9) আপনাকে কবর দিতে সারা দিনের জন্য ছুটি নিয়েছে
এক বৃদ্ধ রেস্টুরেন্টের ভেতর ঢুকে ম্যানেজারকে বলল, ‘আজ বিশ্বকাপের ফাইনাল, আমার নাতিটা ফুটবল খেলা খুব ভালোবাসে। ওকে যদি আজ বিকেলটা ছুটি দিতেন, তাহলে খুব ভালো হতো। আমরা দুজন একসঙ্গে বসে খেলা দেখতে পারতাম।’
ম্যানেজার বলল, ‘দুঃখিত, সেটা কোনোভাবেই সম্ভব নয়। ও তো আপনাকে কবর দিতে সারা দিনের জন্য ছুটি নিয়ে গেছে।’
10) যিনি মারা গেছেন, তিনি আমার অত্যন্ত আপনজন
আলোকচিত্র সাংবাদিক হরিপদ মহাসড়ক ধরে যাচ্ছিলেন। হঠাৎ দেখলেন, পথিমধ্যে এক জায়গায় ভয়ানক দুর্ঘটনা ঘটেছে। জানা গেল, হতাহতের ঘটনাও ঘটেছে। করিৎকর্মা হরিপদ ভাবলেন, দুর্ঘটনাস্থল থেকে চটজলদি কিছু ছবি না তুললেই নয়।
ক্যামেরা হাতে এগিয়ে গেলেন তিনি। এদিকে লোকজন ভিড় করে দাঁড়িয়ে আছে। হরিপদ ছবি তুলবেন কি, ঘটনাস্থলের কাছাকাছি যাওয়াই দায়।
ফন্দি আঁটলেন হরিপদ। উঁচু গলায় বলতে শুরু করলেন, ‘দেখি ভাই, আমাকে একটু সামনে যেতে দেন। যিনি মারা গেছেন, তিনি আমার অত্যন্ত আপনজন…একটু সামনে যেতে দিন।’
হরিপদকে জায়গা করে দিল লোকজন। হরিপদ সামনে গিয়ে দেখলেন, দুটো ছাগল মরে পড়ে আছে!
11) বুদ্ধিমান বাবা-
বাবা আর ছেলে কথা বলছে:---
বাবা : তুই বিয়ে করবি ?
ছেলে : না ।
বাবা : সেই মেয়ে যদি বিলগেটস এর মেয়ে হয় ?
ছেলে : তাহলে ঠিক আছে। এরপর বাবা ছুটলেন বিশ্ব ব্যাংক এ.....
বাবা : আমার ছেলে কে আপনাদের ব্যাংকের ম্যানেজার করবেন ?
বিশ্ব ব্যাংক : না ।
বাবা : সে যদি বিলগেটস এর জামাই হয় ?
বিশ্ব ব্যাংক : তাহলে ঠিক আছে। এখন বাবা ছুটলেন বিলগেটস এর কাছে......
বাবা : আমার ছেলেকে আপনার মেয়ের সাথে বিয়ে করাবেন ?
বিলগেটস : না ।
বাবা : সে যদি বিশ্ব ব্যাংকের ম্যানেজার হয় ?
বিলগেটস : তাহলে ঠিক আছে।
12) আমি তোরটা নকল করেছি।
প্রথম বন্ধু: কিরে, পরীক্ষা কেমন হয়েছে?
দ্বিতীয় বন্ধু: কোনো প্রশ্নই কমন পড়ে নি। তাই সাদা খাতা জমা দিয়ে এসেছি।
প্রথম বন্ধু: সর্বনাশ করেছিস। আমি ও তো সাদা খাতা জমা দিয়েছি। স্যার মনে করবে, আমি তোরটা নকল করেছি।
13) বল্টু তার শ্বশুরবাড়ি এসেছে
বল্টু তার শ্বশুরবাড়ি এসেছে।তার শালিকা তাকে ঠকানোর জন্য সরবতের নামে কাঁচের গ্লাসে গরুর প্রসাব খেতে দিয়েছে।তার পর কি ঘটেছে বাড়ি ফিরে তার বন্ধুদের কাছে গর্ব ভরে প্রকাশ করছে-
বল্টু-আমাকে ঠকাবে?আমি হাওড়ার তেরেকবাজ।এক ঢোক ,দুই ঢোক,তিন ঢোক খেয়েই বলে দিলাম এটা সরবত নয় গরুর মুত।
এক বন্ধু তখন বলে উঠলো:-গ্লাসে আর কিছু বাকি ছিল?
14) অফিসের বস মিটিংয়ে ব্যস্ত
অফিসের বস মিটিংয়ে ব্যস্ত অবস্থায় চাকর কে বলল চা দিতে। চাকর চা নিয়ে আসছে হটাৎ বস দেখল চাকর চায়ের ভিতরএকটা আঙ্গুল ডুবিয়ে রেখেছে। বস মহা ব্যাস্ততার ভিতর ভুলে গিয়ে চা খেয়ে নিল। পরে মনে হল চাকর তো চায়ের ভিতর আঙ্গুল দিয়ে রেখেছিল। বস ভীষণ রাগে চাকরকে ডাকল...
বসঃ তুই আমার চায়ের ভিতর আঙ্গুল দিয়ে রাখছিলি কেন?
চাকরঃ সার আঙ্গুলে ঘা হয়েছে তাই ডাক্তার বলেছে সবসময় গরম পানির ভিতর ডুবিয়ে রাখতে।
বস রেগে গিয়ে বলল আঙ্গুলটা তোর পাছার ভিতর দিয়ে রাখতে পারলি না…..?
চাকরঃ সার চায়ের আগে আঙ্গুলটা ওখানেই ছিল।
15) ব্যাপারটা কেমন দেখা যায় না ??
একদিন ক্লাসে টিচার প্রশ্ন করলঃ যারা নিজেকে বোকা ভাব তারা উঠে দাঁড়াও !! কেউই উঠে দাঁড়াল না। কিন্তু কিছুক্ষণ পর মুখে একটা শয়তানি হাসি নিয়ে উঠে দাড়াল ক্লাসের সবচেয়ে পাজি ছাত্র বল্টু !!
টিচারঃ ওওও . . .তাহলে তুই নিজেকে বোকা ভাবিস?
বল্টুঃ স্যার, ঠিক তা নয়,,আসলে আপনি একাই শুধু দাঁড়িয়ে আছেন, ব্যাপারটা কেমন দেখা যায় না ???