বাংলা সুনির্বাচিত কৌতুক Bangla Selected Jokes

হাসলে নাকি আয়ু বাড়ে- তাই হাসুন, মন খুলে হাসুন, কারণ হাসলে হার্ট / হৃদয় / মন ভালো থাকে => আর মন ভালো- তো সবই ভালো।

অধিকাংশ জোকস অনলাইন থেকে সংগৃহীত- শুধুমাত্র আপনাদের আনন্দ বিধানের জন্যই এই প্রচেষ্টা, কাউকে ছোট বা হেয় করার উদ্দেশ্যে নয় ; তাই এ ব্যাপারে কারো কোন আপত্তি থাকলে এডমিনকে অবশ্যই জানাতে ভুলবেন না।

* * * Anupamasite-এ আপনাকে স্বাগতম। আপনার পছন্দমত যে কোন ধরনের লেখা বা কৌতুক পোস্ট করতে পারেন।   মানসম্মত লেখা নামসহ সাইটে স্থায়ীভাবে পাবলিশ করা হয় । ধন্যবাদ * * *

*
61) বাবার কাছে বিয়ের প্রস্তাব

প্রেমিকঃ তোমার বাবার কাছে আমাদের বিয়ের প্রস্তাব রেখেছো?
প্রেমিকাঃ হ্যাঁ।
প্রেমিকঃ তোমার বাবা কি বললেন?
প্রেমিকাঃ তিনি জানতে চাইলেন, তোমার ব্যাঙ্কে কত টাকা আছে।
প্রেমিকঃ কি বললে?
প্রেমিকাঃ যা সত্যি তাই বললাম,দু লাখ।
প্রেমিকঃ তোমার বাবা কি বললেন?
প্রেমিকাঃ তিনি টাকাটা ধার চাইলেন।


62) তোমার জন্য গোলাপ এনেছি

- এই নাও তোমার জন্য গোলাপ এনেছি ।
- ওমা তুমি টাকা খরচ করতে শিখলে কবে ?
- টাকা খরচ করেছি মানে , ওটাতো আমার বাবাই কাল মাকে এনে দিয়েছিল ।


63) প্লাস্টিকের ফুল

প্রেমিকাঃ তুমি আমার জন্য তাজা ফুল না এনে প্লাস্টিকের ফুল কেন এনেছ ???
প্রেমিকঃ তাজা ফুল বেশি সময় তাজা থাকে না |
তোমার জন্য নিচে অপেক্ষা করতে করতেই ওই ফুল শুকিয়ে যায় |


64) পরীক্ষার তারিখটা একটু পিছানো যায় না ?

প্রেমিকাঃ তুমি কি আমায় ভালোবাস?
প্রেমিকঃ বিশ্বাস না হলে পরীক্ষা করো?
প্রেমিকাঃ ধরো তোমার সার্টের পকেটে মাত্র বিশ টাকা আছে, তা থেকে আমি পনের টাকা চাইলাম, তুমি দিতে পারবে?
জরুরী টাকাটায় প্রেমিকার চোখ পড়েছে দেখে,
বিব্রত প্রেমিক নিজেকে সামলে নিয়ে বললো, কেনো পারবোনা, একশবার পারবো | তবে পরীক্ষার তারিখটা একটু পিছানো যায় না ?


65) কিন্তু আমি দেখতে সুদর্শন!

প্রেমিকা: তুমি ১ নম্বর বেকুব।
প্রেমিক: কিন্তু আমি দেখতে সুদর্শন।
প্রেমিকা: কে বলেছে তোমাকে এ কথা?
প্রেমিক: কেন? তুমি বলেছ!
প্রেমিকা: আমি বলেছি, আর তুমি আমার কথা বিশ্বাস করেছ?
প্রেমিক: হুঁ, করেছি।
প্রেমিকা: উফ্! তুমি আসলেই ১ নম্বর বেকুব।
প্রেমিক: কিন্তু আমি দেখতে সুদর্শন!


66) আমার সব কিছু শেয়ার করতে চাই

অপু বলছে তার প্রেমিকাকে, ‘প্রেয়সী আমার, তোমার সঙ্গে আমি আমার সব কথা শেয়ার করতে চাই। আমার সুখ, দুঃখ, হাসি, কান্না…সব সবকিছু!’
প্রেমিকা: শুরুটা তাহলে তোমার এটিএম কার্ডের পাসওয়ার্ড দিয়েই হোক।


67) এত দিন পর এ কথা বলছ কেন?

প্রেমিক-প্রেমিকার কথোপকথন--
প্রেমিক: আমি মনে হয় তোমাকে বিয়েটা করতে পারব না।
প্রেমিকা: এত দিন পর এ কথা বলছ কেন? কেন, কী হয়েছে বলো তো শুনি?
প্রেমিক: না, তেমন কিছু না। আমার বাসায় কেউ মেনে নেবে না।
প্রেমিকা: তা তোমার বাসায় কে কে আছেন?
প্রেমিক: আমার এক স্ত্রী আর দুই সন্তান।


68) ঘুমিয়ে আছো তো স্বপ্ন পাঠাও

প্রেমিকা তার প্রেমিক বল্টুকে রাতে মেসেজ পাঠাচ্ছে-
- ঘুমিয়ে আছো তো স্বপ্ন পাঠাও
-জেগে আছো তো ভাবনা পাঠাও
- যদি কাঁধছো তো চোখের জল পাঠাও
*
*
বল্টু: জানু- পায়খানা করতাছি-
কিতা পাঠাইতাম ????



* * * এসংক্রান্ত আরও মজার কৌতুক =>> * * *


* * * Anupamasite-এ আপনাকে স্বাগতম। আপনার পছন্দমত যে কোন ধরনের লেখা পোস্ট করতে এখানে ক্লিক করুন।   আপনাদের পোস্ট করা লেখাগুলো এই লিংকে আছে, দেখতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ * * *

জ্ঞানই শক্তি ! তাই- আগে নিজে জানুন , শেয়ার করে প্রচারের মাধ্যমে অন্যকেও জানতে সাহায্য করুন।