9 ) মন্টু মিয়া জ্যোতিষীর কাছে হাত দেখাতে গেছে।
জ্যোতিষী মন্টু মিয়ার হাত দেখে বললঃ আপনার জীবনে ১২ জন নারীর আগমন ঘটবে। মন্টু মিয়ার তো আনন্দে মাথা নষ্ট! সে বললঃ কি শোনাইলেন বাবা! এত আনন্দ রাখমু কই! জ্যোতিষীঃ এত খুশি হওয়ার কিছু নাই। ১২ জনের একজন হবে আপনার স্ত্রী, বাকিরা হবে কন্যা !!!
10) টুথ পেস্ট
মেয়েঃ আমার এক এক নি:শ্বাস-এর জন্য এক একটা ছেলে মরতে পারে ছেলেঃ তাহলে ভালো টুথ পেস্ট দিয়া দাঁত মাজলেই পার :
11) নরক সত্যিই আছে
শোভা: বুঝলি সোমা,আমি সিদ্ধান্ত নিয়েছি অয়নকে বিয়ে করব না।
সোমা: সে-কি-রে,পাঁচ বছর ধরে প্রেম করলি,এখন বিয়ে করবি না কেন?
শোভা: জানিস,অয়ন একেবারে নাস্তিক।
সোমা: ও নাস্তিক তাতে তোর কি,তুই তো আর নাস্তিক নোস।
শোভা: ও নরক আছে বলে বিশ্বাস করে না। ভয়ানক ব্যাপার নয়?
সোমা: ঘাবড়াচ্ছিস কেন,বিয়েটা হতে দে। কয়েক দিনের মধ্যেই বাছা ধন বুঝে যাবেযে,নরক সত্যিই আছে
12) ভালবাসা দিবসে প্রেমিক-প্রেমিকা একাকী একটা ঘরে
ভালবাসা দিবসে প্রেমিক-প্রেমিকা একাকী একটা ঘরে।
প্রেমিকা হঠাত্ত তার শাড়ি-ব্লাউজ খুলে ফেলে প্রেমিককে উদ্দেশ্যে বললো—-আমার সব কিছু তোমার!
প্রেমিকঃ আরে!আমি এইসব শাড়ি-ব্লাউজ নিয়ে কি করবো,আমি পুরুষ মানুষ না!
13) ডায়মন্ডের রিং ও বল্টু
গার্লফ্রেন্ডঃ জান, আমি কি তোমার কাছে কোনদিন কোনকিছু চেয়েছি ??
বল্টুঃ না তো।
গার্লফ্রেন্ডঃ এখন চাই?
বল্টুঃ চাও।
গার্লফ্রেন্ডঃ ডার্লিং, তোমার এই ডায়মন্ডের রিংটা আমায় দিয়ে দাও না?
বল্টুঃ কেন সোনা?
গার্লফ্রেন্ডঃ আমি প্রতিদিন এই রিংটার দিকে তাকিয়ে তোমার কথা মনেকরব।
বল্টুঃ তুমি তো আমার কথা অন্যভাবেও মনে করতে পার।
গার্লফ্রেন্ডঃ কীভাবে???
বল্টুঃ তুমি ভাববা, আমি ডায়মন্ডের রিংটা চাইছিলাম, কিন্তু শয়তান পোলাটা দেয় নাই !!!
হাঃ হাঃ হাঃ গার্লফ্রেন্ড শকড, বল্টু Always rockzzz . . .
14) হেতি একাই এক শ
-ভাই আপনার গার্লফ্রেন্ড কয়টা?
-এক শটা।
-কী কন ভাই, এক শটা?
-হ ভাই। হেতি কইছে, হেতি একাই এক শ!
15) মনে হয় বিয়ে করতে পারবো না
প্রেমিক–প্রেমিকার মধ্যে কথা হচ্ছে।
প্রেমিক: আমি বোধ হয় তোমাকে বিয়ে করতে পারব না।
প্রেমিকা: কেন?
প্রেমিক: আমার বাসায় ব্যাপারটা মেনে নেবে না।
প্রেমিকা: কে কে আছে তোমার বাসায়?
প্রেমিক: আমার স্ত্রী আর দুই সন্তান।
16) ছেলে আর মেয়ে এক রেস্টুরেন্টে ডেটিং-এ আছে
ছেলে : তোমাকে কিছু বলার ছিল.
মেয়ে : কি বলবা তাড়াতাড়ি বল ????
ছেলে : আমার না আরেকটা গার্লফ্রেন্ড আছে !!!!
মেয়ে : ওহ এই কথা !!!! আমি তো ভয় পেয়ে গেছিলাম. আমি মনে করেছিলাম তোমার পকেটে টাকা নেই !!!!!!
17) শালারা একটুও Privacy রাখে না...
বাঘ বাঘিনিকে kiss করতে চাচ্ছিলো... বাঘিনি অতি সন্তর্পনে এদিক ওদিক তাকাচ্ছিলো... বাঘ জিজ্ঞেস করলো,"কি খুঁজছ?"
বাঘিনিঃ "দেখছি, Discovery Channel আছে কিনা... শালারা একটুও Privacy রাখে না...
18)সর্বনাশ_ দোস্ত !! সামনে দেখ -
২ জন ঘনিষ্ঠ বন্ধু শামসু আর কাশেম রাস্তা দিয়া হাটতে হাটতে কথা বলছিলো, হঠাৎ উলটো পাশ থেকে ২টা মেয়ে আসতে লাগলো_
কাশেম বললোঃ “সর্বনাশ_ দোস্ত !! সামনে দেখ_!! আমার বউ আর প্রেমিকা একসাথে এদিকে আসতাছে..”
জবাবে শামসু কইলোঃ “হায় হায় !! কস কি?? "আমারো... তো একই অবস্থা…!!"