64 ) ডিমোশন
আবুলের ছেলে ৪র্থ শ্রেণীতে ফেল করায় তাকে ৩য় শ্রেণীতে ডিমোশন দেয়া হল! ৩য় শ্রেণীতেও সে ফেল করলো! তাকে২য় শ্রেণীতে ডিমোশন দেয়া হল! ছেলের এই অবস্থা দেখে আবুল তার বউকে বলল বউ রেডি থাকো, পোলা কিন্তু আবার জায়গা মত ফিরা আইতাছে !!!
65) তেলাপোকা
২ টা তেলাপোকা হসপিটালে আই.সি.ইউ- তে ভর্তি হল.
১ম তেলাপোকা : তোকে কে মারছে রে???
২য় তেলাপোকা : আরে কেউ মারে নাই .
হোস্টেলে মেয়েরা আমায় দেখে এত জোরে চিল্লানি দিছিল যে আমার হার্ট এ্যাটাক হইয়া গেছে!!!
66) তিন পিঁপড়া, একটা হাতি
একবার গভীর বনে তিন পিঁপড়া বসে আড্ডা দিচ্ছিল । এই সময় তাদের সামনে দিয়ে একটা হাতি হেঁটে যাচ্ছে । প্রথম পিঁপড়াঃ চল, শালারে মেরে গুম করে ফেলি!
দ্বিতীয় পিঁপড়াঃ আরে থাক, মেরে ফেলার দরকার নেই ! এর চেয়ে চল মেরে হাত পা ভেঙ্গে দেই !
তৃতীয় পিঁপড়াঃ আরে থাক থাক ! মাফ কইরা দে ! আমরা তিনজন, আর বেচারা একলা !
67) একেবারে স্বপ্নের মতো
আচ্ছা, আমার রান্না কেমন লাগল?
-একেবারে স্বপ্নের মতো।
তার মানে আপনি বোঝাতে চাচ্ছেন, অসাধারণ?
-ঠিক তা নয়, স্বপ্নে আসলে কোনো খাবারের স্বাদ পাওয়া যায় না!
68) লাইফ জ্যাকেট
সমুদ্রে জাহাজ চলছে। হঠাৎ প্রচণ্ড ঝড় ওঠল। ক্যাপ্টেন সব যাত্রীকে উদ্দেশ করে বললেন, আপনাদের মধ্যে কে সবচেয়ে ভালো প্রার্থনা করতে পারেন? -যাত্রীদের একজন সগর্বে হাত তুলল।
ক্যাপ্টেন : আপনি এখানে এসে প্রার্থনা শুরু করুন...আর বাকিরা লাইফ জ্যাকেট পরে নিন।
আমাদের একটা লাইফ জ্যাকেট কম আছে!
69) দাম কমে যায়
বাবা: বুঝলি খোকা, এক যায়গায় বারবার গেলে দাম কমে যায় ।
খোকা: সে জন্যই তো আমি প্রতিদিন স্কুলে যাইনা কিন্তু তুমি তো সেটা বুঝই না !
70) আপনি তো খুবই সুন্দরী
এক ভদ্রমহিলা ঘরে একা ছিলেন। হঠাৎ দরজায় টোকা পড়লো। তিনি দরজা খুলে অপরিচিত এক লোককে দেখতে পেলেন
লোকটি বললঃ আপনি তো খুবই সুন্দরী।
মহিলা ঘাবড়ে গিয়ে দরজা বন্ধ করে দিলেন।
পরের দিন আবার টোকা পড়লো
মহিলাটি দরজা খুলে আবার সেই লোককে দেখতে পেলেন।
লোকটি বললঃ আপনি সত্যি খুবই সুন্দরী।মহিলা ভয়ে তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিলেন। পরের তিন চার দিনও যখন একই ঘটনা ঘটতে থাকলো তখন মহিলা বিরক্ত হয়ে পুরো বিষয়টি তার স্বামীকে বললেন। সব শুনে স্বামী বললঃ তুমি কিছু চিন্তা কোরো না, আজ যখন আসবে তখন আমি ঘরে দরজার পিছনে দাঁড়িয়ে থাকবো। তুমি শুধু বলবে, "হ্যাঁ, আমি সুন্দরী, তাতে তোমার কি?" তারপর ব্যাটাকে আমি মজা দেখাচ্ছি।
পরের দিন যখন দরজায় টোকা পড়লো। তখন মহিলার স্বামী দরজার পিছনে লুকিয়ে পড়ল। মহিলাটি দরজা খুলতে লোকটি বললঃ আপনি তো দেখছি অপূর্ব সুন্দরী।
মহিলাঃ হ্যাঁ, আমি সুন্দরী...কিন্তু তাতে আপনার কি?
লোকটি বিনম্র ভাবে হাতজোড় করে বললঃ আপামনি, এই বিশ্বাস আর অনুভুতিটা পারলে আপনার স্বামীর মধ্যে জাগিয়ে তুলুন যাতে, উনি অন্তত আমার স্ত্রীর পিছু টা ছাড়েন...
71) কাকে বেশি ভালোবাসো?
বাবা: খোকা, তুমি কাকে বেশি ভালোবাসো? বাবাকে না মাকে?
খোকা: দুজনকেই।
বাবা: উহু। যেকোনো একজনের কথা বলতে হবে।
খোকা: না। আমি দুজনকেই ভালোবাসি।
বাবা: আচ্ছা ধরো, তোমার মা গেল প্যারিসে, আর আমি যুক্তরাষ্ট্রে। তুমি কার সঙ্গে যাবে?
খোকা: মায়ের সঙ্গে।
বাবা: তার মানে তুমি মাকে বেশি ভালোবাসো?
খোকা: না। প্যারিস যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি সুন্দর।
বাবা: ঠিক আছে। ধরো,আমি গেলাম প্যারিসে আর তোমার মা গেল যুক্তরাষ্ট্রে।
খোকা:তাহলে আমি যুক্তরাষ্ট্রে যাব।
বাবা: এবার প্যারিসে যাবে না কেন?
খোকা: প্যারিস তো একবার মায়ের সঙ্গে ঘুরলাম, আবার তোমার সঙ্গে যাব কেন ?
72 ) পল্টুর আসতে দেরি
শিক্ষক : পল্টু, তোমার এত দেরি হলো কেন?
পল্টু : রাস্তায় একজনের একটি পাঁচশো টাকার নোট হারিয়ে গিয়েছিল স্যার।
শিক্ষক : আচ্ছা, তুমি কি তাকে টাকাটা খুঁজতে সাহায্য করেছিলে?
পল্টু : না স্যার। আমি টাকাটার উপর দাঁড়িয়েছিলাম।