বাংলা সুনির্বাচিত কৌতুক Bangla Selected Jokes

হাসলে নাকি আয়ু বাড়ে- তাই হাসুন, মন খুলে হাসুন, কারণ হাসলে হার্ট / হৃদয় / মন ভালো থাকে => আর মন ভালো- তো সবই ভালো।

অধিকাংশ জোকস অনলাইন থেকে সংগৃহীত- শুধুমাত্র আপনাদের আনন্দ বিধানের জন্যই এই প্রচেষ্টা, কাউকে ছোট বা হেয় করার উদ্দেশ্যে নয় ; তাই এ ব্যাপারে কারো কোন আপত্তি থাকলে এডমিনকে অবশ্যই জানাতে ভুলবেন না।

* * * Anupamasite-এ আপনাকে স্বাগতম। আপনার পছন্দমত যে কোন ধরনের লেখা বা কৌতুক পোস্ট করতে পারেন।   মানসম্মত লেখা নামসহ সাইটে স্থায়ীভাবে পাবলিশ করা হয় । ধন্যবাদ * * *

*
86) গোসলটা সেরে নেবো

স্বামীঃ আমার পানিটা গরম করে দাও। না হলে
স্ত্রীঃ না হলে, না হলে কী ? কী করবে ।
স্বামীঃ ঠান্ডা পানিতে গোসলটা সেরে নেবো ।



87) কয়টা বয়ফ্রেন্ড ছিল?

বাসর রাতে স্বামী তার স্ত্রীর কথোপকথোন:
স্বামী : এই, বিয়ের আগে তোমার কয়টা বয়ফ্রেন্ড ছিল??
স্ত্রী কোন কথা না বলে সেখান থেকে উঠেগিয়ে একটা খাম নিয়ে এসে স্বামীর হাতে ধরিয়ে দিল । খামের মধ্যে ছিল কিছু চালআর ২০০ টাকা ।
স্বামী : এইটা কি ??
স্ত্রী : না মানে, আমি যখন কারো প্রেমেপড়তাম তখন ১টা করে চাল এই খামে ঢুকিয়েরাখতাম ।
স্বামী খাম খুলে চাল গোনা শুরু করল ১,২,….. ৭টা ।
স্বামী : ও তার মানে ৭টা বয়ফ্রেন্ড ছিল?? আজকালকার যুগে এইটা কোন ব্যাপারই না ।।
আচ্ছা আর এই ২০০ টাকা কিসের??
স্ত্রী : না মানে, গতকালকে ৪কেজি চাল বিক্রি করছি ।


88) ছুতো খুঁজে পায় না

এক স্বামীর তার স্ত্রীকে পেটানোর ইচ্ছা হয়েছে, কিন্তু স্ত্রীর কোন দোষ পাচ্ছে না। সে অনেক ভেবেও স্ত্রীকে মারার কোন ছুতো খুঁজে পায় না। হঠাৎ স্বামী দেখলো বাড়ির উঠানে একটি কুকুর শুয়ে আছে। এটা দেখে আর দেরি না করে দ্রুত ঘরে ঢুকে স্ত্রীকে পেটাতে থাকে।
স্ত্রীঃ (কাঁদো কণ্ঠে) আমারে মারতাছ ক্যান? আমি কি করছি?
স্বামীঃ বাইরে এতক্ষণ ধইরা রোদের মধ্যে একটা কুত্তা শুইয়া রইছে, তুই বালিশ দেস নাই ক্যান?


89) ঠিক পাশের দোকানে-

স্ত্রী: (ধমকের স্বরে) কোথায় তুমি?
স্বামী: প্রিয়তমা, তোমার কি সেই জুয়েলারির দোকানটার কথা মনে আছে, যে দোকানের একটা গয়নার সেট তুমি পছন্দ করেছিলে এবং বলছিলে,
‘ ইশ্! যদি এটা কিনতে পারতাম? ’
স্ত্রী: (গদগদ স্বরে) হ্যাঁ প্রিয়তম, মনে আছে!
স্বামী: আমি সেই জুয়েলারির দোকানের ঠিক পাশের দোকানে বসে চা খাচ্ছি।


90) স্বামীকে surprise

স্ত্রী নতুন সিম কিনে তার প্রিয়তম স্বামীকে surprise দেওয়ার সিদ্ধান্ত নিল।
স্বামী বেডরুমে বসে ছিল। তাই স্ত্রী বাথরুমে গিয়ে স্বামীকে নতুন নাম্বার থেকে কল দিল, হ্যালো জানু!
স্বামীঃ (খুব নিচু স্বরে) ডার্লিং,আমি তোমাকে একটু পরে ফোন দিচ্ছি, আমার বউ বাথরুমে, যে কোনো সময় এসে পরব


91 ) একটা মেয়ে কাপড় ছাড়া

স্ত্রী : ওগো শুনছ, আমাকে সার্কাস দেখাতে নিয়ে যাবে ?
স্বামী : সময় হবে না, আমি বিজি আছি ।
স্ত্রী : এই সার্কাসে নাকি একটা মেয়ে কাপড় ছাড়া সিংহের পিঠে বসে খেলা দেখাচ্ছে !
স্বামী : তুমি সত্যি এমন জেদি ! জেদ ধরে ঠিক আমাকে রাজী করাবেই ! চলো সার্কাস যাই, অনেক দিন সিংহ দেখিনি ।
পরে ...
স্বামী অতি উদার হয়ে একেবারে সামনের সারির টিকিট কাটলো দুজনের জন্য । সিংহের খেলা দেখানো হয়ে গেলো, অথচ কোন মেয়ে এলোনা কাপড় না পরা অবস্থায় । সার্কাসের শো শেষ ও হলো একসময় ।
স্বামী : তুমি তো বলেছিলে যে, একটা মেয়ে আসবে কাপড় না পরে ? কিন্ত মেয়ের গায়ে তো কাপড় ছিল!
পত্নী : আমি বিনা কাপড়ে সিংহের কথা বলেছিলাম, মেয়ের কথা একবারও বলিনি তো...!
" বিশ্বাস না হয়, আর একবার পড়ে দেখো


92) জামাই শাশুড়ির হোয়াটসয়াপ

স্ত্রীর সাথে অতিষ্ঠ হয়ে জামাই শাশুড়ি কে হোয়াটসয়াপ করল,
আপনার প্রডাক্ট এ জন্মগত গোলমাল আছে,যা আমাকে ডেলিভারির সময় জানানো হয় নি। আমি হয়রান হয়ে যাচ্ছি। প্লিজ মাল ফেরৎ নিয়ে অন্য ভাল মাল পাঠান। সেটা যেন এর পরের ব্যাচের হয়। মেসেজ পেয়েই শাশুড়ির জবাব :-মালের ওয়ারান্টী শেষ হয়ে গেছে।
-আমাদে মালের রিফান্ড অথবা এক্সচেঞ্জ অফার নেই।
-মাল ঘরে নেবার পর ঠিকঠাক ব্যাবহার করার দায়িত্ব গ্রাহকের।
-ডেলিভারির সময় আমরা তার ব্যভহার বিধি তোমাকে ভালোভাবে বুঝিয়েছিলাম।
-এখন আর এখানে নতুনভাবে কোন প্রডাকশনের কাজ চালু নেই।
-পুরাণ মেশিনারি সব এখন অচল অবস্থায় পরে আছে।
-তাই, তোমার কাছে যা আছে তাকে একটা বুঝে সুঝে সাবধানতার সাথে ব্যাবহার কর।
-অভ্যস্ত হওয়ার পর সব ঠিক হয়ে যাবে। ভাল থেক। সুখী হও।

* * * এসংক্রান্ত আরও মজার কৌতুক =>> * * *


* * * Anupamasite-এ আপনাকে স্বাগতম। আপনার পছন্দমত যে কোন ধরনের লেখা পোস্ট করতে এখানে ক্লিক করুন।   আপনাদের পোস্ট করা লেখাগুলো এই লিংকে আছে, দেখতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ * * *

জ্ঞানই শক্তি ! তাই- আগে নিজে জানুন , শেয়ার করে প্রচারের মাধ্যমে অন্যকেও জানতে সাহায্য করুন।