39) ছাদে তো মাল নেই-
শিক্ষক : তোমরা যদি কখনো দেখ কেউ পানিতে ডুবে যাচ্ছে,তখন সাথে সাথে তার চুল ধরে পানি থেকে উদ্ধার করবে।
তখন একথা শুনে এক..
ছাত্র বলল : স্যার আপনি যদি ডুবে যান তাহলে উদ্ধার করবো না।
শিক্ষক : কেন? আমি আবার কি অপরাধ করলাম!
ছাত্র : কারণ আপনার ছাদে তো মাল নেই।
শিক্ষক : কি বলতে চাস হারামজাদা ?
ছাত্র : মানে,
আপনার মাথায় তো চুল নেই।
40) লুজ পেপার please.....
কলেজের স্যার বলল - খাতায় সবাই নিজের ভালবাসার মানুষটির নাম লিখ।
ছেলেরা ৫ সেকেন্ড এর মধ্যে খাতা জমা দিয়ে দিল কিন্তু........
মেয়েরা ৫ মিনিট পর বলল -
লুজ পেপার please.....!!
41) কে বেশি অলস -
কে বেশি অলস শিক্ষক ছাত্রদের উদ্দেশে বললেন, ‘আমি ঠিক করেছি, তোমাদের মধ্যে সবচেয়ে অলস যে, তাকে পড়া দিতে হবে না। কে সবচেয়ে অলস?
৪৯ জন ছাত্র হাত তুলল।
স্যার হাত না তোলা ছাত্রকে জিজ্ঞেস করলেন, ‘তুমি হাত তুলছ না কেন?’
ছাত্র জবাব দেয় স্যার, হাত তুলতে কষ্টহয়।
42) বলত এভারেস্ট কোথায়?
শিক্ষকঃ বলত এভারেস্ট কোথায়?
ছাত্রঃ জানি না।
শিক্ষকঃ এটাই জানো না! কানে ধরে বেঞ্চের উপর দাড়ালেই সব জানতে পারবে!
ছাত্রঃ কেন স্যার? কানে ধরে বেঞ্চের উপর দাড়ালে এভারেস্ট দেখা যাবে?
43) সারাদিন শুধু খেলা হয় স্যার।
শিক্ষকঃ মাহীন, বলোতো এসিসি তে কি হয়?
মহীঃ এশিয়ান ক্রিকেট কাউন্সিল, স্যার।
শিক্ষকঃ ভালো। এবার অনিক তুমি বলো বিবি তে কি হয়?
অনিকঃ বাংলাদেশ ব্যাংক, স্যার।
শিক্ষকঃ খুব ভালো, এবার রকি তুমি বল, ইএসপিএন এ কি হয়?
রকিঃ সারাদিন শুধু খেলা হয় স্যার।
44) আংটিটাতে মরিচা
একদিন ক্লাসে শিক্ষক তার সোনার আংটিটা একটা গ্লাসের পানিতে ডুবিয়ে ছাত্রকে প্রশ্ন করলেন।
শিক্ষকঃ বল তো, এই আংটিটাতে মরিচা ধরবে কি না?
ছাত্রঃ ধরবে না স্যার।
শিক্ষকঃ গুড, ভেরি গুড। আচ্ছা বলতো, কেন ধরবে না?
ছাত্রঃ স্যার, আপনি জ্ঞানী লোক। যদি পানিতে রাখলে মরিচা ধরতো, আপনি কখনই আপনার সোনার আংটি পানিতে রাখতেন না।
45) লেখাপড়া করে যে গাড়ি-ঘোড়া চড়ে সে
গৃহশিক্ষকঃ আমার সঙ্গে সঙ্গে বল, লেখাপড়া করে যে গাড়ি-ঘোড়া চড়ে সে।
ছাত্রঃ স্যার, এই কথাটা ঠিক না।
শিক্ষকঃ কেনো?
ছাত্রঃ কারন, আপনি তো অনেক লেখাপড়া করেছেন! তাহলে আপনি রোজ পায়ে হেঁটে আমাকে পড়াতে আসেন কেন?....
46) ক্রিকেট ম্যাচ নিয়ে রচনা
স্যার ক্লাশে সবাইকে ক্রিকেট ম্যাচ নিয়ে রচনা লিখতে দিয়েছেন। সবাই মন দিয়ে লিখে চলছে। ৩-৪ মিনিট পরেই স্যার হঠাৎ দেখেন রন্টি জানালা দিয়ে উদাস নয়নে বাইরের মাঠের দিকে তাকিয়ে আছেন।
স্যার রন্টিকে ঝাড়ি দিয়ে জানতে চাইলেন, ‘এই তুমি লিখছো না কেন?’
রন্টি: স্যার আমার লেখা হয়ে গেছে!
স্যার: মানে? কই তোমার খাতা দেখি?
রন্টি স্যারকে খাতা এগিয়ে দিলেন, স্যার দেখলেন খাতায় লেখা রয়েছে ‘বৃষ্টির কারনে ম্যাচ পরিত্যাক্ত ঘোষনা করা হলো।’
47) শিক্ষিকা - লেখো ৫৫
ছাত্রী : কিভাবে মিস?
শিক্ষিকা: প্রথমে একটা ৫ লেখো তারপর আরেকটা ৫।
ছাত্রী একটা ৫ লিখে থেমে গেলো।
শিক্ষিকা: কি হলো?
ছাত্রী : কোনপাশে লিখবো বাঁপাশে না ডানপাশে?
48) অধিকতর গুরুত্বপূর্ণ, সূর্য না চাঁদ?
শিক্ষকঃ বলো তো, কোনটি আমাদের জন্য অধিকতর গুরুত্বপূর্ণ, সূর্য না চাঁদ?
ছাত্রঃ চাঁদ, স্যার।
শিক্ষক(অবাক হয়ে): কেন?
ছাত্রঃ চাঁদ আমাদের রাতে আলো দেয় যখন আমাদের প্রয়োজন হয় কিন্তু সূর্য দিনে দেয় যখন আমাদের প্রয়োজন নেই।