শ্রীমদ্ভগবদ গীতা'র নিম্নোক্ত শ্লোকের তাৎপর্য সম্পর্কে আপনার মতামত জানান।

শ্রীল প্রভুপাদ প্রণীত শ্রীমদ্ভগবদ গীতা'র প্রতিটি শ্লোকের অনুবাদ, গীতার গান ও তাৎপর্য-

তাৎপর্যটি মোবাইলে ভালোভাবে দেখতে আপনার মোবাইলটি রোটেট করুন (ঘুরান)।
  • শ্রীমদ্ভগবদগীতা ১৫শ অধ্যায়: পুরুষোত্তমযোগ

    শ্লোক: 3:
    ন রূপমস্যেহ তথোপলভ্যতে
    নান্তো ন চাদির্ন চ সংপ্রতিষ্ঠা ।
    অশ্বত্থমেনং সুবিরূঢ়মূলম্
    অসঙ্গশস্ত্রেণ দৃঢ়েন ছিত্ত্বা ॥৩॥

    ন, রূপম্, অস্য, ইহ, তথা, উপলভ্যতে,
    ন, অন্তঃ, ন, চ, আদিঃ, ন, চ, সংপ্রতিষ্ঠা,
    অশ্বত্থম্, এনম্, সুবিরূঢ়-মূলম্,
    অসঙ্গ-শস্ত্রেণ, দৃঢ়েন, ছিত্ত্বা ॥৩॥
  • শ্লোক: 4:
    ততঃ পদং তৎপরিমার্গিতব্যং
    যস্মিন্ গতা ন নিবর্তন্তি ভুয়ঃ ।
    তমেব চাদ্যং পুরুষং প্রপদ্যে
    যতঃ প্রবৃত্তিঃ প্রসৃতা পুরাণী ॥৪॥

    ততঃ, পদম্, তৎ, পরিমার্গিতব্যম্,
    যস্মিন্, গতাঃ, ন, নিবর্তন্তি, ভুয়ঃ,
    তম্, এব, চ, আদ্যম্, পুরুষম্, প্রপদ্যে,
    যতঃ, প্রবৃত্তিঃ, প্রসৃতা, পুরাণী ॥৪॥
  • অনুবাদ : এই বৃক্ষের স্বরূপ এই জগতে উপলব্ধ হয় না। এর আদি, অন্ত ও স্থিতি যে কোথায় তা কেউই বুঝতে পারে না। তীব্র বৈরাগ্যরূপ অস্ত্রের দ্বারা দৃঢ়মূল এই বৃক্ষকে ছেদন করে সত্য বস্তুর অন্বেষণ করা কর্তব্য, যেখানে গমন করলে, পুনরায় ফিরে আসতে হয় না। স্মরণাতীত কাল হতে যাঁর থেকে সমস্ত কিছু প্রবর্তন ও বিস্তৃত হয়েছে, সেই আদি পুরুষের প্রতি শরণাগত হও।
  • তাৎপর্যঃ- গীতা তাৎপর্য/অধ্যায়ঃ১৫-শ্লোক-৩-৪

    পূরবর্তী শ্লোক দেখুন অথবা পরবর্তী শ্লোক
  • Add_6

    * * * Anupamasite-এ আপনাকে স্বাগতম। আপনার পছন্দমত যে কোন ধরনের লেখা পোস্ট করতে এখানে ক্লিক করুন।   আপনাদের পোস্ট করা লেখাগুলো এই লিংকে আছে, দেখতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ * * *

    জ্ঞানই শক্তি ! তাই- আগে নিজে জানুন , শেয়ার করে প্রচারের মাধ্যমে অন্যকেও জানতে সাহায্য করুন।

    Say something

    Please enter name.
    Please enter valid email adress.
    Please enter your comment.