বাংলা সুনির্বাচিত কৌতুক Bangla Selected Jokes

হাসলে নাকি আয়ু বাড়ে- তাই হাসুন, মন খুলে হাসুন, কারণ হাসলে হার্ট / হৃদয় / মন ভালো থাকে => আর মন ভালো- তো সবই ভালো।

অধিকাংশ জোকস অনলাইন থেকে সংগৃহীত- শুধুমাত্র আপনাদের আনন্দ বিধানের জন্যই এই প্রচেষ্টা, কাউকে ছোট বা হেয় করার উদ্দেশ্যে নয় ; তাই এ ব্যাপারে কারো কোন আপত্তি থাকলে এডমিনকে অবশ্যই জানাতে ভুলবেন না।

* * * Anupamasite-এ আপনাকে স্বাগতম। আপনার পছন্দমত যে কোন ধরনের লেখা বা কৌতুক পোস্ট করতে পারেন।   মানসম্মত লেখা নামসহ সাইটে স্থায়ীভাবে পাবলিশ করা হয় । ধন্যবাদ * * *

*
6) বল্টু ১দিন ক্লাস রুমে ১টা মেয়েকে বলছে:

বল্টু: আমি তোমার পাশে বসতে পারি?
মেয়েটি চিৎকার করে বলে উঠলো:
মেয়ে: না তুমি একরাতের জন্য আমার কাছে থাকতে পারোনা..!!
বল্টু শুনে খুব বিব্রতবোধ করলো এবং ক্লাসের সবাই বল্টুর দিকে বাঁকা চোখে তাকিয়ে পড়লো|
কিছুক্ষণ পরে মেয়েটি বল্টুর কানের কাছে এসে বলছে:
মেয়ে: আমি সাইক্লোজির ছাত্রী তাই তোমার মনের খবর বুঝি..!!
কিছুক্ষণ পরে বল্টু চিৎকার দিয়ে বলে উঠলো: বল্টু: মাত্র একরাতের জন্য ২০,০০০ টাকা..!!
মেয়েটির দিকে এবার সবাই আড় চোখে তাকালো|
বল্টু মেয়েটির কানের কাছে গিয়ে বললো:
বল্টু: আমি আইনের ছাত্র তাই বুঝি কিভাবে মানুষকে দোষী করতে হয়..!!


7) বল্টু বিয়ের উদ্যোগ নিয়েছে...!

বল্টু বিয়ের উদ্যোগ নিয়েছে...! .
বল্টুঃ বাবা আমার একজনকে পছন্দ হয়েছে।
বাবাঃ ওয়াও! কে এই সৌভাগ্যবতী?
বল্টুঃ জরিনা, আমাদের পাশের বাসার আবুলের মেয়ে।
বাবাঃ উহ! নোহ! আমি তোমাকে কিছু বলতে চাই কিন্তু প্রমিজ করো তোমার আম্মুকে বলবে না।
বল্টুঃ ওকে প্রমিজ।
বাবাঃ আসলে, জরিনা তোর বোন হয়।
বল্টু জরিনাকে ভুলে গেল।
আবার আর ২ মাস পর!!!
বল্টুঃ বাবা, আমি প্রেমে পড়েছি।
আর ওই মেয়েটা অনেক হট।
বাবাঃ ওয়াও! এটা তো অনেক বড় খবর। তা কে সে?
বল্টুঃ সখিনা, আমাদের পাশের বাসার মোখলেছ সাহেবের মেয়ে।
বাবাঃ ওহ! নো! আবার? ব্যাটা এই সখিনাও তোমার বোন লাগে!
এমন করে অনেক দিন চলে গেলো বল্টু তো পাগল হবার দশা, মেজাজ খারাপ করে কাঁদতে কাঁদতে আম্মুর কাছে গিয়ে বলল,
আম্মু এইপর্যন্ত ৬ টা মেয়েকে সিলেক্ট করেছি কিন্তু বাবা বলছে ওই ছ'জনই নাকি আমার বোন।
মাম্মি মাথায় হাত বুলাতে বুলাতে, আহালে আহালে, আমার বাবা কাঁদে না সোনা। তুই যেকোনো মেয়ের সাথে প্রেম কর। বাবার কথা শুনবি না - ও তোর বাবা নয়!!!!


8) অবৈধ প্রণয়

বিচারক : আপনি বলেছেন- আপনার বন্ধুর সঙ্গে অবৈধ প্রণয় চলছিল বলে বউকে খুন করেছেন। কিন্তু আপনি আপনার বন্ধুকে খুন না করে বউকে খুন করলেন কেন?
আসামি : হুজুর আমার অনেক বন্ধু। সপ্তায় একজন করে বন্ধুকে মারার চেয়ে বউকে মারাই সহজ মনে হল তাই।


9) বউটারে আর বিশ্বাস নাই

১ম বন্ধুঃ দোস্ত, আমার বউটারে আর বিশ্বাস নাই। খালি মিথ্যা কথা কয়। কী যে করি!
২য় বন্ধুঃ কেন, কী হইছে দোস্ত?
১ম বন্ধুঃ আর কইস না। কাল রাতে আমি বাড়ি ছিলাম না। সকালে আইসা দেখি বউ ঘরে নাই। দুপুরে ফিরতেই জিগাইলাম, কই গেছিলা? কয় তার বোনের বাড়িতে বেড়াতে গেছিল।
২য় বন্ধুঃ হুম, তয় বিশ্বাস না করার কী হইল?
১ম বন্ধুঃ আরে তার বোনতো রাতে আমার লগে ছিল।


10) জমে পাথর হয়ে যাব

দুইটা বালক একদিন খেলতে খেলতে সাগর পাড়ে চলে এল। সেখানে তারা দেখতে পেল স্বল্পবসনা মেয়েরা রৌদ্রস্নানরত। হঠাৎ একটা বালক পিছন দিকে দৌড়ে পালাতে লাগল। অন্য বালকটি বুঝতে পারল না তার কি হয়েছে এবং কেন এভাবে দৌড়ে পালাচ্ছে। সে তার পিছন পিছন আরো জোরে দৌড়ে এসে তাকে ধরে ফেলল।
– কিরে, এভাবে দৌড়ে পালাচ্ছিস কেন?
– মা বলেছিল আমি যখন নগ্ন মেয়ে দেখব, তখন জমে পাথর হয়ে যাব।
– আরে তোর মা তোকে ভয় দেখিয়েছে।
– নারে, মেয়েদের দেখা মাত্রই একটা জায়গায় শক্ত হতে শুরু করছিল।


11) বেলুনের মত বাবার পেট ফুলিয়ে দেয়-

ছোট ছেলেটি একরাতে হঠাৎ করে তার বাবা-মায়ের ঘরের দরজা খুলে দেখল তার বাবা চিত হয়ে শুয়ে আর মা কোলের উপর বসে আপ-ডাউন করছে। মা তাড়াতাড়ি নেমে গিয়ে কাপড় পরে বাইরে এল। তখন ছেলে জিজ্ঞেস করল, মা তুমি কী করছিলে?
মা উত্তর দিল, তোমার বাবার পেটটা তো দেখছ, অনেক উঁচু ওটা সমান করে দিচ্ছিলাম।
ছেলেঃ তুমি শুধু শুধু সময় নষ্ট করছ!
মা অবাক হয়ে বলল, এ কথা বলছ কেন?
ছেলেঃ তুমি যখন শপিং করতে বাইরে যাও তখন পাশের বাসার আন্টি এসে হাঁটু গেড়ে বসে বেলুনের মত বাবার পেট ফুলিয়ে দেয়।


* * * এসংক্রান্ত আরও মজার কৌতুক =>> * * *


* * * Anupamasite-এ আপনাকে স্বাগতম। আপনার পছন্দমত যে কোন ধরনের লেখা পোস্ট করতে এখানে ক্লিক করুন।   আপনাদের পোস্ট করা লেখাগুলো এই লিংকে আছে, দেখতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ * * *

জ্ঞানই শক্তি ! তাই- আগে নিজে জানুন , শেয়ার করে প্রচারের মাধ্যমে অন্যকেও জানতে সাহায্য করুন।