66) স্বামী-স্ত্রী'র মধ্যে কথা-১
স্ত্রী: বিয়ের আগে তুমি আমাকে উপহার দিতে, এখন আর দাও না কেন?
স্বামী: মাছ ধরার পরে কি জেলেরা মাছকে আর খাওয়ায়?
স্ত্রী : ছিঃ ছিঃ তুমি নাকি আরেকজনের সঙ্গে প্রেম করছ ?
স্বামী : তুমিই না বললে বিয়ের পর প্রেম দ্বিগুণ করতে ।
67) স্বামী-স্ত্রী'র মধ্যে কথা-২
এক স্ত্রী তার স্বামীকে অভিযোগ করল, ‘তুমি মোটেই আমার আত্মীয়স্বজনকে পছন্দ কর না।’
স্বামী শুনে বললেন, ‘কে বলল! আমি তো তোমার শাশুড়িকে, আমার শাশুড়ির থেকেও বেশি পছন্দ করি।’
স্ত্রী : বুঝি না তুমি কেন সিগারেট ছাড়া থাকতে পার না? এটা খেতে যদি আসলেই এত ভালো হত, তাহলে আমি কেন খাই না?
স্বামী : কারণ ওটা খেতে হলে মুখ বন্ধ করতে হয়।
68) স্বামী-স্ত্রী'র মধ্যে কথা-৩
: আচ্ছা এভাবে যদি জিনিসপত্রের দাম বাড়তে থাকে, তাহলে আমরা কী করব ?
: সবাই যখন কষ্ট করে জিনিসপত্র কিনবে আমরা তখন আরাম করে বসে বসে দেখব।
69) টমেটোটা কে ?
স্বামীর শার্টে লাল দাগ দেখে সন্দেহপ্রবণ স্ত্রী জানতে চাইল-
: শার্টে এটা কিসের দাগ?
: টমেটো সসের
: তা তো বুঝলাম। কিন্তু টমেটোটা কে ?
70 ) ‘ছাইপাশ’
স্ত্রী : নববর্ষ পালন করতে পার্টিতে যাচ্ছ যাও। ‘ছাইপাশ’ গিলে এলে মজা বুঝাব।
স্বামী : ফিরে এসে সেই ‘ছাইপাঁশই তো’ গিলতে হবে !
71) উলের সোয়েটার
স্ত্রী : জান, তোমার উলের সোয়েটারটা বুনতে দুটো ভেড়া প্রয়োজন।
স্বামী : কেন তুমি একা বুনতে পার না?
72) অন্ধ নাকি ?
ঘরে ঢুকতে গিয়ে স্ত্রীর সঙ্গে স্বামীর গায়ে ধাক্কা লাগল-
স্ত্রী : উফ অন্ধ নাকি তুমি, দেখতে পাও না ?
স্বামী : অন্ধ না হলে কি আর তোমাকে বিয়ে করি।
73) বিয়ের আগে বান্ধবী-
স্ত্রী : বিয়ের আগে কি তোমার কোনো বান্ধবী ছিল?
স্বামী : না, তুমিই প্রথম।
স্ত্রী : কাল যে মেয়েটির সঙ্গে খুব হেসে কথা বলছিলে ওই মেয়েটি তাহলে কে ?
স্বামী : ওর সঙ্গে আমার পরিচয় হয়েছে বিয়ের পর।
74) স্বামী-স্ত্রী'র মধ্যে কথা-৪
স্বামী : ধুত্তুর আমি এ সংসারে আগুন জ্বালিয়ে দিব
স্ত্রী : তার আগে এক লিটার কেরোসিন আনো চুলো জ্বালাব।
75) স্বামী-স্ত্রী'র মধ্যে কথা-৫
স্ত্রী : ওগো বল না আমাকে কখন তোমার সবচেয়ে সুন্দর লাগে?
স্বামী : যখন তুমি বাপের বাড়ি থাক।
76) ট্রেনের টিকিট
স্বামী : তুমি এই বড় সুটকেস ভর্তি করে কাপড় না এনে বড় আলমারিটাই তো সঙ্গে করে নিয়ে আসতে পারতে।
স্ত্রী : ঠাট্টা করছ? ভারি তো কটা কাপড় সঙ্গে নিয়েছি তাতেই।
স্বামী : না, আসলে ট্রেনের টিকিট দুটো আলমারিতে ফেলে এসেছি।
76) কমারশিয়াল পারপাস
স্বামী : বাড়িওয়ালা হঠাৎ আমাদের ভাড়া বাড়িয়ে দিয়েছে।
স্ত্রী : হঠাৎ উইদাউট নোটিশে …
স্বামী : উনি বললেন ঘরটা নাকি কমারশিয়াল পারপাসে ইয়ুজ হচ্ছে।
পঁচাত্তর বছর বিবাহবার্ষিকী পালনের সময়।