘটনা, কবিতা , এই সাইটের সাথে সামঞ্জস্যপূর্ণ যে কোন লেখা বা মতামত ইত্যাদি পোস্ট করতে এখানে ক্লিক করুন । আপনাদের পোস্ট করা লেখাগুলো এই লিংকে আছে, দেখতে এখানে ক্লিক করুন। * * *

স্বামী-স্ত্রীর মৃত্যু গণনা ( কে আগে মারা যাবে ?)
অক্ষর দ্বিগুণ, চৌগুন মাত্রা (কার)। নামে নামে করি সমতা ।। তিন দিয়ে হরে আন। তাহে মরা-বাঁচা জান।। একে-শূন্যে মরে পতি। দু'য়ে মরে যুবতি।।

জ্যোতির্বিদ্যায় পারদর্শী বাঙালি নারী খনা'র বচন
   আরও বাণী দেখুন

"কোরো না মানবগণ, বৃথা ক্ষয় এ জীবন, সংসার সমরাঙ্গণ মাঝে; সঙ্কল্প করেছ যাহা, সাধন করহ তাহা, রত হয়ে নিজ নিজ কাজে । "

hemchandra pic - হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
   আরও বাণী দেখুন

"সুখলাভের প্রকৃত পন্থা হইল অপরকে সুখী করা৷ দুনিয়াকে যেমন পাইয়াছ তাহার চেয়ে একটু শ্রেয়স্কর রাখিয়া যাইতে চেষ্টা করো, যেন তোমার মৃত্যুর পালা যখন আসিবে তখন সানন্দে মৃত্যুবরণ করিতে পার, এই অনুভূতি লইয়া যে তুমি অন্তত তোমার জীবন নষ্ট কর নাই; বরং সাধ্যমতো উহার সদ্ব্যবহার করিয়াছ৷ এভাবে সুখে বাঁচিতে ও সুখে মরিতে প্রস্তুত থাকো৷ সর্বদা তোমার 'স্কাউট প্রতিশ্রুতি' আঁকড়াইয়া থাকো-বাল্যকাল চলিয়া গেলেও সৃষ্টিকর্তা তোমার এই কার্যে সহায় হউন । "

Lord baden Paul - লর্ড ব্যাডেন পাওয়েল
   আরও বাণী দেখুন

" সদুপদেশ গ্রহন করার জন্য অন্তরে আগ্রহ সৃষ্টি না হওয়া এবং নিজের অভিমত খণ্ডিত হতে দেখেই অন্তরে ক্রোধের সৃষ্টি হওয়ার নামই অহংকার। আত্মপ্রশস্তি ও অহংকার মানুষকে নিম্নস্তরে নিয়ে যায়। "

-ইমাম গাজ্জালি (রহঃ)
   আরও বাণী দেখুন

অন্যকে উপদেশ দিতে পাণ্ডিত্যের কমতি কারও নাই৷ স্বয়ং আচরি ধর্ম শিক্ষা দেন শুধু মহাত্মাই ।

Chanakya Pic চাণক্য পণ্ডিত এর কিছু গুরুত্বপূর্ণ শ্লোক
   আরও বাণী দেখুন

সমগ্র বাংলা পত্রিকা , ইংরেজি পত্রিকা, অনলাইন নিউজ , শেয়ার ও ব্যবসার খবর, জেলার পত্রিকা , প্রবাসী সংবাদ দেখতে ক্লিক করুন :- Indian News World News and Headlines <= Just Click <=

সকল সংবাদপত্রের লিংক

সুনির্বাচিত কৌতুক ও স্বপ্নের ফলাফল

হাসলে নাকি আয়ু বাড়ে- তাই হাসুন, মন খুলে হাসুন, কারণ হাসলে হার্ট / হৃদয় / মন ভালো থাকে => শরীরও ভালো থাকে । আর মন ভালো- তো সবই ভালো।

তাই আপনার পছন্দমত যে কোন ধরনের লেখা হতেপারে সেটা কোন হাসির ঘটনা (মজার কোন স্মৃতি /কৌতুক) , শিক্ষণীয় কোন ঘটনা, কবিতা , এই সাইটের সাথে সামঞ্জস্যপূর্ণ যে কোন লেখা বা মতামত ইত্যাদি পোস্ট করতে পারেন। মানসম্মত লেখা নামসহ সাইটে স্থায়ীভাবে পাবলিশ করা হয়।

ঘুমের মাঝে মানুষ নানা প্রকারের স্বপ্ন দেখে৷ দিন-ক্ষণ, তিথি-নক্ষত্র ইত্যাদির প্রেক্ষিতে এসমস্ত স্বপ্নের ফল কখনো কখনো সত্য হয়, মোহাম্মদী খাবনামা অনুযায়ী বিভিন্ন স্বপ্নের বিবিধ ফল দৃষ্ট হয় ! স্বপ্নের বিবিধ ফলাফল দেখুন :-

বাংলা সুনির্বাচিত কৌতুক

    শিশু মার্ক টোয়েন !

    মার্ক টোয়েন একবার ট্রেনে চড়েছেন। একে তো ট্রেন এসেছিল দেরি করে, তার ওপর ট্রেনটি চলছিলও খুব ধীরগতিতে। এমন সময় কন্ডাক্টর ভাড়া চাইতে এলেন। টোয়েন তাঁর হাতে অর্ধেক ভাড়া ধরিয়ে দিলেন। কন্ডাক্টর রাগতস্বরে বললেন, ‘অর্ধেক ভাড়া দিলেন কেন মশাই? অর্ধেক ভাড়া তো শিশুদের জন্য। আপনি কি শিশু?’ টোয়েন উত্তর করলেন, ‘না, শিশু নই। তবে তোমার ট্রেনে যখন উঠেছিলাম, তখন মনে হয় শিশুই ছিলাম।’ যাচ্ছিলাম!’

বিস্তারিত দেখুন

স্বপ্নের ফলাফল

বিস্তারিত দেখুন

মানুষ- মানুষের জন্যে , জীবন জীবনের জন্যে!
একটু সহানুভূতি কী- মানুষ পেতে পারে না ?

    মানুষ- মানুষের জন্যে...

    এমন অনেকেই আছে সমাজের আর দশ জন স্বাভাবিক মানুষ থেকে তাদের জীবন যাপনের ধারাটা ভিন্ন। রেলস্টেশনে, রাস্তার ধারে এমন বিভিন্ন যায়গায় এদের প্রায়ই শুয়ে-বসে থাকতে দেখা যায় । দেখলে সত্যিই খারাপ লাগে ! সমাজের মূল স্রোতধারায় তারা কী কোনভাবেই ভিড়তে পারে না?



আপনার পরামর্শ জানাতে পারেন

Funny Video

    মজার ভিডিও


বিস্তারিত দেখুন

এই ওয়েবসাইটটি আপনার ভাল লাগলে প্রচার কার্যে সহযোগিতা করবেন এটুকু প্রার্থনা রইল ।

Contact

দরকারী তথ্য

 

ভক্তসঙ্গে তীর্থ দর্শন, পূণ্যভূমী- তীর্থক্ষেত্র , গুরুত্বপূর্ণ তীর্থক্ষেত্রের মহিমা ও এসংক্রান্ত বিবরণ।

গুরুত্বপূর্ণ তীর্থক্ষেত্র গুলো কোথায় কোথায় অবস্থিত, সেখানে কীভাবে যাবেন? তীর্থক্ষেত্র দর্শনে যেয়ে কোথায় থাকবেন, কত খরচ হবে ইত্যাদি দেখুন ।

বাংলাদেশের বিভিন্ন জন-গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় তথ্য যেমন Bank Routing No. ফোন নম্বর, সমগ্র পরীক্ষার রেজাল্ট, ঢাকার প্রধান প্রধান বাস রুট ইত্যাদি ।

Bank Routing No.

    বাংলাদেশের সকল ব্যাংক, ব্রাঞ্চ
    এবং এগুলোর রাউটিং নং

    যেমন-

    Bank Code=> 20,
    Bank Name=> AB BANK LTD.,
    Br. Code=> 13
    Branch Name=> AGRABAD
    Routing No.=> 020150130
    Dist. Code:=> 215
    Dist. Name=> CHITTAGONG

রাউটিং নম্বর দেখুন

পরীক্ষার ফলাফল

    মগ্র পরীক্ষার রেজাল্ট :-

    Examination Result

    PSC, JSC, JDC, SSC, HSC, Dakhil, Alim, BM, MBBS / BDS , BUMS / BAMS / BHMS , IHT / MATS ,(NTRCA), All Result

পরীক্ষার রেজাল্ট দেখুন

Dhaka Bus Route

    ঢাকার প্রধান প্রধান বাস রুট

    ঢাকার- কোথায় যেতে কোন বাসে উঠবেন? কোন বাস কোথায় যায়? একনজরে ঢাকার প্রধান প্রধান বাস রুটের সংক্ষিপ্ত বিবরণ যেমন=>
    Anabil (অনাবিল) =>
    "যাত্রাবাড়ী => সায়েদাবাদ => মানিকনগর => কমলাপুর => খিলগাঁও => মালিবাগ => রামপুরা => বাড্ডা লিংক রোড => নতুন বাজার => বসুন্ধরা => খিলক্ষেত => উত্তরা => আব্দুল্লাহপুর => টঙ্গী

বাস রুট দেখুন

এই ওয়েবসাইটটি আপনার ভাল লাগলে প্রচার কার্যে সহযোগিতা করবেন এটুকু প্রার্থনা রইল ।

Contact

* * * Anupamasite-এ আপনাকে স্বাগতম। আপনার পছন্দমত যে কোন ধরনের লেখা পোস্ট করতে এখানে ক্লিক করুন।   মানসম্মত লেখা নামসহ সাইটে স্থায়ীভাবে পাবলিশ করা হয় । আপনাদের পোস্ট করা লেখাগুলো দেখতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ * * *

Online - এর সুবিধা নিন

সাইট উন্নয়নে আপনার মতামত গুরুত্বের সাথে বিবেচনা করা হবে। এছাড়া বিজ্ঞাপনের জন্যও যোগাযোগ করতে পারেন।

আপনার পছন্দমত যে কোন ধরনের লেখা হতেপারে সেটা কোন হাসির ঘটনা (মজার কোন স্মৃতি /কৌতুক) , শিক্ষণীয় কোন ঘটনা, কবিতা , এই সাইটের সাথে সামঞ্জস্যপূর্ণ যে কোন লেখা বা মতামত ইত্যাদি পোস্ট করতে এখানে ক্লিক করুন । আপনাদের পোস্ট করা লেখাগুলো এই লিংকে আছে, দেখতে এখানে ক্লিক করুন। * * *