1) এক কিপ্টে লোক গেছে ডাক্তার এর কাছে-
এক কিপ্টে লোক ডাক্তার এর কাছে গেল ইউরিন টেস্টের জন্য | টেস্ট শেষ করে সে তার ইউরিনের বোতল তা সাথে নিয়ে বাসাইয় চলে এল, তখন তার স্ত্রী এইটা দেখে অবাক হয়ে বলল, সে কি? তুমি এইটা নিয়ে এলে কেন??? লোকের জবাব, ডাক্তার বলেছে আমার ইউরিনে নাকি সুগার আছে, এখন চিনির যে দাম, তাই এইটা সাথে করে নিয়ে এলাম |
2) মৃত্যু শয্যায়ে এক কিপটা লোক
মৃত্যু শয্যায় এক কিপটা লোক
কিপটা লোকঃ আমার স্ত্রী কই ?
স্ত্রীঃ ওগো, আমি তোমার পাশেই আছি ।
কিপটা লোকঃ আমার ছেলে মেয়েরা কই ??
ছেলেমেয়েরাঃ এই যে বাবা, আমরা তোমরা পাশেই আছি ।
কিপটা লোকঃ সবাই ত এইহানে । তাইলে পাশের রুমের ফ্যানডা ঘুরতাছে কেরে?
3) এক হাঁড়কিপ্টে লোকের ঘরে মেহমান এল
এক হাঁড়কিপ্টে লোকের ঘরে মেহমান এল,
কিপটে : কি খাবেন?? ঠান্ডা না গরম??
মেহমান : ঠান্ডা ।
কিপটে : পেপসি নাকি রুহ আফজা??
মেহমান : পেপসি ।
কিপটে : গ্লাসে খাবেন নাকি বোতলে??
মেহমান : গ্লাসে ।
কিপটে : নরমাল গ্লাসে না ডিজাইন ওয়ালা গ্লাসে??
মেহমান : ডিজাইন ওয়ালা গ্লাসে ।
কিপটে : কি ডিজাইন ফুলের নাকি ফলের??
মেহমান : ফুলের ডিজাইন ।
কিপটে : কি ফুল, গোলাপ না বেলি?
মেহমান : গোলাপ ফুলওয়ালা ।
কিপটে : বড় বড় গোলাপ ফুলওয়ালা নাকি ছোট ছোট গোলাপওয়ালা?
মেহমান : ছোট ছোট ।
কিপটে : সরি আপনাকে তাহলে আমি আর পেপসি খাওয়াতে পারলাম না....কারন আমার ঘরে ছোট ছোট গোলাপের ডিজাইন ওয়ালা কোন গ্লাস নেই !!!!!
বাড়িতে আসার জন্য ধন্যবাদ !!!!! আবার আসবেন !!!!
4) মফিজ গেছে সর্ট প্যান্ট
মফিজ গেছে সর্ট প্যান্ট কিনতে
মফিজঃ সর্ট প্যান্ট দেখানতো?
দোকানদারঃ এই লন এটা ৫০ টাকা
মফিজঃ আরেকটু কম দামি নাই?
দোকানদারঃ এই লন এটা ২০ টাকা
মফিজঃ আরেকটু কম দামি দেন? ॥
দোকানদারঃ ভাই আপনার সর্ট প্যান্ট কিনা লাগবো না আপনি ৫ টাকা দিয়া একটা রুমান কিনে নিয়া যান ঐটা দিয়া কাম চালাইয়েন
5) পাঁচ টাকার হেয়ারিং এইড
জয়নাল সাহেব কানে কম শোনেন। হেয়ারিং এইড কিনতে তিনি গেলেন দোকানে।
জয়নাল: ভাই, হেয়ারিং এইডের দাম কত?
দোকানদার: পাঁচ টাকা দামের আছে, পাঁচ হাজার টাকা দামেরও আছে।
জয়নাল: আমাকে পাঁচ টাকারটাই দেখান।
দোকানদার জয়নালের কানে একটা প্লাস্টিকের খেলনা হেয়ারিং এইড গুঁজে দিলেন। জয়নাল আশ্চর্য হয়ে বললেন, এটার ভেতর তো কোনো যন্ত্রপাতিই নেই। এটা কাজ করে কীভাবে?
দোকানদার: সত্যি বলতে, এটা কোনো কাজ করে না। তবে আপনার কানে এই জিনিস দেখলে লোকজন এমনিতেই আপনার সঙ্গে প্রয়োজনের চেয়ে উঁচু গলায় কথা বলবে!
6) খামাখাই দুটো টিকিট কিনেছিলাম
কৃপণ এক লোক লটারিতে গাড়ি পেয়ে গেল। বন্ধুরা ছুটে এলো তাকে অভিনন্দন জানাতে, কিন্তু সে মুখ গোমড়া করে বসে রইল।
বন্ধুরাঃ কী ব্যাপার, লটারিতে গাড়ি পেয়েও তুমি মনমরা হয়ে বসে আছ কেন?
কৃপণ লোকঃ একটা বোকামি করে ফেলেছি, খামাখাই দুটো টিকিট কিনেছিলাম। একটা কিনলেই তো হতো।
7) ওরা তো খুব কঞ্জুস!
স্বামী: পাশের ভাড়াটিয়ার কাছ থেকে একটু চিনি নিয়ে এসোতো?
স্ত্রী: ওরা আমাদের চিনি দেবেনা।
স্বামী: ওরা তো খুব কঞ্জুস!
স্ত্রী: ওদের কিপ্টেমির কথা আর বোলো না।
স্বামী: তাহলে আর কী করা;
আমাদের আলমারি থেকেই চিনি বের করে চা করে নিয়ে এসো, যাও