1) হাত মিলাও , আমি তোমার বোনের স্বামী....
বউ তার মাতাল স্বামীকে শোধরানোর জন্য কালো কাপড় পরে বাসার বাইরে দাড়িয়ে পরল.. . .
স্বামী : "তুমি কে.. ?? . .
বউ: "পেতনী.. . . . . . .
স্বামী : "হাত মিলাও , আমি তোমার বোনের স্বামী.... :
2) স্কুলে তোমার কেমন চলছে, খোকা?
বাবা: স্কুলে তোমার কেমন চলছে, খোকা? লেখাপড়া কেমন হচ্ছে?
ছেলে: আচ্ছা বাবা, মাঝে মধ্যেই তুমি এ কথা জিজ্ঞেস করো কেন? আমি কি কখনো জিজ্ঞেস করি, তোমার অফিস কেমন হচ্ছে? প্রমোশন পেতে কত দিন লাগবে?
3) কমিউনিটি সেন্টার
একটা কমিউনিটি সেন্টারের অনুষ্ঠানে ১০০ জন লোকের খাওয়ার আয়োজন করা হয়েছে। কিন্তু খাবার দিতে গিয়ে দেখা গেল প্রায় ২০০ জন লোক!! তখন অনুষ্ঠানের আয়োজক গিয়ে জিজ্ঞেস করলঃ আপনাদের মধ্যে বরপ ক্ষ কারা? ৩০-৪০ জন দাঁড়াল। এরপর তিনি জিজ্ঞেস করলেনঃ কন্যাপক্ষ কারা? আরও ৩০-৪০ জন দাঁড়িয়ে গেল। তারপর তিনি হাসিমুখে বললেনঃ ''দয়া করে আপনারা বেরিয়ে যান, কারন এটা আমার ছোট ভাইয়ের জন্মদিনের অনুষ্ঠান।''
4) পাশের বাড়ির লোকটা কত খারাপ,
স্ত্রী : দেখেছো, পাশের বাড়ির লোকটা কত খারাপ, সাইকেল এর জন্য বউ টা কে বিক্রি করে দিয়েছে!! তুমি আমার সাথে এরকম করবে না তো?
স্বামী : মাথা খারাপ ?গাড়ী ছাড়া দিমুই না ।
5) এক ব্যক্তি গ্রামের
এক ব্যক্তি গ্রামের সব সিগারেট খোর লোককে একত্র করলেন সিগারেটের অপকারিতা সর্ম্পকে বুঝানোর জন্য । প্রথমে তিনি একটি কাঁচের জারে সিগারেটের ধোঁয়া ঢুকালেন। তারপর ঐ জারে একটি পোকা ঢুকিয়েদিলেন। … কিছুক্ষণ পর পোকাটি মারা গেল। তারপর তিনি সবাইকে উদ্দেশ্য করে বললেন, এ থেকে আপনারা কি শিখলেন?
এক সিগারেট খোর লোক দাঁড়িয়ে বললো,এ থেকে আমরা শিখলাম, সিগারেট খেলে পেটের সব পোকামাকড় মারা যায
6) সপরিবারে দাওয়াত
মালিকঃ আমাদের দোকানে যে পচা ডিমগুলো ছিলো সেগুলো কে কিনলো??
কর্মচারীঃ লিয়াকত সাহেব।
মালিকঃ গত বছরের পাঁচ কেজি আটা?
কর্মচারীঃ লিয়াকত সাহেব।
মালিকঃ আর ঐ মেয়াদ শেষ হয়ে যাওয়া সেমাইগুলো?
কর্মচারীঃ লিয়াকত সাহেবই সব নিয়ে গেছেন।
এমন সময়মালিকের মুখকালো হয়ে গেল। কপাল দিয়ে ঘাম ছুটতে লাগলো।
কর্মচারী ভয় পেয়ে জিজ্ঞাস করল- হুজুর আপনার কি শরীর খারাপ লাগছে?
মালিকঃ না, লিয়াকত সাহেবের বাসায় আজ আমার সপরিবারে দাওয়াত আছে।
7) ধূমপান থেকে ১০ হাত দূরে থাকতে.
১ম জনঃ আরে এত লম্বা পাইপ দিলে ধুমপান করছেন।
২য় জনঃ ডাক্তার বলেছে, ধূমপান থেকে ১০ হাত দূরে থাকতে.
8) পরিস্কার পরিচ্ছন্নতা
চাকরীর ইন্টারভিউ চলছে
বস : আমরা কাউকে চাকরি দেওয়ার ক্ষেত্রে মাত্র দুইটা rule ফলো করি ।
প্রার্থী : কি কি স্যার?
বস : আমাদের ২য় rule হচ্ছে পরিস্কার
প্রার্থী : কি কি স্যার?
বস : আমাদের ২য় rule হচ্ছে পরিস্কার পরিচ্ছন্নতা । আপনি কি এখানে আসার আগে রুমের বাইরে রাখা ম্যাট এজুতোর তলা মুছে এসেছেন?
জ্বী স্যার”
বস : আমাদের ১ম rule হলো বিশ্বাসযোগ্যতা এবং আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাইরে কোন ম্যাট ছিলোই না !!! কাজেই আপনাকে বিশ্বাস করা যাচেছনা
9) যিনি মারা গেছেন, তিনি আমার অত্যন্ত আপনজন
আলোকচিত্র সাংবাদিক হরিপদ মহাসড়ক ধরে ছুটে যাচ্ছিলেন। হঠাৎ দেখলেন, পথিমধ্যে এক জায়গায় ভয়ানক দুর্ঘটনা ঘটেছে। জানা গেল, হতাহতের ঘটনাও ঘটেছে। করিৎকর্মা হরিপদ ভাবলেন, দুর্ঘটনাস্থল থেকে চটজলদি কিছু ছবি না তুললেই নয়।
ক্যামেরা হাতে এগিয়ে গেলেন তিনি। এদিকে লোকজন ভিড় করে দাঁড়িয়ে আছে। হরিপদ ছবি তুলবেন কি, ঘটনাস্থলের কাছাকাছি যাওয়াই দায়।
ফন্দি আঁটলেন হরিপদ। উঁচু গলায় বলতে শুরু করলেন, ‘দেখি ভাই, আমাকে একটু সামনে যেতে দেন। যিনি মারা গেছেন, তিনি আমার অত্যন্ত আপনজন…একটু সামনে যেতে দিন।’
হরিপদকে জায়গা করে দিল লোকজন। হরিপদ সামনে গিয়ে দেখলেন, দুটো ছাগল মরে পড়ে আছে!