16) এবার আপনার পালা!
আস্ত মুরগির ফ্রাইটা মাত্র আয়েশ করে খেতে বসেছেন জলিল মিঞা, এমন সময় রেস্টুরেন্টের এক কর্মচারী এসে হাজির। বিনীত ভঙ্গিতে বললেন কর্মচারী, ‘স্যার, কিছু মনে করবেন না। ওই টেবিলে যে বিশালদেহী লোকটাকে দেখছেন, সে আমাদের নিয়মিত কাস্টমার। প্রতিদিন এসে মুরগির ফ্রাই খায়। আজ আমাদের এখানে একটাই ফ্রাই অবশিষ্ট ছিল, সেটা আপনাকে দেওয়া হয়েছে। এখন মুরগির ফ্রাই না পেয়ে ভীষণ খেপেছেন তিনি। যদি কিছু মনে না করেন, আপনার ফ্রাইটা ওনাকে দিই, আপনি অন্য কিছু খান।’
রেস্টুরেন্টের কর্মচারীকে পাত্তাই দিলেন না জলিল। বললেন, ‘ধুত্তোরি, তোমার বিশালদেহীকে অন্য কিছু খেতে বলোগে, যাও।’
কিছুক্ষণ পর হাতা গোটাতে গোটাতে উঠে এল বিশালদেহী। বলল, ‘আমার মুরগি আমাকে দিয়ে দিন। নইলে…’
জলিল: নইলে কী করবেন, শুনি?
বিশালদেহী: আপনি মুরগিটার সাথে যা করবেন, আমিও আপনার সাথে তা-ই করব। আপনি যখন ওর রানটা ছিঁড়বেন, আমিও আপনার রান ছিঁড়ে নেব। আপনি যখন ওর ঘাড়ে কামড় বসাবেন, আমিও আপনার ঘাড়ে কামড় বসাব….!’
জলিল একটুও ঘাবড়ালেন না। ফ্রাই করা মুরগিটার পায়ে আলতো করে চুমু খেয়ে নিজের একটা পা বাড়িয়ে দিয়ে বললেন, ‘এবার আপনার পালা!’
17) ২ মিনিটের জন্য প্রধানমন্ত্রী
আবুল এক জায়গায় ইন্টারর্ভিউ দিতে গিয়েছে তাকে জিজ্ঞেস করা হলঃ “যদি আপনাকে ২ মিনিটের জন্য প্রধানমন্ত্রী করা হয়... তাহলে কি করবে?
আবুলঃ “ম্যাগি নুডলস রান্না করবো”
ইন্টারভিউয়ারঃ “কেন!!!?”
আবুলঃ “২ মিনিটে তো শুধু ম্যাগি নুডলসই বানান যায়”
ইন্টারভিউয়ারঃ “ আচ্ছা আচ্ছা। আর যদি ৫ বছরের জন্য প্রধানমন্ত্রী করা হয়....তখন??”
আবুলঃ “আমি হব না ৫ বছরের জন্য প্রধানমন্ত্রী”
ইন্টারভিউয়ারঃ “কেন!!!?”
আবুলঃ “এত ম্যাগি নুডলস কে খাবে!!?!”।
18) একটা ভিক্ষুক ভিক্ষা করে
একটা ভিক্ষুক ভিক্ষা করে ৫০ টাকা আয়করেই চলেগেল 5 star হোটেলে। খাওয়া দাওয়ার পর বিল হল ৪৫১০ টাকা। ফকিরের কাছে অত টাকা না থাকায় ম্যানেজার তাকে পুলিশে দিল। ফকির পুলিশকে ৫০ টাকা ঘুষ দিয়ে বেরহয়ে আসল।
19) এতক্ষণ কী করতাছিলাম?
ফুটপাতে এক বেকারকে শুয়ে থাকতে দেখে এক লোক বলল,"ঐ ব্যাটা আরামে ঘুমায় আছস, কাম করতে পারছ না? বেকার: কাম কইরা কী করমু?
লোক: কাম করলে টাকা কামাইতে পারবি|
বেকার: টাকা কামাইয়া কী করমু?
লোক: টাকা কামাইলে বাড়ি-গাড়ি হইব|
বেকার: বাড়ি- গাড়ি দিয়া কী করমু?
লোক: আরামে ঘুমাইতে পারবি|
বেকার: তো আমি এতক্ষণ কী করতাছিলাম?
20) ২ জন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট পরীক্ষার হলে
২ জন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট পরীক্ষার হলে কথা বলতেছে-
স্টুডেন্ট ১ : আজ কি পরীক্ষা রে???
স্টুডেন্ট ২ : ম্যাথ পরীক্ষা.
স্টুডেন্ট ১ : সালা, এর মানে কি??? তুই পড়ে আসছস???
স্টুডেন্ট 2 :আরে না yaar, দেখতেছস না ঐ মেয়েটি আজ ক্যালকুলেটর নিয়ে এসেছে!!!!!!!
21) আমরা সুর্যে যামু
একবার গ্রামের দুই জন অশিক্ষিত লোক মহাকাশ ভ্রমন নিয়া কথা বলছে।
১ম জন: আম্রিকানরা চান্দে গেছে।
২য় জন: তো কী হইসে? আমরা সুর্যে যামু ।
১ম জন: সম্ভব না । সুর্যের ১৩ মিলিয়ন মাইলের মধ্যে আইলে রকেট গইলা যাইবো।
২য় জন (মাথা চুলকায়া): ঠিক আছে । রাইতে শিডিউল ফেললে রকেটের কিছু হইবো না।
22) চাঁদে প্রথম পা রেখেছিল কে?
শিক্ষকঃ বল্টু বল্ তো চাঁদে প্রথম পা রেখেছিল কে?
বল্টুঃ স্যার, নীল আর্মস্ট্রং।
শিক্ষকঃ জানতাম এটা পারবি,সবাই জানে এটা , আচ্ছা এবার বলতো দ্বিতীয় পা রেখেছিল কে?
বল্টুঃ স্যার , আর্মস্ট্রং তো আর ল্যাংরা আছিল না, হেতেই রাখছে....
23) আব্বা আম্মা কি জানে..... ????
বাসর রাতে এক লাজুক বর তার wife কে লজ্জায় কিছু বলতে পারছে না...... এইভাবে ৪০-৪৫ মিনিট জাওয়া র পর বর দেখল এখন কিছু না বললেই নয় তাই সে অনেক সাহস নিয়ে ধিরে ধিরে বউ কে বলল..... তুমি জে আজ রাতে আমার সাথে থাকবা তুমার আব্বা আম্মা কি জানে..... ????