10) কাজ না করার শাস্তি
ছাত্র-শিক্ষকের গল্প ।
এক ইঁচড়ে পাকা ছাত্র স্যারের কাছে জানতে চাইল, ‘স্যার, আমি যে কাজটা করিনি, তার জন্য কি শাস্তি পাব?’
‘কখনোই না। যেটা তুমি করোনি, তার জন্য কেন শাস্তি পাবে’ উত্তর দিলেন স্যার।
এবার ছেলেটি বলল, ‘স্যার, গতকাল আমাকে যে পড়া আর হোমওয়ার্ক দিয়েছিলেন, সেটা আমি করিনি। আশা করছি, আপনি কথা রাখবেন।’
11) পরীক্ষায় টোকাটুকি
স্কুলে ইতিহাস পরীক্ষায় ব্যাপক টোকাটুকি চলছে। যে যেভাবে পারে অন্যেরটা দেখে লিখছে। এক ছাত্র লিখল, শাহজাহান দুঃসময়ে ভাঙিয়া পড়িতেন না।
পেছনের বেঞ্চের ছাত্র সেটা দেখে লিখতে গিয়ে লিখল, শাহজাহান দুঃসময়ে জাঙিয়া পরিতেন না।
12) আমি আমার বাবা
ক্রিং ক্রিং! বেজে উঠল শিক্ষকের টেলিফোন।
শিক্ষক: হ্যালো।
অপর প্রান্ত থেকে: শুনুন, আমার ছেলের গায়ে ভীষণ জ্বর, ও আজ স্কুলে যেতে পারবে না।
শিক্ষক: আপনি কে বলছেন?
অপর প্রান্ত থেকে: আমি আমার বাবা বলছি!
13) ইতিহাস স্যার
সজল বলছে তার মাকে, মা, আমার জন্মদিনে বন্ধুদের সঙ্গে আমাদের ইতিহাস স্যারকেও দাওয়াত কোরো।
মা: কেন?
সজল: ওনার আমার জন্মদিনটা জানা দরকার। আশা করি, এরপর অন্তত উনি আমার জন্মের আগে কী কী ঘটেছিল, এসব প্রশ্ন করা বন্ধ করবেন।
14) সমস্ত লেখা কাল্পনিক
শিক্ষক: বলত ইমন, পরীক্ষার হলে উত্তরপত্রে সবার আগে কী লেখা উচিত?
ইমন: ‘এই উত্তরপত্রে সমস্ত লেখা কাল্পনিক। কোনো বইয়ের সঙ্গে মিলে গেলে তা নিতান্তই কাকতালীয়!’
15) ব্ল্যাকবোর্ড
শিক্ষক জিজ্ঞেস করলেন, ‘আচ্ছা বলো তো, কোন জিনিস অপরিষ্কার থাকলে সাদা আর পরিষ্কার থাকলে কালো রঙের হয়?’
ছাত্র উত্তর দিল, ‘ব্ল্যাকবোর্ড।’
16) গাধাকে মানুষ
একটা গাধার বাচ্চা নিয়ে পল্টু ক্লাসে ঢুকেছে। শিক্ষক ক্লাসে গাধা দেখে রেগে অগ্নিশর্মা হয়ে বললেন, ‘কিরে পল্টু, ক্লাসে গাধা নিয়ে এসেছিস কেন?’
পল্টু মুখ কাঁচুমাঁচু করে বলল, ‘স্যার, আপনিই তো ক্লাসে গাধার কথা বলেছেন।’
শিক্ষক রেগে বললেন, ‘কী বেয়াদবের মতো কথা বলছিস! আমি কেন ক্লাসে গাধার কথা বলতে যাব?’
‘আপনিই তো বলেছিলেন, আপনি এ জীবনে অনেক গাধাকে মানুষ করেছেন! তাই তো আমার এই গাধাটাকে মানুষ বানাতে আপনার কাছে নিয়ে এসেছি, স্যার।’ পল্টুর উত্তর।
17) মানুষ ক্রমাগত বদলায়
শিক্ষক: আচ্ছা, তুমি যে লিখলে ‘মানুষ ক্রমাগত বদলায়’ এর কোনো বাস্তব উদাহরণ দেখাতে পারবে?
ছাত্র: হ্যাঁ…পারব। আমাদের পাড়ার সুমন ভাই যখন আমাদের সঙ্গে ক্রিকেট খেলতেন, তখন আমি তাঁকে ‘সুমন ভাই’ ডাকতাম। তারপর যখন তিনি আমাদের বাসায় টিউশনি নিলেন, তখন আমি ‘স্যার’ ডাকতাম। আর তিনি আমার আপুকে নিয়ে ভেগে যাওয়ার পর থেকে আমি তাঁকে ‘দুলাভাই’ ডাকি।
18) কাজ না করার শাস্তি
ছাত্র-শিক্ষকের গল্প ।
এক ইঁচড়ে পাকা ছাত্র স্যারের কাছে জানতে চাইল, ‘স্যার, আমি যে কাজটা করিনি, তার জন্য কি শাস্তি পাব?’
‘কখনোই না। যেটা তুমি করোনি, তার জন্য কেন শাস্তি পাবে’ উত্তর দিলেন স্যার।
এবার ছেলেটি বলল, ‘স্যার, গতকাল আমাকে যে পড়া আর হোমওয়ার্ক দিয়েছিলেন, সেটা আমি করিনি। আশা করছি, আপনি কথা রাখবেন।’
19) পরীক্ষায় টোকাটুকি
স্কুলে ইতিহাস পরীক্ষায় ব্যাপক টোকাটুকি চলছে। যে যেভাবে পারে অন্যেরটা দেখে লিখছে। এক ছাত্র লিখল, শাহজাহান দুঃসময়ে ভাঙিয়া পড়িতেন না।
পেছনের বেঞ্চের ছাত্র সেটা দেখে লিখতে গিয়ে লিখল, শাহজাহান দুঃসময়ে জাঙিয়া পরিতেন না।