18) ডিমটা ছিল সোনার !
এক লোক বন্ধুদের সাথে মদ খেয়ে মাতাল অবস্থায় গভীর রাতে তার বাসায় এসে দেখলো তার স্ত্রী ঘুমিয়ে পড়েছে। সেও তার স্ত্রীর পাশে ঘুমাতে গেল। ঘুমাতে ঘুমাতে সে দেখলো সে মারা গিয়াছে!! সে পর জগতে গিয়ে ঈশ্বরকে দুনিয়ায় আবার একবার পাঠানোর জন্য অনুরোধ করলো। ঈশ্বর তাকে আরেকটা সুযোগ দিল এবং তাকে মুরগী হিসাবে আবার দুনিয়ায় পাঠাল। দুনিয়ায় এসে সে একটা ডিম পাড়ল! কিন্তু ডিম দেখে সে হতভম্ব হয়ে গেল। ডিমটা ছিল সোনার!! সে খুশিতে আরেকটা ডিম দিল। সেটাও সোনার ডিম দেখে সে তৃতীয় বারের মত ডিম পাড়ার জন্য জোর করা শুরু করতেই কেউ একজন তাকে জুতা মারলো!! সে চোখ খুলে দেখলো তার স্ত্রী চিৎকার করে যাচ্ছে।। উঠ শালা বিছানাটাকে কি টয়লেট পাইছো নাকি!! টয়লেট করেই যাচ্ছে করেই যাচ্ছে......।।
19) কেন তিনি অফিসে নেই ?
এক তরুনী এক অফিসে এসে হাজির । পিয়ন জিজ্ঞাসা করলো
– কাকে চাই?
– তোমাদের ম্যানেজার বাবুকে ?
– তার সঙ্গে তো দেখা হবে না এখন ম্যাডাম
– কেন তিনি অফিসে নেই ?
– তা আছেন । তবে এখন মাল টেনে বেসামাল হয়ে আছেন , কথাবার্তা বলতে পারবে না ।
– তাতে কিছু যায় আসে না । তুমি আমাকে ওর কাছে নিয়ে চল তো , যা বলার আমিই বলবো । তাকে কিছু বলতে হবে না ।
20) বিল্ডিংটাকে উল্টো দিকে ঠেলতে লাগলো
দুই মাতাল এমন মদ খেয়েছে, ঠিকমতো হাঁটতেই পারছে না। তো এক বিল্ডিং দেখে এক মাতাল আরেক মাতালকে বলে- দেখ কতো সুন্দর ওই বিল্ডিংটা! চল, ওটাকে ঠেলে আমাদের বাসায় নিয়ে যাই। তো দুই মাতাল মিলে সমানে বিল্ডিংটাকে ঠেলতে লাগলো। একটু পরেই পরিশ্রমে ওদের শরীর থেকে দরদর করে ঘাম ঝরতে লাগলো। তখন ওরা ওদের জামা খুলে আবার সমানে বিল্ডিংটাকে ঠেলতে লাগলো।
একটু পর এক চোর ব্যাপার-স্যাপার দেখে পিছন থেকে ওদের জামা নিয়ে চুপচাপ সরে পড়লো। একটু পর প্রথম মাতাল ওদের জামাগুলো নাই দেখে আরেক মাতালকে বললো-
: কিরে, আমাদের জামা গেলো কৈ?
: আরে, আমরা তো বিল্ডিংটাকে ঠেলতে ঠেলতে অনেক দূরে নিয়ে এসেছি না!
: তাহলে চল, জামা দুটো নিয়ে আসি। নইলে আবার চোরে চুরি করে নেবে।
: কিন্তু বিল্ডিংটা যতো সুন্দর! চোর যদি বিল্ডিংটাই চুরি করে নিয়ে যায়?
: আচ্ছা, তাহলে এক কাজ করা যাক। বিল্ডিংটা নিয়েই চল!এবার দুই মাতাল মিলে বিল্ডিংটাকে উল্টো দিকে ঠেলতে লাগলো!
21) তোমাকে বাড়ি নিয়ে আমার স্ত্রীকে দেখাতে চাই
রাতে গাড়ি চালিয়ে ফিরছিলেন এক ভদ্রলোক। গাড়ি জ্যামে আটকে গেলে এক ভিক্ষুক এসে হাত পাতল।
: দয়া করে কিছু দিন স্যার !
: তুমি মদ খাও ?
: না স্যার।
: তুমি ধূমপান কর ?
: না।
: জুয়া খেল ?
: না।
: তুমি শিগগির আমার গাড়িতে উঠ।
: যা দেবার এখানেই দিন, স্যার।
: না, তোমাকে বাড়ি নিয়ে আমার স্ত্রীকে দেখাতে চাই যে, মদ, জুয়া, ধূমপান এ সবের সাথে না থাকলে মানুষের জীবনের কি ভয়াবহ অবস্থা হয়।
22) আর একটু খেলে উধাও হয়ে যাবি
দুই মাতাল কথা বলছে। প্রথম মাতালঃ ওরে, তুই আর খাইস না।
.
.
দ্বিতীয় মাতালঃ কেন?
.
.
:প্রথম মাতালঃ এখনই তোকে ঝাপসা দেখাচ্ছে, আর একটু খেলে উধাও হয়ে যাবি।।।
23) গোল তো হয় ক্রিকেট খেলায়
দুই মাতাল গ্যালারিতে বসে ক্রিকেট ম্যাচ দেখছে। এমন সময় ব্যাটসম্যান ছক্কা হাঁকালেন। .
১ম মাতাল: ওহ! কী দারুণ একটা গোল দিল!
২য় মাতাল: আরে বুদ্ধু, গোল কি এই খেলায় হয় নাকি? গোল তো হয় ক্রিকেট খেলায়!
24) তুই মানুষ না আরশোলা?
১ম মাতাল : তুই মানুষ না আরশোলা?
২য় মাতাল : মানুষ।
১ম মাতাল : কী করে বুঝলি?
২য় মাতাল : আরশোলা হলে স্ত্রী ভয় পেত। !