বাংলা সুনির্বাচিত কৌতুক Bangla Selected Jokes

হাসলে নাকি আয়ু বাড়ে- তাই হাসুন, মন খুলে হাসুন, কারণ হাসলে হার্ট / হৃদয় / মন ভালো থাকে => আর মন ভালো- তো সবই ভালো।

অধিকাংশ জোকস অনলাইন থেকে সংগৃহীত- শুধুমাত্র আপনাদের আনন্দ বিধানের জন্যই এই প্রচেষ্টা, কাউকে ছোট বা হেয় করার উদ্দেশ্যে নয় ; তাই এ ব্যাপারে কারো কোন আপত্তি থাকলে এডমিনকে অবশ্যই জানাতে ভুলবেন না।

* * * Anupamasite-এ আপনাকে স্বাগতম। আপনার পছন্দমত যে কোন ধরনের লেখা বা কৌতুক পোস্ট করতে পারেন।   মানসম্মত লেখা নামসহ সাইটে স্থায়ীভাবে পাবলিশ করা হয় । ধন্যবাদ * * *

*
24) বল্টু ও আবুল গেছে ইন্টারভিউ দিতে


বল্টু ও আবুল গেছে ইন্টারভিউ দিতে। যথা সময় ইন্টারভিউ কক্ষে বল্টুর ডাক পরলো...
বসঃ বলুন তো বাংলাদেশ স্বাধীন হইছে কবে?
বল্টুঃ স্যার সেই ১৯৫২ সাল থেকে এর প্রক্রিয়া শুরু আর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর এর সমাপ্তি ঘটে।
বসঃ ৭১ সালের কয়েক জন শহীদের নাম বলুন?
বল্টুঃ লক্ষ লক্ষ লোকের মধ্যে ৫/৬ জনার নাম বলে বাকি সবাইকে ছোট করতে চাই না স্যার।
বসঃ গুড, আচ্ছা বলুন তো মহাশূন্যে যে প্রানের সন্ধান পাওয়া গেছে তার শেষ অবস্থা কি?
বল্টুঃ এ সম্পর্কে এখনো গবেষনা চলছে রেজাল্ট বের হলে আপনি আমি সবাই জানবো স্যার।
বসঃ ঠিক আছে আপনি যান।
(এতক্ষন দরোজায় কান পেতে আরেক ইন্টারভিউ প্রার্থী আবুল ভিতরের কথপোকথন শুনছিল, কিন্তু সে শুধু বল্টুর কথাই শুনতে পেলো, আর বসের প্রশ্ন সে শুনতে পাই নাই)
তাকে যখন ডেকে নিয়ে বস প্রশ্ন করলো...
বসঃ আপনার জন্ম কবে?
আবুলঃ সেই ১৯৫২ সাল থেকে এর প্রকিয়া শুরু আর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরে এর সমাপ্তি ঘটে। বস ভাবলো আবুল মনে হয় প্রশ্ন শুনতে ভুল করেছে তাই আরেকটা প্রশ্ন করলো...
বসঃ আচ্ছা আপনার বাবার নাম কি?
আবুলঃ লক্ষ লক্ষ লোকের মধ্যে ৫/৬ জনার নাম বলে বাকি সবাইকে ছোট করতে চাই না স্যার।
বসঃ আপনি পাগল নাকি?
আবুলঃ এ সম্পর্কে এখনো গবেষনা চলছে, রেজাল্ট বের হয় নি ।
(আবুলের কথা শুনে বস বেহুশ)


25) বসে বসে খাস

মাঃ কি রে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাত খাচ্ছিস কেন?
বল্টুঃ এখন থেকে এভাবেই খাবো।
মাঃ কেন রে ?
বল্টুঃ আর কত অপমান সহ্য করব?
বাবা রোজই বলে এত বড় ছেলে, এখনো বসে বসে খাস।


26) খালি ট্যাক্সি

কর্তা : যা তো ক্যাবলা, একটি খালি ট্যাক্সি নিয়ে আয়! কিছুক্ষণ পর ক্যাবলা এসে বলল, স্যার, সারা বাজার ঘুরে একটিও খালি ট্যাক্সি পেলাম না, ড্রাইভারের সিটে কেউ না কেউ বসে আছে!


27) বল্টুর নারকেল চুরি

বল্টু গেলো নারকেল চুরি করতে চুপিচুপি সে গাছে ওঠে। গাছে ওঠার পর দেখে যে গাছের মালিক আসছে। এই দেখে বল্টু গাছ থেকে নামার চেষ্টা করে, যখন সে মাঝখানে তখন মালিক তাকে দেখে ফেলে।
মালিকঃ এই বল্টু তুই গাছে কেন?
বল্টুঃ গরুর জন্য ঘাস কাটতে উঠেছি...
মালিকঃ তোর কি মাথা খারাপ। নারকেল গাছে ঘাস পাবি কই?
বল্টুঃ ঘাস পাই নি তাই তো নামছি। পরদিন আবারও বল্টু গেলো চুরি করতে। আবারও মালিক দেখে ফেলল...
মালিকঃ তুই আবার গাছে উঠেছিস কেন?
বল্টুঃ না, কাল ঘাস কাটার কাচিটা ফেলে গেছিলাম। ঐইটা নিতে এসেছি


28) রঙিন টিভি!

হাবলু নতুন টেলিভিশন কিনেছে। বাড়ি ফিরেই সে টেলিভিশনটা এক ড্রাম পানির ভেতর ডুবিয়ে দিল। ঘটনা দেখে ছুটে এলেন এক প্রতিবেশী।
প্রতিবেশী: আরে, করছ কী, করছ কী?
হাবলু: হে হে, আর বলবেন না। নতুন টিভি কিনলাম। দোকানদার বলল, রঙিন টিভি! ভাবলাম, ব্যাটা ঠকিয়ে দিল কি না, তাই
পানিতে ডুবিয়ে দেখছিলাম, রং উঠে যায় কি না!


29) স্বামীর উপর মনোযোগ দেন

ম্যাডাম : বলো তো টিপু সুলতান কে ছিলেন?
বল্টুঃ জানিনা ম্যাডাম।
ম্যাডাম : তা জানবা কিভাবে? পড়াশুনায় মনোযোগ দেও।
বল্টুঃ বলেন ত ম্যাডাম, মিলি কে?
ম্যাডাম : জানি না তো, কেনো?
বল্টুঃ তা জানবেন কিভাবে? আপনার স্বামীর উপরমনোযোগ দেন
ম্যাডাম : Shocksss !!!বল্টু : always rocksss!!!


30) বাংলাদেশ কত কেজি

স্যারঃ বলতো বাংলাদেশ কত কেজি?
বল্টুঃ স্যার, ৬৮ কেজি!
স্যারঃ কীভাবে বুঝলে?
বল্টুঃ কেননা বাংলাদেশে ৬৮,০০০ গ্রাম আছে। আর ১০০০ গ্রাম এ ১ কেজি হলে ৬৮,০০০ গ্রাম এ ৬৮ কেজি। SIMPLE!!



* * * এসংক্রান্ত আরও মজার কৌতুক =>> * * *


* * * Anupamasite-এ আপনাকে স্বাগতম। আপনার পছন্দমত যে কোন ধরনের লেখা পোস্ট করতে এখানে ক্লিক করুন।   আপনাদের পোস্ট করা লেখাগুলো এই লিংকে আছে, দেখতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ * * *

জ্ঞানই শক্তি ! তাই- আগে নিজে জানুন , শেয়ার করে প্রচারের মাধ্যমে অন্যকেও জানতে সাহায্য করুন।