" কুন্তীদেবীর শিক্ষা " সুধি ভগবদ্ভক্তগণ কর্তৃক অতি সমাদৃত এই গ্রন্থ
কৃষ্ণকৃপাশ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ কর্তৃক মূল সংস্কৃত শ্লোক, অনুবাদ এবং বিশদ তাৎপর্যসহ ইংরেজি Teachings of Queen Kunti গ্রন্থের বাংলা অনুবাদ । অনুবাদক : শ্রীমদ্ সুভগ স্বামী মহারাজ
ইন্দ্রিয়ের অগোচর
শ্লোক: ২
মায়াজবনিকাচ্ছন্নমজ্ঞাধোক্ষজমব্যয়ম্ ।
ন লক্ষ্যসে মৃঢ়দৃশা নটো নাট্যধরো যথা ॥ ২॥
অনুবাদ :
তুমি অব্যয় ও জড় ইন্দ্রিয়জ জ্ঞানের অতীত । তুমি মায়া-যবনিকার দ্বারা আচ্ছাদিত । অভিনেতার সাজে সজ্জিত ব্যক্তিকে যেমন চেনা যায় না , তেমনই নির্বোধেরা তোমার সন্ধান পায় না । ( ভাঃ ১/৮/১৯ )
তাৎপর্যঃ-
ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ প্রতিপাদন করেছেন যে , অল্পবুদ্ধিসম্পন্ন ব্যক্তিরা তাকে আমাদের মতো একজন সাধারণ ব্যক্তি বলে ভুল করে এবং এইভাবে তারা কৃষ্ণকে অবজ্ঞা করে । একই কথা এখানে কুন্তীদেবীর দ্বারা প্রতিপন্ন হয়েছে । অল্পবুদ্ধিসম্পন্ন ব্যক্তিরা হচ্ছে ভগবানের পরম নিয়ামকত্বের বিরোধী এবং তাদের অসুর বলা হয় । অসুরেরা কখনই ভগবানের পরম কর্তৃত্ব স্বীকার করে না । যখন ভগবান স্বয়ং বরাহ , নৃসিংহ , রামাদি রূপে তার আদি রূপ শ্রীকৃষ্ণরূপে আমাদের মধ্যে অবতরণ করেন , তখন তিনি অনেক অদ্ভুত অলৌকিক লীলাবিলাস করেন । শ্রীমদ্ভাগবতের দশম স্কন্ধে মাতা যশোদার কোলে থাকার সময়ই আমরা শ্রীকৃষ্ণকে মানুষের অসাধ্য অদ্ভুত লীলা প্রদর্শন করতে দেখি । কৃষ্ণনিধনের উদ্দেশ্যে স্তনকে বিষময় করা সত্ত্বেও ভগবান কৃষ্ণ পুতনা রাক্ষসীকে বধ করেন । একটি সাধারণ শিশুর মতো ভগবান তার স্তন পান করেন ও সেই সঙ্গে পুতনার জীবনবায়ুও নিঃশেষে শোষণ করেন । সেই রকম একটি বালক যেমন ব্যাঙের ছাতা উত্তোলন করে , তেমনই অতি সহজেই তিনি গোবর্ধন পাহাড় উত্তোলন করেন এবং ব্রজবাসীদের রক্ষার্থে সাত দিনব্যাপী ঐ পাহাড় ধারণ করেন । উপনিষদ , ইতিহাস , পুরাণাদি প্রামাণিক বৈদিক শাস্ত্রে ভগবান শ্রীকৃষ্ণের এই সব অলৌকিক কার্যাবলী লিপিবদ্ধ আছে । ভগবদ্গীতার আকারে তিনি চমৎকার উপদেশ প্রদান করেন ।
একজন নায়ক , গৃহস্থ , গুরু ও ত্যাগী রূপে তিনি দক্ষতার পরম ঔৎকর্ষ প্রদর্শন করেন । ব্যাস , দেবল , অসিত , নারদ , মধ্ব , শঙ্কর , রামানুজ , শ্রীচৈতন্য মহাপ্রভু , জীব গোস্বামী , বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর , ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ও পরম্পরাগত অন্যান্য মহান আচার্য দ্বারা তিনি পরমেশ্বর ভগবানরূপে স্বীকৃত হন । তিনি স্বয়ং প্রামাণিক শাস্ত্রের বহু স্থানে এই কথা ঘোষণা করেছেন । তবুও এক শ্রেণীর আসুরিক মনোভাবাপন্ন ব্যক্তি ভগবানকে পরমব্রহ্মারূপে গ্রহণে সর্বদাই অনিচ্ছুক । অল্পজ্ঞতা এর আংশিক কারণ এবং অতীত ও বর্তমান অপকর্মের ফলস্বরূপ একগুয়েমী জেদী মনোভাব তার আংশিক কারণ । এই রকম ব্যক্তিরা ভগবান শ্রীকৃষ্ণ তাদের সম্মুখে উপস্থিত থাকা সত্ত্বেও তাকে চিনতে পারেনি । আর একটি অসুবিধা হচ্ছে , যারা তাদের অপূর্ণ ইন্দ্রিয়ের উপর অধিক নির্ভরশীল , তারা কৃষ্ণকে । পরমেশ্বর ভগবানরূপে উপলব্ধি করতে পারে না । এই শ্রেণীর জনগণ । বর্তমানকালের বিজ্ঞানীদের সঙ্গে তুলনীয় । তারা সব কিছুই তাদের পরীক্ষা নিরীক্ষালব্ধ জ্ঞান দ্বারা জানতে চায় । কিন্তু অপূর্ণ পরীক্ষামূলক জ্ঞানের মাধ্যমে পরম পুরুষকে উপলব্ধি করা সম্ভব নয় । এই শ্লোকে তাকে অধোক্ষজ বলে বর্ণনা করা হয়েছে , অর্থাৎ তিনি ইন্দ্রিয়জাত জ্ঞানের অগোচর বা জড় পরীক্ষাজাত জ্ঞানের সীমার অতীত । আমাদের সকল ইন্দ্রিয়ই অপূর্ণ । আমরা সব কিছুই দর্শনে সক্ষম বলে দাবি করলেও , আমাদের অবশ্য স্বীকার করা কর্তব্য যে , শুধু বিশেষ জড় --জাগতিক অবস্থাতেই আমরা বস্তু নিরীক্ষণে সক্ষম । আবার ঐ অবস্থাও আমাদের নিয়ন্ত্রণের অতীত । ভগবান হচ্ছেন আমাদের জড় ইন্দ্রিয়ানুভূতির অতীত বস্তু । কুন্তীদেবী মায়াবদ্ধ জীবাত্মার , বিশেষত অল্পবুদ্ধিসম্পন্না স্ত্রীলোকের এই অক্ষমতা স্বীকার করেন । স্বল্প বুদ্ধিমানদের জন্য মন্দির , মসজিদ্ অথবা গির্জাদি থাকা অবশ্য প্রয়োজন , যাতে তারা ভগবানের পরমেশ্বরত্ব স্বীকার এবং ঐ তীর্থস্থানে আচার্য মহাজন মুখনিঃসৃত পবিত্র ভগবৎ - কথা শ্রবণ করতে পারে । স্বল্প বুদ্ধিমানদের জন্য এই রকম পারমার্থিক জীবনের সূচনা একান্ত প্রয়োজন এবং একমাত্র মুঢ়রাই । জনগণের আধ্যাত্মিক বৈশিষ্ট্যের মান উন্নয়নকল্পে প্রয়োজনীয় এই রকম ভগবৎ উপাসনার স্থান নির্মাণে নিন্দা করে । সাধারণত মন্দির , মসজিদ বা গির্জাদিতে স্বল্পবুদ্ধিসম্পন্ন ব্যক্তিদের পরমেশ্বর ভগবানের সম্মুখে প্রণাম কার্যত ভগবৎ - সেবার মাধ্যমে উন্নত ভক্তের ভগবানের ধ্যানের মতোই মঙ্গলজনক ও কল্যাণকর ।
এখন দেখতে পারেন =>
" কুন্তীদেবীর শিক্ষা " গ্রন্থের গুরুত্বপূর্ণ অংশ
৩ ) সবচেয়ে বিদুষী নারী -
কুন্তীদেবীর শিক্ষা
মুখবন্ধ
এই গ্রন্থের গুরুত্বপূর্ণ অংশের নাম
সূচীপত্র
১ ) আদি পুরুষ –
২ ) ইন্দ্রিয়ের অগোচর-
৩ ) সবচেয়ে বিদুষী নারী –
৪ ) সর্বময় সত্য বাসুদেবে শরণাগতি –
৫ ) কমল দর্শন শ্রীকৃষ্ণ –
৬ ) ইন্দ্রিয়ের অধীশ্বর : হৃষীকেশ –
৭ ) বিপদের সম্মুখে —
৮ ) বিপদঃ সন্তু -
৯ ) ভবমহাদাবাগ্নি-নির্বাপণম্ —
১০ ) অকিঞ্চনের ধর্ম –
১১ ) পরা প্রকৃতির সংস্পর্শে –
১২ ) কৃষ্ণলীলার বিভ্রম –
১৩ ) ব্রহ্মাণ্ডের প্রাণশক্তি –
১৪ ) শ্রীকৃষ্ণের অদ্ভুত লীলা –
১৫ ) জন্ম-মৃত্যুর অতীত —
১৬ ) স্বরূপ চৈতন্যে প্রত্যাবর্তন –
১৭ ) ভূভার হরণ —
১৮ ) অবিদ্যা ও যাতনা থেকে মুক্তি –
১৯ ) ভবসাগর অতিক্রম –
২০ ) পূর্ণ শরণাগতি –
২১ ) আমাদের জীবনের সার্থকতা কোথায় ?
২২ ) শ্রীকৃষ্ণ সান্নিধ্যের সৌন্দর্য —
২৩ ) প্রাকৃতিক ঐশ্বর্য —
২৪ ) স্নেহবন্ধন মোচন —
২৫ ) অনন্যা ভক্তি —
২৬ ) কৃষ্ণমহিমার আকর্ষণ -
১৮শ অধ্যায় মোক্ষযোগ
সুনির্বাচিত শ্লোকঃ-
*
ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভু সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
জপ-কীর্তন সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 2 দশ নামাপরাধ
*
আচার-আচরণ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
মৃত্যু সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক (মহামৃত্যুঞ্জয় মন্ত্র)
*
ভক্ত সম্বন্ধীয় গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 ,
4 ,
5 ,
*
ভক্তিমূলক সেবা সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 ,
4 ,
5 ,
*
কর্তব্য সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
গুরু / শিষ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 ,
2 ,
3 ,
*
মানবজন্ম সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
নির্বিশেষবাদ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
কলিযুগ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
জ্ঞান সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোকে
Page => 1 , 2
*
ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 , 4 ,
5 ,
6 ,
*
মায়া সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 ,
*
অভক্ত সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
*
আত্মা-পরমাত্মা সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
জড় জগৎ ও চিন্ময় জগৎ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
যোগ, তপশ্চর্যা সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
বর্ণাশ্রম সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
শ্রীমদ্ভাগবতের গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 , 4 ,
5 , 6 ,
7 , 8 ,
9 , 10 ,
11 , 12 ,
*
শ্রীমদ্ভাগবত গীতা থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 , 4 ,
5 , 6
*
চৈতন্য চরিতামৃত থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2
*
পূরাণ থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
*
চাণক্য পণ্ডিতের কিছু গুরুত্বপূর্ণ শ্লোক
*
ব্রহ্মসংহিতা থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
*
উপনিষদের গুরুত্বপূর্ণ শ্লোক
*
শিক্ষাষ্টক এর গুরুত্বপূর্ণ শ্লোকগুলো
*
ভক্তিরসামৃত সিন্ধু থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
*
বিবিধ গ্রন্থের গুরুত্বপূর্ণ কিছু শ্লোক
Page => 1 , 2 ,
3 , 4 ,
5 , 6 ,
শ্রী শ্রী দামোদরাষ্টকম্
শ্রীশ্রীগুর্বষ্টকম্
দশাবতার স্তোত্র
এছাড়াও দেখুন
*
শ্রীভগবানের মুখে যুদ্ধের কথা কেন?
*
ধর্ম্ম কি বিজ্ঞান ছাড়া ? ভোগবাদীদের কতিপয় যুক্তি!
*
সত্ত্ব, রজো ও তমোগুণে প্রভাবিত মানুষের লক্ষণঃ
*
আমাদের বিশেষ বিশেষ ধরণের স্বভাব, আচরণ কেন?
*
প্রণাম মন্ত্র
For Ad Contact
0183 45 45 989
শ্রী শ্রী দামোদরাষ্টকম্
শ্রীশ্রীগুর্বষ্টকম , গুরুদেবের বন্দনা
শ্রীল প্রভুপাদ এর অবদান-
জপ-কীর্তন কেন করবেন ?
*
সত্যিই কি ঈশ্বর আছেন?
*
বিজ্ঞানী নিউটন কর্তৃক ঈশ্বরের অস্তিত্ব প্রমাণঃ
*
অযৌক্তিক বিগ ব্যাং থিওরি !
*
সমগ্র সৃষ্টির ব্যাপারে বৈদিক সিদ্ধান্ত কি?
*
সমগ্র সৃষ্টির রহস্য ও উৎস কি?  
*
" জয় শ্রীকৃষ্ণ "