56) এক দুষ্ট ছেলে থানায় ফোন করেছে।
- এইটা কি পুলিশ স্টেশন?
- হ্যাঁ।
- আপনি কি পুলিশ?
- হ্যাঁ।
- আপনার থানায় বাথরুম আছে?
- হ্যাঁ।
- আপনার বাথরুমে কমোড আছে?
- হ্যাঁ, আছে।
- তাহলে কমোডের মধ্যে মাথা ঢুকাইয়া বইসা থাকেন। এই বলে ছেলেটি ফোন কেটে দিল।
কিছুক্ষণ পর পুলিশ নাম্বার বের করে কলব্যাক করল। ছেলেটির বাবা ফোন ধরল। পুলিশ অভিযোগ করল, আপনার ছেলে আমাকে কমোডে মাথা ঢুকিয়ে বসে থাকতে বলেছে।
- কতক্ষণ আগে বলেছে?
- এই ধরেন ১০ মিনিট।
- তাহলে এখন মাথা বের করে ফেলেন। ....
57) হায়রে ফেসবুক! !!!!
ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ একদিন ঘুম থেকে উঠে আবিষ্কার করলেন, কেউ একজন তাঁর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করেছে! তৎক্ষণাৎ তিনি ফোন করলেন নিজ অফিসের এক কর্মচারীকে। ‘কত বড় সাহস! আমার আ্যাকাউন্ট হ্যাক করে! এক্ষুনি খুঁজে বের করো ওই হ্যাকারকে। এক ঘণ্টার মধ্যে আমি ওর নাম- ঠিকানা জানতে চাই।’ চিৎকার করে বললেন জুকারবার্গ। ভয়ে কাঁপতে কাঁপতে বলল কর্মচারী, ‘অবশ্যই, স্যার। আমরা এক্ষুনি তাকে খুঁজে বের করে পুলিশের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করছি।’
জুকারবার্গ: পুলিশের হাতে তুলে দিতে কে বলল! ওকে বলো, আমার কোম্পানিতে ভালো বেতনে ওর জন্য একটা চাকরি আছে! হায়রে ফেসবুক! !!!!
58) লেবু ওয়ালা
আজ ভোরে ১টা চিৎকার শুনে ঘুম ভেঙে গেল। কে যেন বলছে
"I LOVE YOU"?
জানার জন্য বের হয়ে দেখি লেবু ওয়ালা স্টাইল করা বলছে"এই ল্যাবও"
59) এই টমি, টমি।
১ম ব্যক্তি : এই টমি, টমি।
২য় ব্যাক্তি : ভাই আপনি কি কুকুরকে ডাকছেন?
১ম ব্যক্তি : না না. আমার বন্ধুকে ডাকছি।
২য় ব্যাক্তি : এমন অদ্ভুত নাম - টমি!!!
১ম ব্যাক্তি : আসলে ওর আসল নাম টগর মিত্র। আমরা সব বন্ধুরা ওকে সংক্ষেপে টমি বলে
২য় ব্যক্তি : ওহ, বড় বাচা বেচে গেছি।
১ম ব্যক্তি : কেন বাচার কি আছে।
২য় ব্যাক্তি : "কারণ আপনাদের মত বন্ধু আমার নাই। আমার নাম মাসুদ গীয়াস!
60) নো আইডিয়া স্যার জি!!!!!
ঐশ্বরিয়ার মেয়ে স্কুলে-
টিচার : তোমার দাদা কে????
মেয়ে : বিগ বি.
টিচার : তোমার মা কে????
মেয়ে : মিস ওয়ার্ল্ড. টিচার : আর তোমার বাবা কে???
মেয়ে : নো আইডিয়া স্যার জি!!!!!
61) মিথ্যুক , বদ, ধোঁকাবাজ...
এক মেয়ের সাথে আরেক মেয়ের কথা হচ্ছে...
১ম মেয়েঃ আজকালকের ছেলেদের কোন বিশ্বাস নাই। আমি তো আজকে থেকে ওর মুখও দেখতে চাইনা...।
২য় মেয়েঃ কি হইছে??.. তুমি কি ওকে অন্য কোন মেয়ের সাথে দেখে ফেলছ??
১ম মেয়েঃ আরে না! ও আমারে আরেক ছেলের সাথে দেখে ফেলছে.. । কালকে ও আমারে বলছিল ও নাকি শহরের বাইরে যাবে. . . . ! মিথ্যুক , বদ, ধোঁকাবাজ....।
62) সোনার মোবাইল চাইনা !
একবার এক কৃষক তার মোবাইল নিয়ে টয়লেট করতে গেল আর হঠাত্ তার মোবাইলটি কমোডেপড়ে গেল। বেচারা দুঃখে তার মাঠে বসে কাঁদতে লাগলো। তখন হঠাত্ আকাশ থেকে একটি পরি নেমে এলএবং তাকে তার মোবাইলটি দিল। মোবাইলটি হাতে নিয়ে ভালভাবে দেখেকৃষকটি বললোঃ আমি গরিব হতে পারি কিন্তু সত্ । আমি সোনার মোবাইল চাইনা। আমাকে আমার মোবাইল ফিরিয়ে দাও এই শুনে পরিটি বললো : আরে হারামজাদা এটা তোরই মোবাইল ভাল করে ধুয়ে দেখ..!!
63) ছেলে রাত করে বাড়ি ফিরেছে।
ছেলে রাত করে বাড়ি ফিরেছে।
বাবা : কোথায় ছিলি রে হারামজাদা ?
ছেলে: আমি আমার ফ্রেন্ড এর বাসায় ছিলাম (!)
বাবা তৎক্ষনাত কয়েকজন ছেলে বন্ধুদেরকে ফোন দিলেন.
৪ নং ফ্রেন্ড বললো : ” জ্বী আঙ্কেল! সে তো আমার সাথে ছিল”
৩ নং ফ্রেন্ড বললো: ” ও কিছুক্ষন আগে চলে গিয়েছে”!
২ নং ফ্রেন্ড বললো: ” চাচা, ও আমার সাথেই আছে (!!) এবং আমরা দুজন পড়ছি (!!?)
সব শেষের জন সব লিমিট ক্রস করলো, এবং বললো-” হ্যাল্লো আব্বু, আমার আজ রাতে আসতে দেরী হবে !!