29) চোর সম্পর্কে একটা উদাহরণ
শিক্ষক: চোর সম্পর্কে একটা ভালো উদাহরণ দিতে পারবে?
ছাত্র: চোর পালালে বুদ্ধি বাড়ে। অতএব নিজের বুদ্ধি বাড়ানোর জন্য চোরকে সবসময় পালাতে দিতে হবে।
30) সবচেয়ে হাসিখুশি প্রাণী
ক্লাস ওয়ানের বল্টুকে শিক্ষকের প্রশ্ন,
শিক্ষকঃ বলতো বল্টু সবচেয়ে হাসিখুশি প্রাণী কোনটি?
বল্টুঃ হাতি স্যার!
শিক্ষকঃ কেন?
বল্টুঃ দেখেন না স্যার, হাতি খুশিতে সব সময় তার দাত বের করে রাখে
31) যারা একেবারে গাধা
শিক্ষক: যারা একেবারে গাধা বা নির্বোধ তারা ছাড়া সবাই বসে পড়ো। (সকল ছাত্র বসলেও একজন দাড়িয়ে আছে)
শিক্ষক: কিরে, তুই গাধা নাকি নির্বোধ?
ছাত্র: না স্যার, আপনি একা দাড়িয়ে আছেন এটা ভাল দেখাচ্ছেনা, তাই...
32) মোরগের ডিম
শিক্ষকঃ আচ্ছা সুমন বল তো একটা মোরগের ডিম টিনের চালে রাখা হল তখন কী হবে? সুমনঃ যে দিকে ঢালু ডিমটা সেদিকে গড়িয়ে পড়বে মাটিতে।
শিক্ষকঃ গুড।
এ সময় ক্লাসের আরিফ হাত তুলল।
শিক্ষকঃ তুমি কী বলতে চাও?
আরিফঃ স্যার, ডিমটা পড়বে না, শূণ্যে ভেসে থাকবে।
শিক্ষকঃ মানে?
আরিফঃ এটা মোরগের পাড়া ম্যাজিক ডিম তো, তাই।
33) কি রে মন খারাপ
শিক্ষক : কি রে মন খারাপ কেনো?
ছাত্র : কৈ না তো সার
শিক্ষক : আরে লজ্জা পাস না, বন্ধু ভেবে বলে ফেল-
ছাত্র : আর বলিস না দোস্ত, তোর মেয়ে আমাকে আর আগের মতো ভালবাসে না !!!
.
.
শিক্ষক বেহুশ
34) স্যার স্যার....মুতব
শিক্ষক ক্লাশে পড়াচ্ছেন...এক ছাত্র হঠাৎ দাড়িয়ে বলল..
ছাত্র : স্যার স্যার....মুতব!
স্যার : যা,তাড়াতাড়ি আসবি...যত্তসব।
একটু পর আবার অন্য একজন ছাত্র দাড়িয়ে বলল...
ছাত্র : স্যার..... মুতব!!
স্যার রেগে গিয়ে :এই, তোদের মুখ দিয়ে কি প্রসাব বের হয় না?'
ছাত্র : না স্যার,আপনার বের হয় ?'
35) কে কি হতে চায় ভবিষ্যতে
শিক্ষক ছাত্র-ছাত্রীদের ¬ বলছেন কে কি হতে চায় ভবিষ্যতে-
রানা : আমি পাইলট হতে চাই।
সুমিত : আমি ডাক্তার হতে চাই।
লিজা : আমি একজন ভালো মা হতে চাই।
রোকন : আমি লিজাকে সাহায্য করতে চাই।!
36) Dialog বলব Sir
শিক্ষক ও ছাত্রের কথোপকথন
শিক্ষক : তুমি কি বলবে Dialog নাকি Paragraph?
ছাত্র : Dialog বলব Sir.
শিক্ষক : ঠিক আছে বলো।
ছাত্র : শালা মারব এখানে লাশ পড়বে শ্মশানে !!
শিক্ষক : কি!
ছাত্র : আমি তোর বাপ ফাটাকেষ্ট!
37) কিভাবে আগুন জ্বালাবে??
Sir : যদি এমন একটা সময় আসে আগুন জ্বালানোর কিছুই না পাওয়া যায় তখন কিভাবে আগুন জ্বালাবে??
বল্টু : স্যার এটাতো খুব সহজ !
Sir : কিভাবে!!?
বল্টু : স্যার চুলার মধ্যে রবি সিম দিয়া
বলব জলে উঠো আপন শক্তিতে!
38) আসলে স্যার আপনি যা ভাবছেন তা না !!
শিক্ষক : কিরে কাল না তোর পরীক্ষা। এখনো ঘোরাঘুরি করস কেন ?
ছাত্র : হ্যাঁ স্যার!!! কিন্তু একটা সমস্যা
শিক্ষক: কি সমস্যা বল???
ছাত্র : স্যার আমার বাল কেটে লাল করে দেন !!!
শিক্ষক: কি!!!! হারামজাদা রাখ তোর বাপের কাছে বলতেছি।
ছাত্র : আসলে স্যার আপনি যা ভাবছেন তা না !!
শিক্ষক: কি তাহলে??? আমার সাথে ইয়ার্কি!!
ছাত্র : না স্যার.।আমার নাম করিম লাল।
কিন্তু admit এ ভুল করে করিম বাল লিখছেন।
তাই বলছিলাম যদি বাল কেটে লাল করে দিতেন !!!!