73) নাইটগার্ডের যোগ্যতা
বাড়ির মালিক : তোমাকে যে নাইটগার্ডের চাকরি দেব, তোমার যোগ্যতাটা কী, শুনি?
নাইটগার্ড : আমি, স্যার, সামান্য গোলমালেই জেগে উঠি।
74) আজ কালকের সিনেমা
স্ত্রী : কাল তুমি পাশের বাসার ভাবির সঙ্গে সিনেমা দেখতে গেলে কেন?
স্বামী : কী করব বলো, আজকাল যে সিনেমাগুলো হয়, সেগুলো কি পরিবার নিয়ে দেখা যায়...?
75) বাঙ্গালী!!!
আমেরিকা একবার মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর পরিকল্পনা করলো।। তো, বিভিন্ন জায়গা থেকে সেখানে মানুষ গিয়ে হাজির হল। কিন্তু শর্ত ছিল যে শুধুমাত্র একজনই যেতে পারবে এবং সে পরবর্তীতে আর পৃথিবীতে ফিরে আসতে পারবে না।।
প্রথম আবেদনকারী একজন ভারতীয় ইঞ্জিনিয়ার ছিলেন। তাকে জিজ্ঞেস করা হল তিনি যাওয়ার জন্য কত টাকা চান। শুনে তিনি বললেন, ১ মিলিয়ন ডলার, সে টাকার অর্ধেক আমি আমার পরিবারকে দিতে চাই। বাকি অর্ধেক দান করতে... চাই।
এর পরের আবেদনকারী ছিলেন একজন রাশান ডাক্তার। তাকে জিজ্ঞেস করা হল যাবার জন্য তিনি কত টাকা চান। তিনি উত্তর দিলেন, ২ মিলিয়ন। এর মাঝে ১ মিলিয়ন আমার পরিবারের জন্য আর বাকি ১ মিলিয়ন মেডিকেলের উন্নয়নের জন্য দান করতে চাই।
এবার তৃতীয় আবেদনকারী। তিনি ছিলেন আমাদের বাংলাদেশের একজন রাজনীতিবিদ। উনাকে জিজ্ঞেস করা হল তিনি কত টাকা চান। তিনি প্রশ্নকর্তার কানে কানে ফিসফিস করে বললেন, ৩ মিলিয়ন!! প্রশ্নকর্তা শুনে অবাক। বলল, এতো বেশি কেন?? তখন রাজনীতিবিদ আবার তার কানে কানে বলল, ১ মিলিয়ন আমি রাখবো।। এক মিলিয়ন আপনাকে দিবো। আরেক মিলিয়ন ভারতীয় ইঞ্জিনিয়ারটাকে দিয়ে তাকে মঙ্গল গ্রহে পাঠিয়ে দিবো
76 ) তিন পিঁপড়া
সেদিন রাস্তা দিয়ে তিনটি পিঁপড়া হেঁটে যাচ্ছে। হঠাৎ একটি কেক পড়ে থাকতে দেখে, প্রথম পিঁপড়াটি 'ইয়াহু' বলে ঝাঁপ দিয়ে কেকটি খেতে শুরু করল। এই দেখে দ্বিতীয় পিঁপড়াটিও 'ইয়াহু' বলে ঝাঁপ দিয়ে কেকটা খাওয়া শুরু করল। এই দেখে তৃতীয় পিঁপড়াটি বলল, 'দূর, আমি খাব না। কেকে পিঁপড়া ধরছে।'
77) দুই শজারু কথা বলছে
১ম শজারু : কিরে, হাতে ব্যান্ডেজ কেন?
২য় শজারু : ভুলে নিজের পিঠ চুলকাতে গিয়েছিলাম!
78) ধাক্কা মারেন ক্যান?
* বাসে প্রচণ্ড ভিড়। ইয়া মোটা এক লোককে তার সামনে থাকা যাত্রী ধমক দিয়ে উঠল, কী ব্যাপার ভাই, ধাক্কা মারেন ক্যান?
মোটা লোকটা অবাক হয়ে বলল, কই ভাই, ধাক্কা মারলাম কই?
: এই তো। এই মাত্রই তো আবার ধাক্কা মারলেন।
: অ, বুঝছি। ঢাকা শহরে জোরে নিঃশ্বাসও ছাড়তে পারুম না।
79) অন্য কম্পিউটারের ঘাড়ে দোষ চাপিয়ে
* বিজ্ঞানী : আমরা অনেক গবেষণা করে এই কম্পিউটার আবিষ্কার করেছি। এটা এ দেশের মানুষের মতো করে চিন্তাভাবনা করতে পারে।
সাংবাদিক : দারুণ। তা কী রকম?
বিজ্ঞানী : কোনো ভুল হলে এটা অন্য কম্পিউটারের ঘাড়ে দোষ চাপিয়ে দিতে পারে।
80) টেলিভিশন দিয়ে তো আর ...
নাতি : দাদু জানো, একটি গবেষণায় জানা গেছে, টেলিভিশন একসময় পত্রিকার স্থান দখল করে নেবে।
দাদু : অসম্ভব! টেলিভিশন দিয়ে তো আর বাতাস খাওয়া যায় না!
81) পিঁপড়া আমাদের কী উপকার করে?
* স্যার : বলো তো, পিঁপড়া আমাদের কী উপকার করে?
ছোট ছাত্র : মিষ্টির প্যাকেট মা কোথায় রেখেছে পিঁপড়া তা দেখিয়ে দেয়।
82) বলিস কিরে, এত স্মার্ট?
* রাসেল : পোশাকের কথা যদি বলিস, তাহলে আমার ভাইয়ের কথা উল্লেখ করতে হয়। ভদ্রলোকের পোশাক তো দিনে ১০-১২ বার বদলাতে হয়।
মিতু : বলিস কিরে, এত স্মার্ট? কত বয়স হলো তার?
রাসেল : এই তো, মাত্র তিন মাস।