89 ) ফেবু সংসার
ফেসবুকীও ভাষায় সংসারে একদিন অফিস থেকে ফিরেই রহমান সাহেব তাঁর স্ত্রীকে বললেন,
স্বামী: হ্যালো ডিয়ার, ঘরে logged in হইলাম, কেমন আছ?
স্ত্রী: তুমি কি বাজার করে আনোনি?
স্বামী: দুঃখিত বউ, বিষয়টি মাথায় tag করতে মনে ছিল না।
স্ত্রী: তোমার যে আমার জন্য নতুন একটা শাড়ি download করার কথা ছিল, সেটাও কি ভুলে গেছ?
স্বামী: দোকানে গিয়েছিলাম কিন্তু কোনো শাড়িতেই like দিতে পারিনি।
স্ত্রী: তাহলে ক্রেডিট কার্ডটা দাও, আমিই কেনাকাটা করে নেব।
স্বামী: কিন্তু আমি তো privacy settings-এ share-এর option টা block করে রেখেছি। কীভাবে তোমাকে দিই?
স্ত্রী: তোমাকে আমার বিয়ে করাটাই উচিত হয়নি। কী পেলাম তোমাকে বিয়ে করে?
স্বামী: not found? তাহলে try again!
স্ত্রী: তোমার কাছে আমার কি কোনোই মূল্য নেই।
স্বামী: অবশ্যই আছে, সেটা আমি বাইরে বলে বেড়াই না, আমার inbox-এ ঢুকলেই বুঝতে পারতে।
স্ত্রী: এভাবে চলতে থাকলে আমি কিন্তু বাপের বাড়ি চলে যাব বলে দিচ্ছি।
স্বামী: comment করার সাহস হচ্ছে না।
স্ত্রী: আমি চলে গেলে তুমি একা থাকতে পারবে? কোনো কষ্ট পাবে না?
স্বামী: অবশ্যই, দুজনে তখন chat করতে পারব, খুব মজা হবে।
স্ত্রী: কী বললে? আর তোমাকে কিন্তু একবিন্দুও সহ্য করতে পারছি না!
স্বামী: তাহলে block করে দাও।
স্ত্রী: না, এভাবে কথা চালানো যায় না, অসম্ভব।
স্বামী: তাহলে log out করে দাও
90 ) সেজন্যইতো বাবা আমাকে...!!!
মা দেখলো ছেলে গাল চেপে ধরে কাঁদছে।
বলল - কিরে কাঁদিস কেন?
ছেলে- বাবা দেয়ালে পেরেক মারতে গিয়ে আঙুলে ব্যাথা পেয়েছে।
মা- তো এতে কাদার কি আছে? বাবা বড় মানুষ না, এটুকু ব্যাথায় তার কিছু হয়?
ছেলে- আমিতো প্রথমে হেসেইছিলাম... সেজন্যইতো বাবা আমাকে...!!!
91) জীবনে প্রথম জেব্রাকে দেখে এক ঘোড়া প্রশ্ন করল
জীবনে প্রথম জেব্রাকে দেখে এক ঘোড়া প্রশ্ন করল আরেক ঘোড়াকে, ‘ওটা আবার কে?’ ওটাও ঘোড়া। জেলখানায় ছিল নিশ্চয়ই। মনে হয় পালিয়েছে, তবে পোশাক পাল্টানোর সময় পায়নি এখনো।’
92 ) তবুও তোমাকে পেতনীর মত লাগতাছে।
(১৭৬) ছেলেঃ তুমি খুব সুন্দর একটা শাড়ি পড়েছ।
মেয়েঃ জি ধন্যবাদ।
ছেলেঃ লিপস্টিক এবং মেকআপও অনেক ভাল করেছ।
মেয়েঃ জি ধন্যবাদ।
ছেলেঃ অনেক জমকালো গয়নাও পড়েছ সুন্দর করে
মেয়েঃ (একটু ভাব নিয়ে) ধন্যবাদ ভাইয়া।
ছেলেঃ তবুও তোমাকে পেতনীর মত লাগতাছে।
93 ) পাছায় একটা চুমো দিও
জলিল রাস্তা দিয়ে হেটে যাচ্ছে। এক পিচ্চি তাকে প্রশ্ন করল," কয়টা বাজে?"
- পৌনে তিনটা.
- তিনটা বাজলে আমার পাছায় একটা চুমো দিও। এই কথা বলেইপিচ্চি দিয়েছে দৌড়।
জলিল ভাইয়ে রেগে গিয়ে তার পিছে পিছে দৌড়াচ্ছে। পথে শাকিব খানের সাথে ধাক্কা খেল।
শাকিব খান - কিরে দোস্ত, দৌড়াস কেন ??
- আরে হালার পিচ্চি কয় তিনটা বাজলে ওর পাছায় চুমু খেতে...
- এই জন্য দৌড়াচ্ছিস!! শাকিব খান
- এত তাড়াহুড়া কিসের শুনি?? তিনটা বাজতে এখনো দশ মিনিট বাকি
94) রাতে ভালো ঘুম হয়েছে তো?
হোটেল ম্যানেজার >> স্যার, রাতে ভালো ঘুম হয়েছে তো?
বল্টু >> খুব! আপনার হোটেলের মশা এমন শক্তিশালী যে আমাকে প্রায় উড়িয়ে নিয়ে যাচ্ছিল ভাগ্যিস খাটে ছারপোকা ছিল। ওরা আমাকে টেনে ধরে না রাখলে সকালে আমাকে হয়তো অন্য কোথাও পেতেন!
95 ) ঈদের কেনাকাটা
বিচারক : আপনার অপরাধ?
অভিযুক্ত ব্যক্তি : আমি আমার ঈদের কেনাকাটা একটু আগেভাগে সেরে ফেলতে চেয়েছিলাম।
বিচারক : কতখানি আগে?
অভিযুক্ত ব্যক্তি : দোকান খোলার আগে স্যার!
96 ) আজকে কি ঈদ?
পল্টু: মা মা, আজকে কি ঈদ?
মা: না তো, কেন বাবা?
পল্টু : তাহলে যে ছাদের ওপর বাবাকে খালামনির সঙ্গে কোলাকুলি করতে দেখলাম!