শ্রীমদ্ভগবদ গীতা'র নিম্নোক্ত শ্লোকের তাৎপর্য সম্পর্কে আপনার মতামত জানান।

শ্রীল প্রভুপাদ প্রণীত শ্রীমদ্ভগবদ গীতা'র প্রতিটি শ্লোকের অনুবাদ, গীতার গান ও তাৎপর্য-

তাৎপর্যটি মোবাইলে ভালোভাবে দেখতে আপনার মোবাইলটি রোটেট করুন (ঘুরান)।
  • শ্রীমদ্ভগবদগীতা ২য় অধ্যায়: সাংখ্যযোগ

    শ্লোক: 6:
    ন চৈতদ্ বিদ্মঃ কতরন্নো গরীয়ো
    যদ্ বা জয়েম যদি বা নো জয়েয়ুঃ ।
    যানেব হত্বা ন জিজীবিষামস্
    তেহবস্থিতাঃ প্রমুখে ধার্তরাষ্ট্রাঃ ॥৬॥

    ন, চ, এতৎ, বিদ্মঃ, কতরৎ,নঃ, গরীয়ঃ,
    যদ্বা, জয়েম, যদি, বা, নঃ, জয়েয়ুঃ,
    যান্, এব, হত্বা, ন, জিজীবিষামঃ,
    তে, অবস্থিতাঃ, প্রমুখে, ধার্তরাষ্ট্রাঃ ॥৬॥
  • অনুবাদ : তাদের জয় করা শ্রেয়, না তাদের দ্বারা পরাজিত হওয়া শ্রেয়, তা আমি বুঝতে পারছি না। আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হ্ত্যা করি, তাহলে আমাদের আর বেঁচে থাকতে ইচ্ছা করবে না। তবুও এই রণাঙ্গনে তারা আমাদের সামনে উপস্থিত হয়েছে ৷
  • তাৎপর্যঃ- গীতা তাৎপর্য/অঃ২-শ্লোক-৬

    পূরবর্তী শ্লোক দেখুন অথবা পরবর্তী শ্লোক
  • Add_6

    * * * Anupamasite-এ আপনাকে স্বাগতম। আপনার পছন্দমত যে কোন ধরনের লেখা পোস্ট করতে এখানে ক্লিক করুন।   আপনাদের পোস্ট করা লেখাগুলো এই লিংকে আছে, দেখতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ * * *

    জ্ঞানই শক্তি ! তাই- আগে নিজে জানুন , শেয়ার করে প্রচারের মাধ্যমে অন্যকেও জানতে সাহায্য করুন।