বাংলা সুনির্বাচিত কৌতুক Bangla Selected Jokes

হাসলে নাকি আয়ু বাড়ে- তাই হাসুন, মন খুলে হাসুন, কারণ হাসলে হার্ট / হৃদয় / মন ভালো থাকে => আর মন ভালো- তো সবই ভালো।

অধিকাংশ জোকস অনলাইন থেকে সংগৃহীত- শুধুমাত্র আপনাদের আনন্দ বিধানের জন্যই এই প্রচেষ্টা, কাউকে ছোট বা হেয় করার উদ্দেশ্যে নয় ; তাই এ ব্যাপারে কারো কোন আপত্তি থাকলে এডমিনকে অবশ্যই জানাতে ভুলবেন না।

* * * Anupamasite-এ আপনাকে স্বাগতম। আপনার পছন্দমত যে কোন ধরনের লেখা বা কৌতুক পোস্ট করতে পারেন।   মানসম্মত লেখা নামসহ সাইটে স্থায়ীভাবে পাবলিশ করা হয় । ধন্যবাদ * * *

*
1) পুলিশে ভর্তি করিয়ে দেই

এক পুলিশ অফিসার মোটেই আর্মি সহ্য করতে পারে না। আর্মির কাউকে দেখলেই সে চান্সে থাকে কিভাবে পচানো যায়। একদিন তার সামনে পড়লো আর্মির একসিপাহী। পুলিশ তখন বলল- কি হে , শুনলাম তোমরা যখন টানা কয়েক বছর বিদেশে থাকো, তারপর দেশে ফিরে দেখ তোমাদের বউ- এর কোলে নবজাতক সন্তান। সত্য নাকি ?
সিপাহী কিছু বলল না।
পুলিশ- তা তোমরা ঐ সব অবৈধ বাচ্চাগুলো নিয়ে কি করো ?
সিপাহীর উত্তর- কি আর করি, বড় হলে নিয়ে গিয়ে পুলিশে ভর্তি করিয়ে দেই।


2) উপস্থিত বুদ্ধির পরীক্ষা

একবার সেনাবাহিনীতে নিয়োগের জন্য আই, এস, এস, বি তে এক পরীক্ষার্থী কে মৌখিক পরীক্ষায় (যেখানে মানসিক শক্তি ও উপস্থিত বুদ্ধির পরীক্ষা নেয়া হয়) সেনা কর্মকর্তা প্রশ্ন করলো, “আচ্ছা আমি যদি তোমার বিবাহিত স্ত্রীর সাথে প্রথম রাত কাটাতে চাই তাহলে তোমার কি কোন আপত্তি আছে??”পরীক্ষার্থী সাথে সাথে উত্তর দিল, “আপনার যদি আপত্তি না থাকে আমারো কোন আপত্তি নেই।। কারন আমি তো আপনার মেয়েকেই বিয়ে করব!!”


3) জাল টাকার নোট

এক লোকের বাড়ি সার্চ করে পুলিশ জাল নোট ছাপার মেশিন পেয়ে গেল । তাকে গ্রেফতার করতে গেলে সে পুলিশকে বলল- আমাকে গ্রেফতার করতে চান কেন? আমার কাছে তো একটাও জাল টাকার নোট পাননি। পুলিশ বলল- কিন্তু জাল নোট ছাপার যন্ত্রপাতি তো পেয়েছি । লোকটি বলল- তাহলে একটি মেয়েকে রেপ করার দায়েও আমাকে গ্রেফতার করুন । পুলিশ- আপনি কি কোন মেয়েকে রেপ করেছেন? লোকটি- না, কিন্তু রেপ করার যন্ত্র তো আমার কাছে আছে!


4) এক ইয়া মোটা মহিলা বাসায় এক চোর ধরল

এক ইয়া মোটা মহিলা বাসায় একচোর ধরল।। আর তার উপর বসল যাতে চোরটা পালাতে না পারে।। তারপর চাকরকে বলল পুলিশে খবর দিতে!!
চাকরঃ “আমার জুতা কোথায় গেল?? খুঁজে পাচ্ছি নাহ তো!!”
চোরঃ “আরে জুতা না পেলে আমারটা পড়ে যা বাপ!! তাও তাড়াতাড়ি যা!!”


5) বিপদে পড়লে পুলিশের help নিতে

ছেলে : uncle আপনি কি পুলিশ ?
পুলিশ : হ্যাঁ কেন কি হইছে ?
ছেলে : বাবা বলেছে বিপদে পড়লে পুলিশের help নিতে।
পুলিশ : কি সমস্যা তোমার ?
ছেলে : জুতার ফিতা খুলে গেছে....
পুলিশ : কী !


6) ২০১৫ সালে ঘুষের বিস্তৃতি

১৯৮০ সাল_ এক পুলিশের ছেলে পরীক্ষায় সব বিষয়ে আণ্ডা পেয়েছে।
পুলিশ : নালায়েক পোলা, অল সাবজেক্টে আণ্ডা পেয়েছিস। বল, তোরে কী শাস্তি দেব?
ছেলে : এবারের মতো কানডলা দিয়ে মাফ করে দাও। আরেকবার সুযোগ দাও।

২০১৫ সাল_ এক পুলিশের ছেলে পরীক্ষায় সব বিষয়ে আণ্ডা পেয়েছে।
পুলিশ : হারামজাদা, অল সাবজেক্টে আন্ডা পাইছোস ! এখন তুই-ই বল, তোরে কি শাস্তি দিমু?
ছেলে : এই লও ৫০ টেকা, কেইসটা এইখানেই খতম কইরা দ্যাও !


7) পকেট গরম

কোর্টে উকিল আসামিকে জেরা করছে
উকিল : আপনি পুলিশের পকেটে জ্বলন্ত সিগারেট রাখছেন কেন..?
আসামি : আমি একটা জিডি করতে পুলিশের কাছে গেছিলাম। কাজ করার আগেই পুলিশ তার পকেট গরম করতে বলেছে। তাই সিগারেটটা তার পকেটে চালান করে দিলাম।


8) পুলিশে ভর্তি করিয়ে দেই

এক পুলিশ অফিসার মোটেই আর্মি সহ্য করতে পারে না। আর্মির কাউকে দেখলেই সে চান্সে থাকে কিভাবে পচানো যায়। একদিন তার সামনে পড়লো আর্মির একসিপাহী। পুলিশ তখন বলল- কি হে , শুনলাম তোমরা যখন টানা কয়েক বছর বিদেশে থাকো, তারপর দেশে ফিরে দেখ তোমাদের বউ- এর কোলে নবজাতক সন্তান। সত্য নাকি ?
সিপাহী কিছু বলল না।
পুলিশ- তা তোমরা ঐ সব অবৈধ বাচ্চাগুলো নিয়ে কি করো ?
সিপাহীর উত্তর- কি আর করি, বড় হলে নিয়ে গিয়ে পুলিশে ভর্তি করিয়ে দেই।


9) উপস্থিত বুদ্ধির পরীক্ষা

একবার সেনাবাহিনীতে নিয়োগের জন্য আই, এস, এস, বি তে এক পরীক্ষার্থী কে মৌখিক পরীক্ষায় (যেখানে মানসিক শক্তি ও উপস্থিত বুদ্ধির পরীক্ষা নেয়া হয়) সেনা কর্মকর্তা প্রশ্ন করলো, “আচ্ছা আমি যদি তোমার বিবাহিত স্ত্রীর সাথে প্রথম রাত কাটাতে চাই তাহলে তোমার কি কোন আপত্তি আছে??”পরীক্ষার্থী সাথে সাথে উত্তর দিল, “আপনার যদি আপত্তি না থাকে আমারো কোন আপত্তি নেই।। কারন আমি তো আপনার মেয়েকেই বিয়ে করব!!”

* * * এসংক্রান্ত আরও মজার কৌতুক =>> * * *


* * * Anupamasite-এ আপনাকে স্বাগতম। আপনার পছন্দমত যে কোন ধরনের লেখা পোস্ট করতে এখানে ক্লিক করুন।   আপনাদের পোস্ট করা লেখাগুলো এই লিংকে আছে, দেখতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ * * *

জ্ঞানই শক্তি ! তাই- আগে নিজে জানুন , শেয়ার করে প্রচারের মাধ্যমে অন্যকেও জানতে সাহায্য করুন।