সনাতন ধর্মের সুনির্বাচিত বিশেষ গুরুত্বপূর্ণ কিছু শ্লোকঃ-

জ্ঞান-ই শক্তি ! নিজের ধর্ম সম্পর্কে আগে ভালোভাবে জানুন এবং অন্যকেও জানতে উৎসাহিত করুন।

আপনার পছন্দমত যে কোন ধরনের লেখা পোস্ট করতে পারেন। মানসম্মত লেখা নামসহ সাইটে স্থায়ীভাবে পাবলিশ করা হয়।

:ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ শ্লোক :-

  • শ্লোক: 81

    হরির্হি নির্গুণঃ সাক্ষাৎ পুরুষঃ প্রকৃতেঃ পরঃ ।
    স সর্বদৃগুপদ্রষ্টা তং ভজন্নির্গুণো ভবেৎ ।।
    (ভাগবত ১০/৮৮/৫)
  • অনুবাদঃ- পরমেশ্বর ভগবান শ্রীহরি জড়া প্রকৃতির অতীত; তাই তিনি হচ্ছেন সাক্ষাৎ গুণাতীত পুরুষ। অন্তর ও বাইরের সমস্ত বিষয় তিনি দর্শন করতে পারেন। তাই তিনিই হচ্ছেন সমস্ত জীবের পরম অধ্যক্ষ। কেউ যদি তাঁর চরণকমলকে আশ্রয় করে তাঁর ভজনা করেন, তা হলে তিনিও সেই রকম গুণাতীত স্তর লাভ করতে পারেন।

  • শ্লোক: 82

    যস্মিন্ বিজ্ঞাতে সর্বমেবং বিজ্ঞাতং ভবতি
    (মুণ্ডক উপঃ ১/৩)
  • অনুবাদঃ- কেউ যদি পরম নিয়ন্তা ভগবানকে জানতে পারেন, তা হলে তিনি অন্য সব কিছুই জানতে পারেন।

  • শ্লোক: 83

    ন তস্য কার্যং করণং চ বিদ্যতে
    ন তৎ সমশ্চাভ্যধিকশ্চ দৃশ্যতে ।
    পরাস্য শক্তির্বিবিধৈব শ্রুয়তে
    স্বাভাবিকী জ্ঞানবলক্রিয়া চ ।।
    (শ্বেতাশ্বতর উপঃ ৬/৮)
  • অনুবাদঃ- সেই ভগবানের প্রাকৃত ইন্দ্রিয়ের সাহায্যে কোন কার্য নেই, যেহেতু তাঁর কোন প্রাকৃত শরীর বা ইন্দ্রিয় নেই। কোন কিছুই তাঁর সমান বা তাঁর থেকে অধিক বলে দৃশ্য হয় না। তিনি বিবিধ অচিন্ত্য পরা শক্তির আধার। এক হয়েও সেই স্বাভাবিক পরা শক্তি জ্ঞান, বল ও ক্রিয়া ভেদে ত্রিবিধা।

  • শ্লোক: 84

    অপানিপাদো জবনো গ্রহিতা
    পশ্যত্যচক্ষুঃ স শৃণোত্যকর্ণঃ ।
    (শ্বেতাশ্বতর উপঃ ৩/১৯)
  • অনুবাদঃ- যদিও পরম পুরুষ ভগবানকে হস্ত-পদ বিহীন বলে বর্ণনা করা হয়েছে, তবুও তিনি সমস্ত যজ্ঞের নৈবেদ্য গ্রহণ করেন এবং দ্রুত গমন করেন। তাঁর কোন জড় চক্ষু নেই, তবুও তিনি সব কিছু দর্শন করেন। তাঁর কোন জড় কর্ণ নেই, তবুও তিনি সব কিছুই শ্রবণ করেন।

  • শ্লোক: 85

    অঙ্গানি যস্য সকলেন্দ্রিয়বৃত্তিমন্তি
    পশ্যন্তি পান্তি কলয়ন্তি চিরং জগন্তি ।
    আনন্দচিন্ময়সদুজ্জ্বলবিগ্রহস্য
    গোবিন্দমাদিপুরুষং তমহং ভজামি ।।
    (ব্রহ্মসংহিতা ৫/৩২)
  • অনুবাদঃ- সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজনা করি; তাহাঁর বিগ্রহ আনন্দময়, চিন্ময় ও সন্ময়, সুতরাং পরমোজ্জ্বল। সেই বিগ্রহগত অঙ্গসকল প্রত্যেকেই সমস্ত ইন্দ্রিয়বৃত্তি-বিশিষ্ট এই চিদচিৎ অনন্ত জগৎসমূহকে নিত্যকাল দর্শন, পালন ও কলন করেন।

  • শ্লোক: 86

    ওঁ আনন্দময়োহভ্যাসাৎ
    (বেদান্তসূত্র ১/১/১২)

  • অনুবাদঃ- পরমেশ্বর ভগবান স্বভাবতই আনন্দময় ।

  • শ্লোক: 87

    রসো বৈ সঃ
    (তৈত্তিরীয় উপঃ ২/৭/১)
  • অনুবাদঃ- পরমেশ্বর ভগবানই হচ্ছেন সমস্ত দিব্য রসের উৎস ।

  • শ্লোক: 88

    নিত্য নবনবায়মান
    (অজ্ঞাত উৎস)
  • অনুবাদঃ- নিত্যকাল নব নব বৈশিষ্ট্য সমন্বিত।

  • শ্লোক: 89

    কেশব তুয়া জগৎ বিচিত্র
    (ভক্তিবিনোদ ঠাকুর)
  • অনুবাদঃ- হে কেশব! তোমার সৃষ্ট জগৎ বড়ই বিচিত্র ।

  • শ্লোক: 90

    আত্মারামাশ্চ মুনয়ো নির্গ্রন্থা অপ্যুরুক্রমে ।
    কুর্বন্ত্যহৈতুকীং ভক্তিমিত্থম্ভূতগুণো হরিঃ ।।
    (ভাগবত ১/৭/১০)
  • অনুবাদঃ- আত্মাতে যারা রমণ করেন, এরূপ বাসনা-গ্রন্থিশূন্য মুনিরাও অত্যদ্ভূত কার্য সম্পাদনকারী শ্রীকৃষ্ণে অহৈতুকী ভক্তি করেন, কেন না জগতে চিত্তহারী হরির এই রকম একটি গুণ আছে।

  • শ্লোক: 91

    জয়তি জননিবাসো দেবকীজন্মবাদো
    যদুবরপরিষৎ স্বৈর্দোর্ভিরস্যন্নধর্মম্ ।
    স্থিরচরবৃজিনঘ্নঃ সুস্মিতশ্রীমুখেন
    ব্রজপুরবনিতানাং বর্ধয়ন্ কামদেবম্ ।।
    (ভাগবত ১০/৯০/৪৮)
  • অনুবাদঃ- সমস্ত জীবের আশ্রয়স্বরূপ, দেবকীপুত্ররূপে পরিচিত, যদুদের সভাপতি, নিজ বাহুর দ্বারা অধর্ম নাশকারী, স্থাবর-জঙ্গম সমস্ত জীবের অমঙ্গলহারী, মধুর হাস্য মুখের দ্বারা ব্রজবনিতাদের কামবর্ধনকারী শ্রীকৃষ্ণচন্দ্র জয়যুক্ত হোন।
    (শ্রীল শুকদেব গোস্বামী)

  • শ্লোক: 92

    বেণুং ক্বণন্তমরবিন্দদলায়তাক্ষং
    বর্হাবতংসমসিতাম্বুদসুন্দরাঙ্গম্ ।
    কন্দর্পকোটিকমনীয়বিশেষশোভং
    গোবিন্দমাদিপুরুষং তমহং ভজামি ।।
    (ব্রহ্মসংহিতা ৫/৩০)
  • অনুবাদঃ- মুরলীগান-তৎপর, কমলদলের ন্যায় প্রফুল্লচক্ষু, ময়ূরপুচ্ছ শিরোভূষণ, নীল মেঘবর্ণ সুন্দর শরীর, কোটি কন্দর্প মোহন বিশেষ শোভা-বিশিষ্ট সেই আদি-পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি।

  • শ্লোক: 93

    স্বপাদমূলং ভজতঃ প্রিয়স্য
    ত্যক্তান্যভাবস্য হরিঃ পরেশঃ ।
    বিকর্ম যচ্চোৎপতিতং কথঞ্চিদ্
    ধুনোতি সর্বং হৃদি সন্নিবিষ্টঃ ।।
    (ভাগবত ১১/৫/৪২)
  • অনুবাদঃ- যিনি অন্য ভাব পরিত্যাগ করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মের পূর্ণ আশ্রয় গ্রহণ করেছেন, তিনি শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। তিনি যদি ঘটনাক্রমে কোন পাপ করেও ফেলেন, পরমেশ্বর হৃদয়ে প্রবিষ্ট থেকে তাঁর পাপ বিনষ্ট করে দেন।

  • শ্লোক: 94

    ভগবান্ ভক্তহৃদিস্থিতঃ
    (অজ্ঞাত উৎস)
  • অনুবাদঃ- ভগবান শ্রীকৃষ্ণ সর্বদাই তাঁর চরণকমল তাঁর ভক্তদের হৃদয়ে স্থাপন করেন।

  • শ্লোক: 95

    যস্যাহমনুগৃহ্নামি হরিষ্যে তদ্ধনং শনৈঃ ।
    (ভাগবত ১০/৮৮/৮)
  • অনুবাদঃ- আমার ভক্তের প্রতি আমার প্রথম কৃপা হচ্ছে আমি তার সমস্ত জড়-জাগতিক ধনসম্পদ হরণ করি।

  • শ্লোক: 96

    সত্যং দিশত্যর্থিতমর্থিতো নৃণাং
    নৈবার্থদো যৎ পুনরর্থিতা যতঃ ।
    স্বয়ং বিধত্তে ভজতামনিচ্ছতা-
    মিচ্ছাপিধানং নিজপাদপল্লবম্ ।।
    (ভাগবত ৫/১৯/২৭)
  • অনুবাদঃ- কেউ যখন শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করেন, তখন শ্রীকৃষ্ণ যে তাঁর সেই প্রার্থনা পূর্ণ করেন, সেই কথা সত্য; কিন্তু যা থেকে পুনঃপুনঃ প্রার্থনার উদয় হয়, সেই প্রকার বস্তু তিনি দান করেন না। অন্য কামনাযুক্ত হয়ে কেউ যখন শ্রীকৃষ্ণের ভজনা করেন, তখন তিনি স্বয়ংই তাঁদের অন্য কামনা শান্তিকারী তাঁর শ্রীপাদপদ্মের আশ্রয় দান করেন।
    (ভারতবাসীদের উদ্দেশ্যে দেবতাদের উক্তি)

  • শ্লোক: 97

    বালস্য নেহ শরণং পিতরৌ নৃসিংহ
    নার্তস্য চাগদমুদন্বতি মজ্জতো নৌঃ ।
    তপ্তস্য তৎপ্রতিবিধির্য ইহাঞ্জসেষ্ট-
    স্তাবদ্ বিভো তনুভৃতাং তদুপেক্ষিতানাম্ ।।
    (ভাগবত ৭/৯/১৯)
  • অনুবাদঃ- হে নৃসিংহদেব! হে বিভো! জীবন সম্বন্ধে দেহ-চেতনাবশত যে সমস্ত দেহবদ্ধ জীবগণ আপনার দ্বারা উপেক্ষিত হয়েছে, তারা তাদের নিজেদের কল্যাণের জন্য কিছুই করতে পারে না। যে প্রতিবিধানই তারা গ্রহণ করুক না কেন, সেগুলি হয়ত সাময়িকভাবে উপকারী হতে পারে, কিন্তু নিশ্চিতরূপে সেগুলি ক্ষণস্থায়ী। দৃষ্টান্তস্বরূপ, পিতা-মাতা তাদের বালককে রক্ষা করতে পারে না, ওষুধ ও চিকিৎসক রোগীকে যন্ত্রণা থেকে রেহাই দিতে পারে না এবং একটি নৌকা সমুদ্রে নিমজ্জমান কোনও ব্যক্তিকে রক্ষা করতে পারে না।

  • শ্লোক: 98

    মারবি রাখবি—যো ইচ্ছা তোহারা ।
    নিত্যদাস-প্রতি তুয়া অধিকারা ।।
    (ভক্তিবিনোদ ঠাকুর, মানস, দেহ, গেহ ৩)
  • অনুবাদঃ- হে কৃষ্ণ! আমাকে মার কিংবা রক্ষা কর তা তোমার ইচ্ছা, কেন না আমি তোমার নিত্যদাস। এই দাসের প্রতি তোমার পূর্ণ অধিকার রয়েছে।

  • (সূত্রঃ- বৈষ্ণব শ্লোকাবলী) এরপর দেখুন= মায়া সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ শ্লোক

  • Add_6

    আপনার পছন্দমত যে কোন ধরনের লেখা পোস্ট করতে পারেন। মানসম্মত লেখা নামসহ সাইটে স্থায়ীভাবে পাবলিশ করা হয়।

    সুনির্বাচিত শ্লোকঃ-

    * * * Anupamasite-এ আপনাকে স্বাগতম। আপনার পছন্দমত যে কোন ধরনের লেখা পোস্ট করতে এখানে ক্লিক করুন।   আপনাদের পোস্ট করা লেখাগুলো এই লিংকে আছে, দেখতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ * * *

    জ্ঞানই শক্তি ! তাই- আগে নিজে জানুন , শেয়ার করে প্রচারের মাধ্যমে অন্যকেও জানতে সাহায্য করুন।

    Say something

    Please enter name.
    Please enter valid email adress.
    Please enter your comment.