বাংলা সুনির্বাচিত কৌতুক Bangla Selected Jokes

হাসলে নাকি আয়ু বাড়ে- তাই হাসুন, মন খুলে হাসুন, কারণ হাসলে হার্ট / হৃদয় / মন ভালো থাকে => আর মন ভালো- তো সবই ভালো।

অধিকাংশ জোকস অনলাইন থেকে সংগৃহীত- শুধুমাত্র আপনাদের আনন্দ বিধানের জন্যই এই প্রচেষ্টা, কাউকে ছোট বা হেয় করার উদ্দেশ্যে নয় ; তাই এ ব্যাপারে কারো কোন আপত্তি থাকলে এডমিনকে অবশ্যই জানাতে ভুলবেন না।

* * * Anupamasite-এ আপনাকে স্বাগতম। আপনার পছন্দমত যে কোন ধরনের লেখা বা কৌতুক পোস্ট করতে পারেন।   মানসম্মত লেখা নামসহ সাইটে স্থায়ীভাবে পাবলিশ করা হয় । ধন্যবাদ * * *

*
1) ধূমপানের অপকারিতা

সেদিন ধূমপানের অপকারিতা সম্বন্ধে বক্তৃতা দিচ্ছে এক ভদ্রলোক।
- একটা সিগারেট মানুষের আয়ু আট দিন কমিয়ে ফেলে।
এক শ্রোতা উঠে দাঁড়িয়ে বলল, আপনার হিসাব ঠিক আছে তো?
- নিশ্চয়ই।
- তাহলে তো আমি আড়াইশ বছর আগেই মারা গেছি।


2) জামাই হওয়ার উপায়

শশুর : তো, তুমি আমাদের মেয়েকে বিয়ে করে আমাদের জামাই হতে চাও?
জামাই: আসলে ঠিক তা নয়। তবে বিয়ে না করে অন্য ভাবে জামাই হওয়ার উপায় থাকলে বলতে পারেন।


3) গাজা খাইয়া আমারে জঙ্গলে ৩ ঘন্টা ঘুরাইছিল

জঙ্গলে এক সিংহ ঘুমের বিড়ি খাচ্ছিল তখন এক বানর এসে বলে : ভাই ,নেশা ছাইড়া দাও,আমার সাথে আসো -দেখো জঙ্গল কত সুন্দর ! সিংহ বানরের সাথে যেতে থাকলো ............ সামনে হাতি ইয়াবা নিচ্ছিল ...বানর হাতিকেও একইকথা বলল .... এরপর হাতিও ওদের সাথে চলতে শুরু করলো .... কিছুদুর এগিয়ে তারা দেখল --বাঘ বাংলা মদ খাচ্ছে ,বানর তখন তাকেও একই কথায় বলল সাথে সাথে বাঘ মদের গ্লাস নামিয়ে রেখে -- বানরকে দিল কইষা এক থাপ্পর হাতি বলল --বেচারাকে মারতছ কেন? বাঘ বলল --এই শালা কালকেও গাজা খাইয়া আমারে জঙ্গলে ৩ ঘন্টা ঘুরাইছিল


4) পাশের বাড়ির লোকটা কত খারাপ,

স্ত্রী : দেখেছো, পাশের বাড়ির লোকটা কত খারাপ, সাইকেল এর জন্য বউ কে বিক্রি করে দিয়েছে!! তুমি আমার সাথে এরকম করবে নাতো?
স্বামী : মাথা খারাপ ? গাড়ী ছাড়া দিমুই না ।


5) হাতের উপর চাকু দিয়ে তারগার্লফ্রেন্ড এর নাম

এক ছেলে হাতের উপর চাকু দিয়ে তার গার্ল ফ্রেন্ড এর নাম লিখার পর জোরে জোরে কাঁদতে শুরু করলো। কিন্তু কেনো? ব্যাথা করছে? নাহ নামের বানান ভুল করছে।


6) আপনার ফেলে যাওয়া বস্তু কোন চিত্রকল্প না

এক লোক টয়লেটে গিয়ে দেখলো , সেখানে লেখা , আপনে যত্ত বরো হেডামই হন না ক্যান, এখানে আইসা আপনারে প্যান্ট খুলতেই হবে, সো ভাব কম নেন ঠিকাছে ভা!!!!! লোকটা চরম লজ্জিত হয়ে অন্য টয়লেটে গিয়ে বসলেন । আরামসে কাজ চালাচ্ছেন , এমনসময় দেখলেন , সেখানে লেখা, ..এইযে ভাই , টয়লেট চেন্জ কইরা আসছেন ভাল , কিন্তু মনে রাখবেন , আপনার ফেলে যাওয়া বস্তু কোন চিত্রকল্প না যে মানুষরে দেখানোর জন্য রেখ যাবেন । সো পরিমিত পানি ব্যবহার করুন , কিপ্টামি করবেন না , ঠিকাছে ভা....!!!!।


7) সপরিবারে দাওয়াত

মালিকঃ আমাদের দোকানে যে পচা ডিমগুলো ছিলো সেগুলো কে কিনলো??
কর্মচারীঃ লিয়াকত সাহেব।
মালিকঃ গত বছরের পাঁচ কেজি আটা?
কর্মচারীঃ লিয়াকত সাহেব।
মালিকঃ আর ঐ মেয়াদ শেষ হয়ে যাওয়া সেমাইগুলো?
কর্মচারীঃ লিয়াকত সাহেবই সব নিয়ে গেছেন।
এমন সময়মালিকের মুখকালো হয়ে গেল। কপাল দিয়ে ঘাম ছুটতে লাগলো।
কর্মচারী ভয় পেয়ে জিজ্ঞাস করল- হুজুর আপনার কি শরীর খারাপ লাগছে?
মালিকঃ না, লিয়াকত সাহেবের বাসায় আজ আমার সপরিবারে দাওয়াত আছে।


8) আমাকে ধোঁকা দিতে পারেন না।!!

বড় কর্তার সেক্রেটারির সঙ্গে বড় কর্তার স্ত্রীর কথা হচ্ছে—
সেক্রেটারি: ম্যাডাম, কয়েক দিন ধরে আপনাকে বেশ উদাস দেখা যাচ্ছে। কোনো সমস্যা হয়েছে নাকি!
বড় কর্তার স্ত্রী: আর বোলো না। শুনেছি তোমার বস অফিসের এক নতুন কর্মচারীর প্রেমে পড়েছে।
সেক্রেটারি: বলেন কী ম্যাডাম! এটা কিছুতেই হতে পারে না। স্যার কিছুতেই আমাকে ধোঁকা দিতে পারেন না।!!


9) Cute এক পিচ্চি মেয়ে

Cute এক পিচ্চি মেয়ে দোকানদারকে বলছে >>>
মেয়ে:- আচ্ছা আঙ্কেল আমি যখন বড় হবো তখন আপনি কি আপনার ছেলের সাথে আমাকে বিয়ে দিবেন ?
দোকানদার হেসে দিয়ে, হ্যাঁ মামনি অবশ্যই দিবো।
মেয়ে:- ঠিক আছে, তাহলে আপনার হবু পুত্র বধূকে ফ্রি দুইটা আইসক্রিম দেন।


10) বুদ্ধিমান বাবা

বাবা আর ছেলে কথা বলছে:---
বাবা : তুই বিয়ে করবি ?
ছেলে : না ।
বাবা : সেই মেয়ে যদি বিলগেটস এর মেয়ে হয় ?
ছেলে : তাহলে ঠিক আছে। এরপর বাবা ছুটলেন বিশ্ব ব্যাংক এ.....
বাবা : আমার ছেলে কে আপনাদের ব্যাংকের ম্যানেজার করবেন ?
বিশ্ব ব্যাংক : না ।
বাবা : সে যদি বিলগেটস এর জামাই হয় ?
বিশ্ব ব্যাংক : তাহলে ঠিক আছে। এখন বাবা ছুটলেন বিলগেটস এর কাছে......
বাবা : আমার ছেলেকে আপনার মেয়ের সাথে বিয়ে করাবেন ?
বিলগেটস : না ।
বাবা : সে যদি বিশ্ব ব্যাংকের ম্যানেজার হয় ?
বিলগেটস : তাহলে ঠিক আছে।



* * * এসংক্রান্ত আরও মজার কৌতুক =>> * * *


* * * Anupamasite-এ আপনাকে স্বাগতম। আপনার পছন্দমত যে কোন ধরনের লেখা পোস্ট করতে এখানে ক্লিক করুন।   আপনাদের পোস্ট করা লেখাগুলো এই লিংকে আছে, দেখতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ * * *

জ্ঞানই শক্তি ! তাই- আগে নিজে জানুন , শেয়ার করে প্রচারের মাধ্যমে অন্যকেও জানতে সাহায্য করুন।