11) আমার মাথাটা একটু সেভ করে দিন
পল্টু: এখনে চুল কাটাতে কত লাগে?
নাপিত: ৪০ টাকা!
পল্টু: আর সেভ করতে কত লাগে?
নাপিত: ২০ টাকা!
পল্টু: আমার মাথাটা একটু সেভ করে দিন
12) গরম কি আছে ?
একদিন এক লোক রেস্টুরেন্টে গেল---
লোকঃ এই, গরম কি আছে ?
বালকঃ বিরানী, খিচুরি,তেহারি।.
লোকঃ আরো গরম কি আছে ?
বালকঃ মোগলাই পরোটা,পুরি।
লোকঃ আরো গরম কি আছে ?
বালকঃ দুধ, চা, কফি। লোকঃ আরো গরম কি আছে ?
বালকঃ (বিরক্ত হয়ে) আছে চুলার জ্বলন্ত কয়লা। লোকঃ যা এক প্লেট নিয়া আয়। বালকঃ কেনো ? কি করবেন ?
লোকঃ বিড়ি জ্বালাম..
13) একটি ইন্টারভিউঃ
প্রশ্নকতাঃ একটা প্লেনে ৫০টা ইট আছে, একটা ইট ফেলে দিলে থাকে কয়টা?
প্রার্থীঃ এটা তো সোজা। ৪৯টা।
প্রশ্নকর্তাঃ আচ্ছা, একটা ফ্রিজে হাতি রাখার তিনটা স্টেপ কী কী?
প্রার্থীঃ ফ্রিজটা খুলুন, হাতিটা ঢোকান, এরপর ফ্রিজের দরজা বন্ধ করে দিন।
প্রশ্নকর্তাঃ একটা ফ্রিজে একটা হরিণ রাখার চারটা স্টেপ কী কী?
প্রার্থীঃ ফ্রিজটা খুলুন, হাতিটা বের করুন, হরিণটা ঢোকান, এরপর ফ্রিজের দরজা বন্ধ করে দিন।
প্রশ্নকর্তাঃ বনে সিংহের আজকে জন্মদিন। সবাই এসেছে শুধু একজন ছাড়া। কে আসেনি এবং কেন?
প্রার্থীঃ হরিণ আসেনি। কারণ সে ফ্রিজে।
প্রশ্নকর্তাঃ এক বৃদ্ধা কুমিরভর্তি একটা খাল পার হলো কোনো ক্ষতি ছাড়াই, কীভাবে?
প্রার্থীঃ কারণ সব কুমির সিংহের জন্মদিনে গিয়েছে।
প্রশ্নকর্তাঃ শেষ প্রশ্ন, তার পরও বৃদ্ধা মারা গেলেন, কেন?
প্রার্থীঃ উমম… আমার মনে হয়, তিনি খালের পানিতে ডুবে গিয়েছিলেন?
প্রশ্নকর্তা: না, প্লেন থেকে যে ইটটা পড়ে গিয়েছিল, সেটা তার মাথায় পড়েছিল, আপনি এখন আসতে পারেন…।
14) আমি বেটা না বেটি
এক ফকির ভিক্ষা করতে গিয়ে পড়ল এক পিচ্চির সামনে....
ফকিরঃ আল্লাহর ওয়াস্তে কিছু দেও বেটা।
পিচ্চিঃ আমি বেটা না, বেটি।
ফকিরঃ আল্লাহর ওয়াস্তে কিছু দাও বেটি।
পিচ্চিঃ বেটি না, আমার নাম স্বর্ণা।
ফকিরঃ আল্লাহর ওয়াস্তে কিছু দাও স্বর্ণা।
পিচ্চিঃ আমার পুরা নাম নাদিয়া শারমিন স্বর্ণা। ভালভাবে বলেন।
ফকিরঃ আল্লাহর ওয়াস্তে কিছু দাও নাদিয়া শারমিন স্বর্ণা।
পিচ্চিঃ হ্যাঁ, এখন ঠিক আছে। মাফ করেন ।
15) একছেলে তোতলা হওয়ার কারণে তার বিয়ে হচ্ছেনা ।
একছেলে তোতলা হওয়ার কারণে তার বিয়ে হচ্ছেনা ।.. একদিন মেয়ে দেখতে যাওয়ার সময় ছেলের মা বলল,"বাবা ঐবাড়িতে গিয়ে তুমি কোন কথা বলবে না। একদম চুপ থাকবে। ঠিকআছে?
ছেলে :- থিথ আতে মা।. ....মেয়ে দেখার সময় মেয়ে চা নিয়ে আসলো।
ছেলে :-(চা মুখে দিতেই চিৎকার দিয়ে বলল)গলম! গলম!.......
মেয়ে :- আলে ফুতমালো! ফুত মালো! হাহাহাহাহা এইবার মনে হয় বেচারার বিয়ে হইয়া যাইবো।
16) গার্ল ফ্রেন্ডের সাথে ঘুরতে গেলো ..
বল্টু তার গার্ল ফ্রেন্ডের সাথে ঘুরতে গেলো .....হঠাৎ অনেক বৃষ্টি শুরু হল..... ভাবুন মুষলধারে বৃষ্টি, ছেলে মেয়ে একা...কি হতে পারে?? ভাবেন---বুঝতে পারছেন না?""মেয়ের মেকআপ ধুয়ে গেলো মাইয়ারে পুরাই পেতনির মত লাগছে আর তা দেখে ছেলে ভয় পেয়ে পালাইল.
17) বউ নিয়ে আসতে পারো না?
বল্টুর জ্বালায় অস্থির তারমা তাকে বলল.... " এত্ত বড়ছেলে হইছস, বিছানা এলোমেলো করে রাখস কেন? নিজের রূমটা নিজে গুছাই রাখতে পারসনা? না? আমাকে গুছাইতে হয় কেন? "---
বল্টুঃ ‘ছেলে এত্ত বড়’ হইছে, বউ নিয়ে আসতে পারো না?
18) দুঃসংবাদটা হইল আগের সুসংবাদটা মিথ্যা
বাবা : পাপ্পু, তোর রেজাল্ট কি ??
পাপ্পু : বাবা , একটা সুসংবাদ আছে আরেকটা দুঃসংবা আছে ৷
বাবা : আগে সুসংবাদটা বল ৷
পাপ্পু : আমি পরীক্ষায় পাশ করছি ৷
বাবা : আর দুঃসংবাদ ??
পাপ্পু : দুঃসংবাদটা হইল আগের সুসংবাদটা মিথ্যা.
19) ভাই আজ বুঝি বিস্কুট নাই?
এক লোকের দাঁতে পোকা ধরায় সে ডাক্তারের কাছে গেলো
ডাক্তার: " ৪দিন সকাল এবং বিকেলে দুধ আর বিস্কুট খাবেন। এবং ৫ম দিন শুধু দুধ খাবেন। "
লোকটি ডাক্তারের পরামর্শ মতো ৪দিন দুধ এবং বিস্কুট খেলো। আর ৫ম দিন শুধু দুধ খেলো। ৫ম দিন পোকা দাঁত থেকে বাহির হয়ে আসলো। আর বললো, কি ভাই আজ বুঝি বিস্কুট নাই?