1) কার স্ত্রী কতটা ভালো নিয়ে কথা বলছে তিন বন্ধু-
প্রথম বন্ধুঃ আমার তানিয়ার কোনো তুলনা নেই। চা খেতে গিয়ে আমার হাত থেকে কাপ পড়ে টুকরো টুকরো হয়ে গেল। তানিয়া সেটা নিয়ে এমনভাবে আঠা লাগিয়ে দিল যে বোঝারই উপায় নেই ওটা ভেঙেছিল।
দ্বিতীয় বন্ধুঃ একবার আমার প্যান্ট ছিঁড়ে গেল। আমার স্ভেতা এমনভাবে তা সেলাই করে দিল, দেখে বুঝতেই পারবে না ওটা কোনোকালে ছিঁড়ে গিয়েছিল।
তৃতীয় বন্ধুঃ আমার ল্যুবা আমার শার্টটা ধুয়ে দিয়েছে, তাকিয়ে দেখ, বোঝার উপায়ই নেই যে ওটা ধোয়া হয়েছে।
2) গরম চা-
১ম চাপাবাজ : আমি এত গরম চা খাই যে, কেতলি থেকে সোজা মুখে ঢেলে দেই!
২য় চাপাবাজ : কী বলিস! আমি তো চা- পাতা, পানি, দুধ, চিনি মুখে দিয়ে চুলোয় বসে পড়ি!
3) দাদাদের আমলে গরম
প্রথম জন : আমার দাদার আমলে এত গরম পড়ত যে তাঁর সব মুরগি সেদ্ধ ডিম পাড়ত।
দ্বিতীয় জন : আমার দাদার আমলে এতই গরম পড়ত যে তাঁর খামারে গরু দুধ দিলে সেটা গরম থাকত আর জ্বাল দেওয়ার প্রয়োজন পড়ত না।
তৃতীয় জন : আমার দাদার আমলে এত গরম পড়েছিল যে আমার দাদা একটা হোটেল দিয়ে অনেক বড়লোক হয়ে গিয়েছিল।
'কী বেচত তোর দাদা?'
'কেন, তোদের দাদাদের সেদ্ধ ডিম আর গরম দুধ। জ্বালানী খরচ লাগত না ।'
4) দাদুর অনেক গুলো গরু ছিল
১মঃ চাঁপাবাজ আমার দাদুর অনেক গুলো গরু ছিল যা চরাইতে ৩-৪ টা মাঠের দরকার পড়ত..…
২য়ঃ চাঁপাবাজ আমার দাদু বাঁশ দিয়ে মেঘ সরিয়ে রোদে ধান শুকাত
১মঃ চাঁপাবাজ তুই মিথ্যা কথা বলছিস, তোর দাদু এত বড় লম্বা বাঁশ কোথায় রাখত রে?
২য়ঃ চাঁপাবাজ কেন? তোর দাদুর গোয়ালে...
5) দুই অভিনেতা তাঁদের অভিনয় জীবনের স্মৃতিচারণ করছে
একজন : একবার এক দুঃখের দৃশ্যে এমন অভিনয় করেছিলাম যে দর্শকরা কেদেকেটে বুক ভাসিয়ে দিয়েছিল।
অন্যজন : একবার এক দুঃখের দৃশ্যে এমন অভিনয়ের পর দর্শকরা আমি মরে গেছি ভেবে খাটিয়া নিয়া হাজির হয়েছিল। শুধু কি তাই? ইনস্যুরেন্স কোম্পানি পর্যন্ত আমার বউকে পলিসি বাবদ সমস্ত পাওনা মিটিয়ে দিয়েছিল।
6) তিন ইঁদুর নিজেদের বীরত্বের গল্প করছে।
প্রথম ইঁদুর: জানিস, সেদিন আমি এক বোতল ইঁদুর মারার বিষ খেয়ে ফেলেছি, অথচ আমার কিছুই হয়নি।
দ্বিতীয় ইঁদুর: কিছুদিন আগে আমি একটা ফাঁদে আটকা পড়ে গেছিলাম। ফাঁদটা ভেঙে বেরিয়ে এসেছি।
তৃতীয় ইঁদুর: তোরা গল্প কর, আমি আজ উঠি। বাড়ি ফিরে আবার পোষা বিড়ালটাকে খাবার দিতে হবে।