বাংলা সুনির্বাচিত কৌতুক Bangla Selected Jokes

হাসলে নাকি আয়ু বাড়ে- তাই হাসুন, মন খুলে হাসুন, কারণ হাসলে হার্ট / হৃদয় / মন ভালো থাকে => আর মন ভালো- তো সবই ভালো।

অধিকাংশ জোকস অনলাইন থেকে সংগৃহীত- শুধুমাত্র আপনাদের আনন্দ বিধানের জন্যই এই প্রচেষ্টা, কাউকে ছোট বা হেয় করার উদ্দেশ্যে নয় ; তাই এ ব্যাপারে কারো কোন আপত্তি থাকলে এডমিনকে অবশ্যই জানাতে ভুলবেন না।

* * * Anupamasite-এ আপনাকে স্বাগতম। আপনার পছন্দমত যে কোন ধরনের লেখা বা কৌতুক পোস্ট করতে পারেন।   মানসম্মত লেখা নামসহ সাইটে স্থায়ীভাবে পাবলিশ করা হয় । ধন্যবাদ * * *

*
29) গরীবরাই সবচেয়ে সুখী

মেয়েঃ আমি মনে করি গরীবরাই সবচেয়ে সুখী।
ছেলেঃ তাহলে আমাকে বিয়ে করো। তখন আমরাই হব পৃথিবীর সবচেয়ে সুখী দম্পতি।


30) এত কিছুর পর আমাদের কে আর বিয়ে করবে, বলো?

বহুদিন ধরে ছেলে আর মেয়েটি দেখা করছে। সম্পর্ক বেশ অন্তরঙ্গ পর্যায়ে পৌঁছেছে। কিন্তু ছেলেটি বিয়ের সিদ্ধান্ত নিচ্ছেই না। শেষ পর্যন্ত মেয়েটি বলল, ‘তোমার কি মনে হয় না, আমাদের বিয়ে করার সময় হয়েছে?’
দীর্ঘশ্বাস ছেড়ে ছেলেটি বলল, ‘এত কিছুর পর আমাদের কে আর বিয়ে করবে, বলো?’


31) তোমার নাম আমার হৃদয়ে লিখলাম আর তখনই

আমি তোমার নাম বালিতে লিখলাম কিন্তু সেটা ধুয়ে গেল, তোমার নাম আমি আকাশে লিখলাম কিন্তু সেটা মেঘে ঢেকে গেল। এরপর সবকিছু বাদ দিয়ে তোমার নাম আমার হৃদয়ে লিখলাম আর তখনই আমার হার্ট অ্যাটাক হলো।


32) তিনটা টিকিট কেন? আমরা তো মাত্র দুজন!

প্রেমিকঃ প্রিয়া, দারুন একটা মুভি এসেছে। হাউসফুল যাচ্ছে। তিনটা এডভান্স টিকিট কেটে এনেছি।
প্রেমিকাঃ তিনটা টিকিট কেন? আমরা তো মাত্র দুজন!
প্রেমিকাঃ টিকিট তো আমাদের জন্য আনিনি। এনেছি তোমার মা, বাবা আর ভাইয়ের জন্য। তারা সিনেমা দেখতে গেলেই আমি চলে আসব।


33) যদি কিছু না ঘটে তবে আমার উপায় কি হবে ?

লন্ডনের হাউজ পার্কে বসে এক তরুন-তরুনী ভবিষৎতের সুখ স্বপ্ন রচনার বিভোর প্রেয়সীর হাতে জোরে চাপ দিয়ে পরে বললো – আমি সব কিছু ভেবে রেখেছি । এমনকি তোমার জন্য একটা জীবন বীমা করে রেখেছি যাতে আমার কিছু ঘটলে তোমার কিছু অসুবিধা না হয়।
–সত্যিই করেছে? সুন্দর… কিন্তু যদি কিছু না ঘটে তবে আমার উপায় কি হবে ?


34) সে আমাকে ছাড়া কিছুই চায় না!

প্রেমিকার বাবা : তুমি কি আমার মেয়ের সব ইচ্ছে পূরণ করতে পারবে?
প্রেমিক : জি পারব।
প্রেমিকার বাবা : এত শিওর হচ্ছ কি করে?
প্রেমিক : আপনার মেয়ে বলেছে, সে আমাকে ছাড়া কিছুই চায় না!


35) হটাৎ এই কথা ! আজও কি ...

প্রেমিকাকে নিয়ে প্রেমিক গেছে চায়নিজ রেস্টুরেন্টে--
প্রেমিকঃ নয়না, তোমাকে না আজ খুব সুন্দর লাগছে।
প্রেমিকাঃ হটাৎ এই কথা ! আজও কি মানিব্যাগ বাসায় ফেলে এসেছ?
প্রেমিকঃ না, মানে, ইয়ে, ভুলে গেছি।


36) আমাদের জন্য ট্যাক্সি ডাকতে গেছে-

বাড়ি থেকে পালাচ্ছে এক তরুণী। গেটের কাছে অপেক্ষা করছে তার প্রেমিক। উভয়ের মধ্যে কথা হচ্ছে-
প্রেমিক : তোমার বাবা টের পাননি তো?
প্রেমিকা : উনি বাসায় নেই।
প্রেমিক : বল কী? এত রাতে বাসার বাইরে?
প্রেমিকা : আমাদের জন্য ট্যাক্সি ডাকতে গেছেন।


37) তুমি যেন কে?

ক আর খ-এর সম্পর্ক দীর্ঘদিনের। ক খ-কে বিয়ে করতে চায়, কিন্তু মুখোমুখি সে কথা বলার সাহস পায় না। একদিন সাহস করে সে খ-দের বাড়িতে টেলিফোন করল।
ক: খ বলছ?
খ: বলছি।
ক: খ, অনেক দিন ধরে তোমাকে একটা কথা বলব ভাবছি, কিন্তু বলা হয়ে উঠছে না। আমাদের সম্পর্কের তো অনেক দিন হলো। এবার আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি কি আমাকে বিয়ে করতে রাজি আছ, প্রিয়তমা?
খ: অবশ্যই প্রিয়তম! কিন্তু…।
ক: কিন্তু কী?
খ: তুমি যেন কে?


38) তুমি আমাকে চিঠি পাঠিয়েছ কেন?

ভোলা মিঞাকে ফোন করেছে তার প্রেমিকা। শুরুতেই ধমক দিয়ে প্রেমিকা বলল, এই! মোবাইল থাকতে তুমি আমাকে চিঠি পাঠিয়েছ কেন? যদি বাবার হাতে পড়ে যেত? ভোলা মিঞা: তোমাকে ফোন করেছিলাম তো! একটা মহিলা কণ্ঠ বলল, ‘প্লিজ, ট্রাই লেটার’। তাই লেটার পাঠানোর ট্রাই করলাম!

* * * এসংক্রান্ত আরও মজার কৌতুক =>> * * *


* * * Anupamasite-এ আপনাকে স্বাগতম। আপনার পছন্দমত যে কোন ধরনের লেখা পোস্ট করতে এখানে ক্লিক করুন।   আপনাদের পোস্ট করা লেখাগুলো এই লিংকে আছে, দেখতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ * * *

জ্ঞানই শক্তি ! তাই- আগে নিজে জানুন , শেয়ার করে প্রচারের মাধ্যমে অন্যকেও জানতে সাহায্য করুন।