বাংলা সুনির্বাচিত কৌতুক Bangla Selected Jokes

হাসলে নাকি আয়ু বাড়ে- তাই হাসুন, মন খুলে হাসুন, কারণ হাসলে হার্ট / হৃদয় / মন ভালো থাকে => আর মন ভালো- তো সবই ভালো।

অধিকাংশ জোকস অনলাইন থেকে সংগৃহীত- শুধুমাত্র আপনাদের আনন্দ বিধানের জন্যই এই প্রচেষ্টা, কাউকে ছোট বা হেয় করার উদ্দেশ্যে নয় ; তাই এ ব্যাপারে কারো কোন আপত্তি থাকলে এডমিনকে অবশ্যই জানাতে ভুলবেন না।

* * * Anupamasite-এ আপনাকে স্বাগতম। আপনার পছন্দমত যে কোন ধরনের লেখা বা কৌতুক পোস্ট করতে পারেন।   মানসম্মত লেখা নামসহ সাইটে স্থায়ীভাবে পাবলিশ করা হয় । ধন্যবাদ * * *

*
5) আমাকে ধোঁকা দিতে পারেন না।!!

বড় কর্তার সেক্রেটারির সঙ্গে বড় কর্তার স্ত্রীর কথা হচ্ছে—
সেক্রেটারি: ম্যাডাম, কয়েক দিন ধরে আপনাকে বেশ উদাস দেখা যাচ্ছে। কোনো সমস্যা হয়েছে নাকি!
বড় কর্তার স্ত্রী: আর বোলো না। শুনেছি তোমার বস অফিসের এক নতুন কর্মচারীর প্রেমে পড়েছে।
সেক্রেটারি: বলেন কী ম্যাডাম! এটা কিছুতেই হতে পারে না। স্যার কিছুতেই আমাকে ধোঁকা দিতে পারেন না।!!


23) বাল

বল্টুর একটা মুদ্রাদোষ আছে। বল্টু যে কোন কথা বলার শেষে বলে বাল।
যেমনঃ ওর মা বলছে...
মাঃ কিরে বল্টু ভাত খাবি না?
বল্টুঃ ভাত খাবো না বাল। সেই বল্টু SSC পরীক্ষা দিবে। স্কুলের স্যার'রা বার বার বলে দিলো পরীক্ষার খাতাই যেন লেখার শেষে বাল না লিখে। বল্টুর আজ বাংলা পরীক্ষা। তো পরীক্ষা শেষ হতে আর মাত্র দুই মিনিট সময় আছে। বল্টু খাতা রিভিশন দিতে গিয়ে দেখে প্রত্যেক লাইনের শেষে বাল লেখা। বল্টুতো অবাক এখন কি করে, বাল লেখাটা যে কেটে দিবে তার সময়ও নেই। তবুও কিছু বাল লেখা কেটে দিলো। হঠাৎ করে বল্টুর মাথায় একটা বুদ্ধি আসল। খাতার শেষের পাতায় বড় করে লিখে দিলো। স্যার মহোদয়, সময়ের অভাবে সব বাল কাটতে পারলাম না। বাকী কয়টা আপনি কেটে নিবেন।


24) তোমাকে একটা kiss করি?

বল্টু: - তোমাকে একটা kiss করি?
মেয়ে: - না!
বল্টু: - শুধু একটা kiss করবো?
মেয়ে: -বললামতো না!
বল্টু: - pls একটা kiss করবো?
মেয়ে: - এই শালা
আমি কি তোর স্যার??যে অনুমতি নিতে হবে!জোর করে করতে পারিসনা।


25) ভবিষ্যতে কে কি হতে চায়

শিক্ষক ছাত্র-ছাত্রীদের বলছেন ভবিষ্যতে কে কি হতে চায়
রানা; আমি পাইলট হতে চাই।
সুমিত; আমি ডাক্তার হতে চাই।
দীপা; আমি একজন ভালো মা হতে চাই।
সুমন; আমি দীপাকে সাহায্য করতে চাই।


26) স্ত্রী : ওগো শুনছো ? আমার ৩ মাস হয়েছে ।

স্বামী : মানে ?
স্ত্রী : আমার ৩ মাস হয়েছে মানে,আমি গর্ভবতী ।
স্বামী : খুব খুশি ।যখন তখন মুচকিমুচকি হাসছে ।
স্ত্রী : ওগো একথা এখন কাউকে বলবে না ।কয়েদিন পর বলবে ।
স্বামী : আচ্ছা ।ঠিক আছে ।
:
:
তারপরের দিন বিদ্যুৎ অফিস থেকে ফোন আসল ।
অফিসার : ম্যাডাম আপনার ৩ মাস হয়েছে ।
স্ত্রী : আপনি কি করে জানেন ?
অফিসার : আমাদের এখানকার সবাই জানে ।আমারা সব জানি ।আপনার স্বামীকে বলবেন ।
স্ত্রী : ওগো শুনছো বিদ্যুৎ অফিসের লোকেরা সব জেনে গেছে ।আমাকে খারাপ কথা বলেছে ।
স্বামী : রেগে বিদ্যুৎ অফিসে গেল এবং বলল, কি হয়েছে ?
অফিসার : আপনার ৩ মাসের ফাইন দেন ।
স্বামি : দিবো না ।কি করবেন দেখি ?
অফিসার : তাহলে আপনারটা কেটে দিব ।
স্বামী : তাহলে আমার কি হবে ?
অফিসার : কি আর হবে মোমবাতি ব্যবহার করবেন ।


27) স্বামী স্ত্রী রাতে বিছানায় শুয়ে আছে...

স্ত্রী : জান এমন কিছু করো যাতে আমি প্রচণ্ড ঘেমে উত্তেজিত হয়ে পড়ি।
স্বামী : উঠে গিয়ে, ফ্যানের সুইচ অফ করে দিলো...


28) এটা আমার রুলস

এক নব দম্পতির বিয়ের রাতে জামাই বৌকে বলছে, ‘আমি বাসায় আমার যখন ইচ্ছা, যেকোন সময়, যত রাত করেই হোক আসব, আর তুমি এ নিয়ে কোন সমস্যা করতে পারবে না। আর আমি যখনই বাসায় আসি টেবিলে খাবার রেডী দেখতে চাই। আর আমি ছুটির দিনে, মাছ ধরতে, বন্ধুদের সাথে আড্ডা দিতে, তাস খেলতে গিয়ে যতক্ষন ইচ্ছা থাকব, রাতে নাইট ক্লাবে যাব…তুমি কিছুই বলতে পারবে না। এগুলো আমার রুলস। কোন কমেন্ট?’
‘আমার এতে কোন আপত্তি নেই, কিন্তু মনে রাখবে, তুমি বাসায় থাক বা না থাক বাসায় প্রতি সন্ধ্যা সাতটায় আমার সেক্স চলবে…এটা আমার রুলস।’ বউয়ের জবাব।

* * * এসংক্রান্ত আরও মজার কৌতুক =>> * * *


* * * Anupamasite-এ আপনাকে স্বাগতম। আপনার পছন্দমত যে কোন ধরনের লেখা পোস্ট করতে এখানে ক্লিক করুন।   আপনাদের পোস্ট করা লেখাগুলো এই লিংকে আছে, দেখতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ * * *

জ্ঞানই শক্তি ! তাই- আগে নিজে জানুন , শেয়ার করে প্রচারের মাধ্যমে অন্যকেও জানতে সাহায্য করুন।