বাংলা সুনির্বাচিত কৌতুক Bangla Selected Jokes

হাসলে নাকি আয়ু বাড়ে- তাই হাসুন, মন খুলে হাসুন, কারণ হাসলে হার্ট / হৃদয় / মন ভালো থাকে => আর মন ভালো- তো সবই ভালো।

অধিকাংশ জোকস অনলাইন থেকে সংগৃহীত- শুধুমাত্র আপনাদের আনন্দ বিধানের জন্যই এই প্রচেষ্টা, কাউকে ছোট বা হেয় করার উদ্দেশ্যে নয় ; তাই এ ব্যাপারে কারো কোন আপত্তি থাকলে এডমিনকে অবশ্যই জানাতে ভুলবেন না।

* * * Anupamasite-এ আপনাকে স্বাগতম। আপনার পছন্দমত যে কোন ধরনের লেখা বা কৌতুক পোস্ট করতে পারেন।   মানসম্মত লেখা নামসহ সাইটে স্থায়ীভাবে পাবলিশ করা হয় । ধন্যবাদ * * *

*
1) ফেসবুকে প্রেম

ফেসবুকে এক মেয়েকে দেখে পছন্দ হল। তাই তাকে নক করল এক ছেলে..
ছেলে : আপনার কি বয়ফ্রেন্ড আছে...?
মেয়ে : কেন, না থাকলে খুঁজে দেবেন নাকি....?
ছেলে : চেষ্টা করব খুঁজে দিতে। বলুন, কোন প্রফেশনের ছেলে আপনার পছন্দ..?
মেয়ে : আমি চাই আমার বয়ফ্রেন্ড ফুচকাওয়ালা হবে। আমি সারাদিন ওর দোকানে বসে ফুচকা খাবো।
ছেলে : ফুচকাওয়ালা কোন ছেলের সাথে আমার পরিচয় নেই। any other choice.....?
মেয়ে : ফুচকাওয়ালা না হয়ে আইসক্রিমওয়ালা হলেও চলবে। এই গরমে আইসক্রিম যা ইয়াম্মি লাগে।
ছেলে : হুম...!! আচ্ছা বলুন তো, বি.বি.এ করা ছেলে আপনার কেমন লাগে...?
মেয়ে : একদম আলুর মতো লাগে। আলু যেমন একটা কমন ভেজিটেবল, বি.বি.এ করা ছেলেও তেমন কম প্রোডাক্ট। কোন মার্কেট ভ্যালু নাই। তা ভাইয়া আপনি কী করেন...?
ছেলে ভয়ানক মন খারাপ করে জবাব দিল : ‘আজ পর্যন্ত লেখাপড়া করতাম, বি.বি.এ তে। তবে আজকের পর ব্যবসা করব। সকাল থেকে বিকেল পর্যন্ত আইসক্রিম বেচব, বিকেল থেকে রাত পর্যন্ত ফুচকা।
মেয়ে : ওয়াও !! হাউ সুইট। আপনার ফোন নাম্বার টা দিন তো


2) বীরত্বের পরিচয়

প্রেমিকা : যতদিন না তুমি একটা বীরের মতো কাজ করবে ততদিন আমি তোমাকে বিয়ে করবো না।
প্রেমিক : এই বাজারে তোমাকে বিয়ে করতে চাইছি, এটাই কি যথেষ্ট বীরত্বের পরিচয় নয়!


3)তোমাকে বিয়ে করব কেন ?

মেয়ে : সিগারেট খাওয়া ছেড়ে দাও. ছেলে : ছেড়ে দিলাম.
মেয়ে : বীয়ার খাওয়া ছেড়ে দাও.
ছেলে : ছেড়ে দিলাম.
মেয়ে : কথা দাও আর কোন... মিথ্যা কথা বলবে না.
ছেলে : কথা দিলাম. .প্রমিজ করলাম.
মেয়ে :বল আমায় বিয়ে করবে??
ছেলে : না মেয়ে : কেন???
ছেলে : এখন যেহেতু অনেক ভাল হয়ে গেছি তেহেতু তোমার থেকে অনেক ভাল মেয়ে পাব! তাইলে তোমাকে বিয়ে করব কেন ????


4)জানু তুমি এখন চেঞ্জ হয়ে গেছো..

"বল্টু :- জানু তুমি এখন চেঞ্জ হয়ে গেছো।
মেয়ে :- কিভাবে? . .
বল্টু :- এখন তোমাকে Kiss করলে তুমি চোখ বন্ধ করো না কেন? .
মেয়ে :- 'হারামখোর' গতবার চোখ বন্ধ করছি। আর আমার পার্স থেকে ২০০০ টাকা উধাও .
বল্টু মিয়া পুরা বোল্ড ..


5) কোন অংশ সবচেয়ে সুন্দর?

প্রেমিকাঃ জানু এবার ভাল করে দেখে বল না আমার শরীর এর কোন অংশ সবচেয়ে সুন্দর? প্রেমিকঃ হুম, সেটা হল এমন একটা জিনিষ যেটা দেখতে নারিকেলের মত গোল ও সাদা। তার ভিতর আরো দুইটা বৃত্ত আছে, বৃত্ত এর উপর ডট। প্রেমিকাঃ শয়তান! কি বলতে চাস? প্রেমিকঃ সেটা হল তোমার চোখ।


6) বাবার কাছে বিয়ের প্রস্তাব

প্রেমিকঃতোমার বাবার কাছে আমাদের বিয়ের প্রস্তাব রেখেছো?
প্রেমিকাঃহ্যাঁ।
প্রেমিকঃতোমার বাবা কি বললেন?
প্রেমিকাঃতিনি জানতে চাইলেন, তোমার ব্যাঙ্কে কত টাকা আছে।
প্রেমিকঃকি বললে?
প্রেমিকাঃযা সত্যি তাই বললাম,দুলাখ।
প্রেমিকঃতোমার বাবা কি বললেন?
প্রেমিকাঃতিনি টাকাটা ধার চাইলেন।


7) বল্টু ও তার গার্লফ্রেন্ড

গার্লফ্রেন্ড : প্লিজ... আমাকে মাফ করেদিও জানু , আজ আমি তোমাকে একটাকথা বলতে চাই।
বল্টু : হ্যাঁ সুইটহার্ট, বলো বলো,কি বলতে চাও...??

গার্লফ্রেন্ড : আমি তোমার কাছে কিছু গোপন করছি। আসলে হয়েছে কি..... অন্য একজনের সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, সামনে সপ্তাহে আমাদের বিয়ে। আমি তোমার সাথে এতটা সময় একসাথে কাটিয়েছি, ফেসবুকে কতো কতো কথা বলেছি, কতো সিনেমা দেখেছি, ডেটিং করেছি, শপিং করেছি, আর.....
বল্টু : ব্যাস, ডার্লিং...ব্যাস , তুমি দেখছি আমাকে emotional করেই ছাড়বে...। এটা কোনো ব্যাপারই না, চলো.....
.
.
.
আজ আমিও তোমার সাথে আমার বউ আর বাচ্চাদের পরিচয় করিয়ে দিই...


8) গান গেয়ে ভালোবাসা প্রকাশ

গান গেয়ে মলির প্রতি ভালোবাসা প্রকাশ করল জলিল। তারপর গদগদ স্বরে বলল, প্রিয়তমা, কেমন গাইলাম বলো তো?
মলি: তোমার তো টেলিভিশনে গান গাওয়া উচিত।
জলিল: সত্যি?!
মলি: হ্যাঁ। সে ক্ষেত্রে আমি অন্তত টিভিটা বন্ধ করে দিতে পারব।

* * * এসংক্রান্ত আরও মজার কৌতুক =>> * * *


* * * Anupamasite-এ আপনাকে স্বাগতম। আপনার পছন্দমত যে কোন ধরনের লেখা পোস্ট করতে এখানে ক্লিক করুন।   আপনাদের পোস্ট করা লেখাগুলো এই লিংকে আছে, দেখতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ * * *

জ্ঞানই শক্তি ! তাই- আগে নিজে জানুন , শেয়ার করে প্রচারের মাধ্যমে অন্যকেও জানতে সাহায্য করুন।