শ্রীমদ্ভগবদ গীতা'র নিম্নোক্ত শ্লোকের তাৎপর্য সম্পর্কে আপনার মতামত জানান।

শ্রীল প্রভুপাদ প্রণীত শ্রীমদ্ভগবদ গীতা'র প্রতিটি শ্লোকের অনুবাদ, গীতার গান ও তাৎপর্য-

তাৎপর্যটি মোবাইলে ভালোভাবে দেখতে আপনার মোবাইলটি রোটেট করুন (ঘুরান)।
  • শ্রীমদ্ভগবদগীতা ১৫শ অধ্যায়: পুরুষোত্তমযোগ

    শ্লোক: 5:
    নির্মানমোহা জিতসঙ্গদোষা
    অধ্যাত্মনিত্যা বিনিবৃত্তকামাঃ ।
    দ্বন্দ্বৈর্বিমুক্তাঃ সুখদুঃখসংজ্ঞৈ-
    র্গচ্ছন্ত্যমূঢ়াঃ পদমব্যয়ং তৎ ॥৫॥

    নিঃ-মান-মোহাঃ, জিতসঙ্গদোষাঃ,
    অধ্যাত্মনিত্যাঃ, বিনিবৃত্ত-কামাঃ,
    দ্বন্দ্বৈঃ, বিমুক্তাঃ, সুখ-দুঃখ-সংজ্ঞৈঃ,
    গচ্ছন্তি, অমূঢ়াঃ, পদম্, অব্যয়ম্, তৎ ॥৫॥
  • অনুবাদ :যাঁরা অভিমান ও মোহশূন্য, সঙ্গদোষ রহিত, নিত্য-অনিত্য বিচার-পরায়ণ, কামনা-বাসনা বর্জিত, সুখ-দুঃখ আদি দ্বন্দ্বসমূহ থেকে মুক্ত এবং মোহমুক্ত, তাঁরাই সেই অব্যয় পদ লাভ করেন ।
  • তাৎপর্যঃ- গীতা তাৎপর্য/অধ্যায়ঃ১৫-শ্লোক-৫

    পূরবর্তী শ্লোক দেখুন অথবা পরবর্তী শ্লোক
  • Add_6

    * * * Anupamasite-এ আপনাকে স্বাগতম। আপনার পছন্দমত যে কোন ধরনের লেখা পোস্ট করতে এখানে ক্লিক করুন।   আপনাদের পোস্ট করা লেখাগুলো এই লিংকে আছে, দেখতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ * * *

    জ্ঞানই শক্তি ! তাই- আগে নিজে জানুন , শেয়ার করে প্রচারের মাধ্যমে অন্যকেও জানতে সাহায্য করুন।