বাংলা সুনির্বাচিত কৌতুক Bangla Selected Jokes

হাসলে নাকি আয়ু বাড়ে- তাই হাসুন, মন খুলে হাসুন, কারণ হাসলে হার্ট / হৃদয় / মন ভালো থাকে => আর মন ভালো- তো সবই ভালো।

অধিকাংশ জোকস অনলাইন থেকে সংগৃহীত- শুধুমাত্র আপনাদের আনন্দ বিধানের জন্যই এই প্রচেষ্টা, কাউকে ছোট বা হেয় করার উদ্দেশ্যে নয় ; তাই এ ব্যাপারে কারো কোন আপত্তি থাকলে এডমিনকে অবশ্যই জানাতে ভুলবেন না।

* * * Anupamasite-এ আপনাকে স্বাগতম। আপনার পছন্দমত যে কোন ধরনের লেখা বা কৌতুক পোস্ট করতে পারেন।   মানসম্মত লেখা নামসহ সাইটে স্থায়ীভাবে পাবলিশ করা হয় । ধন্যবাদ * * *

*
93) আমি শুধু নিশ্চিত হতে চেয়েছি

এক লোক তার স্ত্রীকে এস এম এস করলো "আমার আসতে দেরী হবে, আমার ময়লা কাপড়গুলো ধুয়ে রেখো আর আমার পছন্দের খাবার রান্না করে রেখো।"
স্ত্রী কোনও উত্তর করলো না এস এম এস এর। কিছুক্ষণ পর আবার একটা এস এম এস করল "আমার বেতন বেড়েছে, দিগুণ হয়েছে, তোমাকে এই মাসের শেষে একটা নতুন গাড়ি কিনে দেব।"
এবার স্ত্রী উত্তর করলো খুশিতে গদগদ হয়ে "ও মা! সত্যি?!"
লোকটি উত্তর করলো. . . . "না, আমি শুধু নিশ্চিত হতে চেয়েছিলাম যে তুমি আমার প্রথম এস এম এস টা পেয়েছ কিনা".



95) বিষ রান্না করেছি বিষ

ঝগড়ার দিন দুপুরে ফোনে কথোপকথন ?
স্বামীঃ কি গো , দুপুরে কি রান্না করলে ।।
স্ত্রীঃ বিষ রান্না করেছি বিষ ।। ( রেগে আগুন )
স্বামীঃ তাহলে , তুমি খেয়ে নাও আমি আজ বাইরে খেয়ে নেব ।


96) মৃত্যুশয্যায় শায়িত স্বামী তার স্ত্রীকে বলছেন

স্বামী: আমি তো আর এক মাস পর মারা যাব, তাই আমি চাই, আমার মৃত্যুর পর তুমি সাজ্জাদ সাহেবকে বিয়ে কর।
স্ত্রী: সাজ্জাদ সাহেব! বলো কি, সে তো তোমার শত্রু। আর তাকে কিনা বিয়ে করতে বলছ তুমি!
স্বামী: আমি জানি সে আমার শত্রু। সাজ্জাদকে শায়েস্তা করার এটাই তো মোক্ষম সুযোগ, বুঝলে কিছু..


97) তোমার জন্য আমি কতটা সৌভাগ্যের!

স্ত্রী: আচ্ছা, তুমি সব সময় অফিসে যাওয়ার সময় ব্যাগে করে আমার ছবি নিয়ে যাও কেন?
স্বামী: অফিসে যখন আমি কোনো সমস্যায় পড়ি, তখন তোমার ছবিটি বের করে দেখলেই সব সমস্যার সমাধান হয়ে যায়, বুঝলে?
স্ত্রী: তাই নাকি! তাহলে দেখো, তোমার জন্য আমি কতটা সৌভাগ্যের!
স্বামী: হুম, আমার যখন সমস্যা আসে, তখন তোমার ছবি বের করে দেখি আর নিজেকে বলি, তোমার চেয়ে তো বড় কোনো সমস্যা পৃথিবীতে থাকতে পারে না। আর সঙ্গে সঙ্গে ছোট সমস্যাগুলো আর আমার কাছে সমস্যা বলে মনে হয় না।


98 ) পরের দিন ভোরে ফ্লাইট

স্বামী-স্ত্রীর মধ্যে কয়েক দিন ধরে মুখ দেখাদেখি বন্ধ। কেউ কারও সঙ্গে কথা বলেন না। আর যতটুকু বলা প্রয়োজন, তা ইশারায় জানিয়ে দেন। স্বামী দেখলেন, পরের দিন ভোরে তাঁর ফ্লাইট। তাঁকে উঠতে হবে ভোর পাঁচটায়। কিন্তু স্ত্রী যদি জাগিয়ে না দেন, তবে কিছুতেই ভোরবেলায় তাঁর ঘুম ভাঙবে না। কিন্তু তাঁরা কথাও তো বলেন না। কী আর করা! স্বামী একটা কাগজে লিখে দিলেন, ‘দয়া করে ভোর পাঁচটায় আমাকে জাগিয়ে দেবে।’কাগজটি টেবিলের ওপর রেখে দিলেন, যাতে স্ত্রী দেখতে পান। কিন্তু পরের দিন যখন তাঁর ঘুম ভাঙল, তখন সকাল নয়টা বেজে গেছে এবং বিমানও তাঁকে ছেড়ে চলে গেছে। তিনি রেগে টং হয়ে স্ত্রীকে জিজ্ঞেস করলেন, কেন তাঁকে জাগানো হলো না। এদিকে স্ত্রীও সমান তেড়িয়া, ‘এত রাগছ কেন? আমি তো তোমার ওই কাগজটিতে লিখে রেখেছি যে এখন ভোর পাঁচটা বাজে, ঘুম থেকে ওঠো। কিন্তু তুমি তো টেরই পেলে না। আমার কী দোষ?’


99) আপনি তো খুবই সুন্দরী

এক ভদ্রমহিলা ঘরে একা ছিলেন। হঠাৎ দরজায় টোকা পড়লো। তিনি দরজা খুলে অপরিচিত এক লোককে দেখতে পেলেন
লোকটি বললঃ আপনি তো খুবই সুন্দরী।
মহিলা ঘাবড়ে গিয়ে দরজা বন্ধ করে দিলেন।
পরের দিন আবার টোকা পড়লো
মহিলাটি দরজা খুলে আবার সেই লোককে দেখতে পেলেন।
লোকটি বললঃ আপনি সত্যি খুবই সুন্দরী।মহিলা ভয়ে তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিলেন। পরের তিন চার দিনও যখন একই ঘটনা ঘটতে থাকলো তখন মহিলা বিরক্ত হয়ে পুরো বিষয়টি তার স্বামীকে বললেন। সব শুনে স্বামী বললঃ তুমি কিছু চিন্তা কোরো না, আজ যখন আসবে তখন আমি ঘরে দরজার পিছনে দাঁড়িয়ে থাকবো। তুমি শুধু বলবে, "হ্যাঁ, আমি সুন্দরী, তাতে তোমার কি?" তারপর ব্যাটাকে আমি মজা দেখাচ্ছি।
পরের দিন যখন দরজায় টোকা পড়লো। তখন মহিলার স্বামী দরজার পিছনে লুকিয়ে পড়ল। মহিলাটি দরজা খুলতে লোকটি বললঃ আপনি তো দেখছি অপূর্ব সুন্দরী।
মহিলাঃ হ্যাঁ, আমি সুন্দরী...কিন্তু তাতে আপনার কি? লোকটি বিনম্র ভাবে হাতজোড় করে বললঃ আপামনি, এই বিশ্বাস আর অনুভুতিটা পারলে আপনার স্বামীর মধ্যে জাগিয়ে তুলুন যাতে, উনি অন্তত: আমার স্ত্রীর পিছু-টা ছাড়েন...



* * * এসংক্রান্ত আরও মজার কৌতুক =>> * * *


* * * Anupamasite-এ আপনাকে স্বাগতম। আপনার পছন্দমত যে কোন ধরনের লেখা পোস্ট করতে এখানে ক্লিক করুন।   আপনাদের পোস্ট করা লেখাগুলো এই লিংকে আছে, দেখতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ * * *

জ্ঞানই শক্তি ! তাই- আগে নিজে জানুন , শেয়ার করে প্রচারের মাধ্যমে অন্যকেও জানতে সাহায্য করুন।